kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

রাজধানীর যাত্রীছাউনিতে বিড়ম্বনা

১৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজধানীর অনেক এলাকায় যাত্রীদের বিশ্রাম ও রোদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য যাত্রীছাউনি রয়েছে। কিন্তু যাত্রীছাউনিগুলো প্রায়ই হকারদের দখলে থাকে। অনেক ছাউনিতে বসার বেঞ্চ নোংরা বা নষ্ট হয়ে পড়ে থাকে। ফলে অপেক্ষমাণ বা ক্লান্ত যাত্রী এবং বৃদ্ধ, নারী, শিশু ও প্রতিবন্ধী যাত্রীরা ছাত্রীছাউনিতে স্বস্তির সঙ্গে দাঁড়ানোর বা বসার সুযোগ পায় না। হকারদের সঙ্গে কথা বলে জানা যায় যে তারা চাঁদার বিনিময়ে যাত্রীছাউনি দখল করে পণ্য বিক্রি করে। স্থানীয় প্রভাবশালী ও পুলিশ এই চাঁদা গ্রহণ করে। ফলে যাত্রীছাউনি দখলের বিরুদ্ধে সাধারণ যাত্রীরা প্রতিবাদ করতে সাহস পায় না। এ ছাড়া যাত্রীছাউনির সামনে বাস থামার কথা থাকলেও সেখানে বাস থামে না। বেশির ভাগ ক্ষেত্রেই যাত্রীছাউনি বা বাসস্টপেজের স্থানে ট্রাফিক পুলিশের সার্জেন্ট দাঁড়িয়ে থাকেন বলে চালকরা ভয়ে সেখানে বাস না থামিয়ে এর আগে বা পেছনে বাস থামান। ফলে যাত্রীরা প্রয়োজন হলেও যাত্রীছাউনিতে আশ্রয় নিতে পারে না। কারণ সেখানে বাস পাওয়া যায় না। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার দুই সিটি করপোরেশন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছি।

মো. শামীম হাসান

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।