মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে পারস্পরিক সুসম্পর্ক অপরিহার্য। বন্ধু ও বন্ধুত্ব জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃত বন্ধুরা একে অপরের সুখে-দুঃখে, বিপদে-আপদে স্বার্থহীনভাবে পাশে এসে দাঁড়ায়। মনের দুঃখ-কষ্ট, মান-অভিমান, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। সামাজিকায়ন ও ব্যক্তিত্বের বিকাশে বন্ধুত্বের ভূমিকা অনস্বীকার্য। কথায় আছে, একজন ভালো বন্ধু হাজার আত্মীয়ের সমান। তবে সৎ সঙ্গ না হলে বন্ধুত্ব অনেক বিপর্যয় ডেকে আনতে পারে। একজন ভালো বন্ধু যেমন খারাপ বন্ধুর জীবনধারা পাল্টে দিতে পারে, তেমনি খারাপ বন্ধুর প্রভাবে একজন মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। মাদক গ্রহণ, নারী নির্যাতন, ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ নানা অপরাধমূলক কাজকর্ম ও অনৈতিক আচরণ খারাপ বন্ধুর প্রভাবে ঘটে থাকে। এমন পরিস্থিতিতে তরুণ-তরুণীদের বন্ধু নির্বাচনে সতর্ক থাকা উচিত। অভিভাবকদেরও কিশোর ও তরুণ সন্তানদের আচার-আচরণ এবং তাদের সঙ্গীদের দিকে নজর রাখা উচিত।
হাচান মাহমুদ শুভ
শিক্ষার্থী, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, ঢাকা।
মন্তব্য