বাংলাদেশ রেলওয়ের তথ্যভাণ্ডারে ঈশ্বরদীকে বৃহত্তম রেলওয়ে জংশন হিসেবে উল্লেখ করা রয়েছে। সাধারণ জ্ঞানের বই এবং বিভিন্ন অনলাইন সাইটে একই তথ্য পাওয়া যায়। কিন্তু এই তথ্য ভুল। তথ্যটি রেল কর্তৃপক্ষ কেন হালনাগাদ করছে না, ভেবে বিস্মিত হই।
বৃহত্তম রেলওয়ে জংশন কোনটি
অন্যান্য

মাহতাব হোসেন
পার্বতীপুর, দিনাজপুর।
সম্পর্কিত খবর

রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করুন

গ্রন্থাগার একটি অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান, যা একটি দেশের মনন ও অগ্রগতির প্রতিচ্ছবি। সময়ের বিবর্তনে গন্থাগার ধারণার পরিবর্তন ঘটেছে। এই অত্যাধুনিক যুগে আমাদের মতো উন্নয়নশীল দেশে গ্রন্থাগার হতে পারত জ্ঞান অন্বেষণ, ভাষা ও সাংস্কৃতিক চর্চা ছাড়াও ক্যারিয়ার গঠনের অন্যতম আঁতুড়াশ্রম। তবে দুঃখজনক বাংলাদেশের গ্রন্থাগারগুলো এখনো সনাতনী পদ্ধতির।
সাম্প্রতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য শিক্ষার্থীদের গ্রন্থাগারে একটি করে ক্যারিয়ার সম্পর্কিত বই নিয়ে আসার সম্মতি দেন। এতে শিক্ষার্থীদের গ্রন্থাগারের পাঠকক্ষের প্রতি আগ্রহ তৈরি হয় এবং অনেক শিক্ষার্থীই বই সঙ্গে করে নিয়ে আসেন পড়ার জন্য।
বসুদেব রায়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

ফুটপাতকে পথচারীর কাছে ফিরিয়ে দিন

সায়েন্স ল্যাব থেকে শুরু করে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কে রয়েছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ, গভ. ল্যাবরেটরি স্কুল, টিচার্স ট্রেনিং কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠান এবং নিউমার্কেট ও গাউসিয়ার মতো মার্কেট। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান, অফিস তো রয়েছেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই এলাকার যানজটও বৃদ্ধি পেতে থাকে। যানবাহনের গতি কচ্ছপের চেয়ে শ্লথ হয়ে আসে।
মো. মাহিন ভূঁইয়া
শিক্ষার্থী, ঢাকা কলেজ

রোজ গার্ডেন ঘিরে জনগণের দুর্ভোগ

ঢাকার টিকাটুলীতে অবস্থিত রোজ গার্ডেন জাতীয় ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃত। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। সম্প্রতি এটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু রোজ গার্ডেনে যাওয়ার রাস্তায় সংস্কারকাজ শুরু হওয়ায় যাতায়াতে হচ্ছে দুর্ভোগ।
সাধারণ জনগণের প্রবেশ এবং এলাকাবাসীর দুর্ভোগ কমাতে সড়ক সংস্কার ও প্রশস্ত করতে হবে। এ ছাড়া রোজ গার্ডেনের দর্শনার্থীদের জন্য তথ্যকেন্দ্র, বসার স্থান, স্যানিটেশন, পার্কিং ব্যবস্থা ইত্যাদি নিশ্চিত করতে হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের স্থানটিকে উন্মুক্ত করার আগে উচিত ছিল এ বিষয়ে নজর দেওয়া।
নুসরাত জাহান স্মরনীকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

কবে দূর হবে ঢাকা কলেজের আবাসন সংকট?

ঢাকা কলেজ বাংলাদেশের শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল নাম। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান অসংখ্য মেধাবী নাগরিক তৈরি করেছে, যাঁরা দেশের নানা ক্ষেত্রে অবদান রেখেছেন। কিন্তু এই গৌরবের আড়ালে একটি দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা শিক্ষার্থীদের ভোগাচ্ছে, সেটি হলো আবাসন সংকট। ঢাকা কলেজে দেশের প্রায় সব জেলা থেকে শিক্ষার্থী আসে।
মো. ফয়সাল হোসেন
ঢাকা কলেজ