রাজধানীর নীলক্ষেতে কর্মজীবী মহিলা হোস্টেলে পাওয়া গেছে এক নারী ব্যাংককর্মীর লাশ। যশোরের অভয়নগরে প্রবাসীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই দুই এলাকাসহ দেশের সাত জেলায় গতকাল রবিবার ছয় খুন ও চারজনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।
কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :
ঢাকা : গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মোবারক হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহতের স্ত্রী লামিয়া আক্তার জান্নাত বলেন, মোবারক শাহবাগ শিশু পার্ক এলাকায় গাঁজা ব্যবসায় জড়িত ছিলেন। নবীর নামে একজনের কাছ থেকে মাদক বাকিতে এনে তিনি ব্যবসা করতেন। নবীর মোবারকের কাছে টাকা পাবেন বলে দাবি করেন। টাকা না দেওয়ায় নবীরের পাঠানো কয়েক যুবক তাঁকে ছুরিকাঘাত করে চলে যান।
এর আগে শনিবার রাতে রাজধানীর হাজারীবাগে পারিবারিক বিরোধের জেরে বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত হয়েছেন। নিহতের নাম বাহারুল ইসলাম রাসেল (২০)।
নিহতের মামা হুমায়ূন জানান, তাঁর বোন শাহানাজ কাজের সূত্রে জর্দানে থাকেন। তাঁর ভাগ্নে রাসেল এবং বোনের স্বামী জুয়েল রানা কামরাঙ্গীর চরের ঝাউচর এলাকায় একটি হোটেলে কাজ করতেন।
গতকাল দুপুরে নিউমার্কেট এলাকার নীলক্ষেতে কর্মজীবী মহিলা হোস্টেলের একটি কক্ষ থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রিয়া একটি ব্যাংকে চাকরি করতেন।
নিউমার্কেট থানার এসআই হোসনে মোবারক জানান, তিনতলার ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।
পঞ্চগড় : সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৩টায় এই ঘটনা ঘটে।
নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। মরদেহের সুরতহালে তাঁর দুই পায়েই গুলির ক্ষতচিহ্ন পেয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। তবে গুলির বিষয়টি অস্বীকার করেছে বিজিবি ও বিএসএফ।
রাঙামাটি : কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফুলতলী গ্রামে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। তিনি ওই ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।
গতকাল সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা। তবে কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান বলেন, ‘আমরা সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয়রা পুলিশকে কোনো তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাইনি।’
অভয়নগর (যশোর) : গতকাল সকালে হাসান শেখ (২৭) নামের কুয়েতপ্রবাসী এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি মাছের ঘেরের পার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত হাসান শেখ নাউলী গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। তিনি কুয়েতে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত ছিলেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি আব্দুল আলীম।
নরসিংদী : পলাশ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশটি এখানে ফেলে যায়।
পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, মরদেহের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ নিয়েছে পিবিআই। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর : চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার ভোরে মহানগরীর চাপুলিয়া এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) চাপুলিয়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
জিএমপির সদর থানার ওসি মেহেদী হাসান জানান, হ্যাভেনের পরিবারের অভিযোগ, তাঁকে ধরে নিয়ে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক কারবারের একাধিক মামলা রয়েছে। রবিবার সকালে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
গাজীপুর (আঞ্চলিক) : টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে টঙ্গী বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, কয়েক দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আঙুলের ছাপ সংগ্রহ করে পিবিআই সদস্যরা লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।
ময়মনসিংহ : নগরীর মাসকান্দা এলাকার একটি ডোবা থেকে গতকাল সন্ধ্যায় এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জোবেদা বেগম। বয়স ৭০ বছর।
কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেন জানান, লাশটি ছয়-সাত দিন আগের বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর বাসা নগরীর কেওয়াটখালী এলাকায়।