দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী নাইট কোচ উল্টে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় ১৫ জন। গতকাল শনিবার দেশের ১২ জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৭ জন। কালের কণ্ঠের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা জানান :
হিলি (দিনাজপুর) : ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় গতকাল গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী নাইট কোচ উল্টে গেলে পাঁচজন নিহত হয়েছেন।
এতে আহত হয় আরো ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন ঠাকুরগাঁও সদরের হাশেম আলীর কন্যা তামান্না (২৫), একই জেলার তারিকুল ইসলামের ছেলে আরিফ (২৫), কোচের সুপারভাইজার নওগাঁ সদরের আমিনুল ইসলাম (৪৭), পঞ্চগড়ের খালেক আলীর ছেলে এরশাদ হোসেন রাশেদ (২৫) এবং ঢাকার আমিনবাজার এলাকার মো. রাহাত (৩৫)।
ঝালকাঠি : রাজাপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
গতকাল দুপুরে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের গালুয়া ইউনিয়নের পাকাপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুজনই পিকআপ ভ্যানে ছিলেন এবং তাঁরা মাগুরা জেলার বাসিন্দা।
নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার মশিউর রহমান (৬৫) ও সুয়াজ বিশ্বাস (৪৫)।
রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক বলেন, ‘দুই গাড়ির মাঝে আটকে থাকা একজনের লাশ উদ্ধার করতে রেকারের সাহায্য নিতে হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ফরিদপুর : আলফাডাঙ্গায় মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ ফকির (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-শিরগ্রাম সড়কের জয়দেবপুর ঈদগাহ এলাকায় এই দুর্ঘটনায় আব্দুল্লাহ মারাত্মক আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
নিহত আব্দুল্লাহ বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলাম ফকিরের ছেলে।
দাউদকান্দি (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছে আটজন। গতকাল ভোরে উপজেলার শহীদনগর এলপিজি পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী বেগম (২৬) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী।
আদমদীঘি (বগুড়া) : সান্তাহারে প্রাইভেট কারের ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ বছর বয়সী শিশু রাবেয়া নিহত হয়েছে। এ সময় তার পাশে দাঁড়িয়ে থাকা মা, মামা ও বড় ভাই গুরুতর আহত হয়েছেন।
পুলিশ প্রাইভেট কারের চালক মাহাবুবুর রহমানকে (৫৩) গ্রেপ্তার করেছে।
গতকাল বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বশিপুর ঈদগাহের সামনে এই দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের যুবক জাহিদ হাসান শাওন (২৪) মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে গতকাল বিকেলে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া এলাকায় বাসচাপায় নিহত হন।
শাওন লক্ষ্মীপুর সদরের হামছাদী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি নর্দান ইউনিভার্সিটিতে তড়িৎ প্রকৌশল বিভাগে বিএসসিতে অধ্যয়নরত ছিলেন।
মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবোঝাই পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম শাহীন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে একই পরিবারের আরো চারজন।
গতকাল বিকেলে বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন মিরসরাইয়ের বামনসুন্দর এলাকার মৃত নুরুল করিমের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিল।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিন হোসেন বলেন, লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
মধুখালী (ফরিদপুর) : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রলির পেছনে পিকআপের ধাক্কায় তুহিন বিশ্বাস (৩৫) নামের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নাটোর : সদর উপজেলার চৈরি গ্রামে মাটিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুবেল নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল নাটোর সদর উপজেলার আটঘরিয়া গ্রামের আব্দুল ইউসুফের ছেলে।
পিরোজপুর : যাত্রীবাহী বাসের ধাক্কায় সিহাব খলিফা (২৫) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট সড়কের বড়পুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব খলিফা ইন্দুরকানি উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বাদশা খলিফার ছেলে।
দুর্গাপুর (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়ার গাওপাড়া ঢালান বাজার সংলগ্ন এলাকায় গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় সঞ্চিতা রাণী (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এতে ভ্যানচালক ও শিশুসহ আহত হয়েছে আরো সাতজন।
নিহত সঞ্চিতা রাণীর বাড়ি নাটোরের কালিকাপুর এলাকায়। তিনি ওই গ্রামের মিলনের স্ত্রী। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলায় একটি অ্যাম্বুল্যান্সের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নাটোর-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।