বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জোর করে বাংলাদেশে মানুষ ঢুকিয়ে দেওয়া (পুশ ইন) অব্যাহত রেখেছে। গতকাল পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৬৯ জনকে পুশ ইন করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট এলাকা থেকে কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর :
পঞ্চগড় : পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগাছ সীমান্ত দিয়ে চার ভারতীয়সহ মোট ১৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ। গতকাল ভোরে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘১৬ জনকে পুশ ইন করা হয়েছে। এর মধ্যে ১২ জন বাংলাদেশি ও চারজন ভারতীয়। আমরা বাংলাদেশিদের সাধারণ ডায়েরি করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
আর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয়দের ফেরত পাঠানোর চেষ্টা চলছে।’
ঠাকুরগাঁও : হরিপুর উপজেলা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল ভোরে উপজেলার চাপসার সীমান্তের চৈত্রাণপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতের বিভিন্ন স্থানে বসবাস ও কাজকর্ম করে আসছিলেন।
হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, ‘বিজিবির মাধ্যমে ২৩ জনকে আটকের বিষয়টি আমরা জানতে পেরেছি। তাদের থানায় হস্তান্তরের পর পরিচয় যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
লালমনিরহাট : লালমনিরহাটের দুই উপজেলার তিন সীমান্ত দিয়ে গতকাল আবারও ১২ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ। তাঁদের মধ্যে তিনজন পুলিশের হাতে আটক রয়েছেন। বাকিরা গতকাল সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শূন্যরেখার পাশে ভারতীয় অংশে অবস্থান করছিলেন।
এ ঘটনায় বিজিবি বার্তা পাঠালেও সন্ধ্যা পর্যন্ত পতাকা বৈঠকে অংশ নেয়নি বিএসএফ।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর সীমান্ত দিয়ে গতকাল একই পরিবারের ছয় বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ। ভোরের দিকে বিজিবি তাদের আটক করে দর্শনা থানায় সোপর্দ করে।
এ বিষয়ে আটক করা পরিবারের প্রধান শাহাজান জানান, প্রায় ২০ বছর আগে তাঁরা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতের হরিয়ানায় গিয়ে বসবাস করছিলেন। কিন্তু হঠাৎ ভারতীয়রা তাঁদের জোরপূর্বক এ দেশে পাঠিয়ে দিচ্ছে।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, ‘বিজিবি আমাদের কাছে একই পরিবারের ছয়জনকে হস্তান্তর করেছে। আমরা তাদের আত্মীয়-স্বজনকে খবর দিয়ে কুড়িগ্রাম থানায় একটি বার্তা প্রেরণ করেছি।’
মৌলভীবাজার : বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আরো ১২ জনকে পুশ ইন করেছে বিএসএফ। গতকাল সকালে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার পর আটক করা হয়। তারা মায়ানমারের রোহিঙ্গা বলে ধারণা করছে বিজিবি।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশ ইনের ঘটনায় ৩৬২ জন বিজিবির হাতে আটক হয়েছেন। সবচেয়ে বেশি বড়লেখা উপজেলা দিয়ে ২৭৬ জনকে পুশ ইন করা হয়।