ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশইন করে বলে বিজিবি সূত্র জানায়।
মৌলভীবাজারের কমলগঞ্জের দলই সীমান্তে নারী-পুরুষ, শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। ভারত থেকে তারা অনুপ্রবেশ করে বলে সূত্র জানায়।
হরিপুর সীমান্তে আটক ১০ : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহলে ছিল। এ সময় তারা ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশকালে ওই ১০ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রানাথপুর গ্রামের সমেজ (২২), দিনাজপুরের সেতাবগঞ্জ নারল গ্রামের মো. জসীম উদ্দিন (২৫), বিরল উপজেলার মানিকপাড়া গ্রামের মো. সোহেল (২৯), বোচাগঞ্জের তেতরা গ্রামের মো. মুসলিম আলি (২৫), একই উপজেলার হাটমাদবপুর গ্রামের স্বপন চন্দ্র মরকার (২০), দিনাজপুর সদরের ভাবির মোড় মাহেরপুর এলাকার আফজাল হোসেন, বোচাগঞ্জের বেলবাস গ্রামের নয়ন চন্দ্রময় (২৪), রামস্পর গ্রামের পরিবেশ চন্দ্র (২০), দিনাজপুর সদরের বানায়া ডাংগার সাংসবুদিম্বা গ্রামের মো. তমিজ উদ্দিন (৫০) ও বিরলের আচসেরা গ্রামের সালমান (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত এই যুবকেরা মূলত জীবিকার সন্ধানে বেশ কিছু দিন আগে অবৈধভাবে ভারতে যান। সেখানে তাঁরা বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন। বিএসএফ তাঁদের ধরে গতকাল রাতে বাংলাদেশে পুশইন করে।
চাপসার বিজিবি ক্যাম্পের এক কর্মকর্তা জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাঁদের হরিপুর থানায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, বিজিবি আটক করার পর থানায় হস্তান্তর করেছে।
কমলগঞ্জ সীমান্তে আটক ১৫ : মৌলভীবাজারের কমলগঞ্জের দলই সীমান্তে নারী-পুরুষ, শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। এ ছাড়া জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আরো অন্তত ১১৮ জন ভারত থেকে অনুপ্রবেশ করেছেন।
তাঁরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে চলে গেছেন। তাঁদের মধ্যে কত জন ভারতীয়, কত জন বাংলাদেশের নাগরিক, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
দলই সীমান্ত এলাকার মাধবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতাহের আলী বলেন, বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে আটক করে। এর মধ্যে ৯ জন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়। এদের দলই সীমান্তের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘরে আটক রাখা হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার এইচ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভারত ও পাকিস্তানের সংঘাতের সুযোগ নিয়ে কোনো সন্ত্রাসী যাতে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে জন্য আইজিপি থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে সীমান্ত এলাকায় আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছি। তবে পুশ ইন বা কোনো নাগরিক আটক হওয়ার খবর আমাদের জানা নেই।’