এটি ইউরেশীয় কণ্ঠীঘুঘু। দেশের সিলেট, উত্তরবঙ্গ, দক্ষিণ-পশ্চিম এলাকায় এই ঘুঘু বেশি দেখা যায়। শহর এলাকা এরা সাধারণত এড়িয়ে চলে; এমনকি শহরের পার্কেও চোখে পড়ে না। ঢাকা শহরের কাছে ইকুরিয়া এলাকার গ্রামে কয়েকবার পাখি দেখতে গেলে এই ঘুঘুর দেখা মেলে।
পাখি
গ্রামীণ প্রান্তরের কণ্ঠীঘুঘু
- সৌরভ মাহমুদ

২০০৯ সালের মার্চ। শীত প্রায় শেষ। তখনো ঘাসে শিশির জমে, কুয়াশা পড়ে। সুনামগঞ্জের সুরমা নদীর তীরে জামখোলা হাওরের মেঠো পথে হাঁটছি।
সেদিন ছাতিমতলায় গিয়ে বেতসহ বুনো একটি ছোট ঝোপ নজরে এলো। কাছে যেতেই একটি পাখি ডানায় শিস বাজিয়ে উড়ে গেল। বোঝা গেল, এটা ঘুঘু। এই পাখি যখন ওড়ে, তখন খুব কাছে থাকলে তাদের ডানার এই শব্দ শোনা যায়। ঝোপের একটু ভেতরে চোখ দিতিই দেখলাম, কিছু খড়-কাঠিসমেত ছোট্ট একটি বাসা। বাসায় চকচকে-ধবধবে সাদা দুটি ডিম। বাসাটি ভূমি থেকে আড়াই মিটার ওপরে হবে। বাসাটি দেখার পর ঝোপের কাছ থেকে দূরে চলে গেলাম। কয়েক মিনিট পর পাখিটি ফিরে এসে ডিমে তা দিতে শুরু করল।
এটি ইউরেশীয় কণ্ঠীঘুঘু। দেশের সিলেট, উত্তরবঙ্গ, দক্ষিণ-পশ্চিম এলাকায় এই ঘুঘু বেশি দেখা যায়। শহর এলাকা এরা সাধারণত এড়িয়ে চলে; এমনকি শহরের পার্কেও চোখে পড়ে না। ঢাকা শহরের কাছে ইকুরিয়া এলাকার গ্রামে কয়েকবার পাখি দেখতে গেলে এই ঘুঘুর দেখা মেলে। তবে সবচেয়ে বেশি দেখেছি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সুনামগঞ্জের অনেক হাওরে কণ্ঠীঘুঘু দেখেছি। হাওর এলাকায় ঘুঘু পাখির নাম ঢুপি। এই পাখির বৈজ্ঞানিক নাম Streptopelia decaocta। এরা মূলত প্যারাবন, হাওর, গ্রামের প্রান্তরে ও আবাদি জমিতে জোড়ায় এবং ছোট দলে চরে বেড়ায়। কদাচিৎ পোষা কবুতর এবং অন্য প্রজাতির ঘুঘুর দলে যোগ দেয়।
কর্ষিত জমি, বনের প্রান্তর, গ্রামীণ মেঠো পথে এরা হেঁটে হেঁটে খাবার খায়। খাদ্যতালিকায় রয়েছে বীজ ও শস্যদানা। উত্তরবঙ্গে কণ্ঠীঘুঘুদের ব্যাপকভাবে শিকার করা হয়। নানা সময় এই পাখি ধরার ফাঁদ পাখিপ্রেমীদের চোখে পড়েছে। নরওয়ে, জার্মানি ও পোল্যান্ডেও কণ্ঠীঘুঘু দেখেছি। আমার বাসার কাছের বাগানে এক জোড়া কণ্ঠীঘুঘু নিয়মিত বাস করে। জার্মানিতে এদের প্রথম দেখা গিয়েছিল ১৯৪৫ সালে। হাঙ্গেরীয় প্রকৃতিবিদ ইমরে ফ্রিভাল্ডজস্কি ১৮৩৮ সালে প্রথম এই ঘুঘুটির বর্ণনা করেন। ১৮৩৮ সালে এটির ব্যাপারে বুলগেরিয়ায় রিপোর্ট করা হয়েছিল। বিশ শতকের আগ পর্যন্ত এটি ইউরোপজুড়ে বিস্তৃত হয়নি। ১৯০০ থেকে ১৯২০ সালের মধ্যে বলকানের কিছু অংশে প্রদর্শিত হয়েছিল এবং তারপর দ্রুত উত্তর-পশ্চিমে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে নরওয়ের আর্কটিক সার্কেলের উত্তর-পূর্ব থেকে উত্তরে এবং পূর্বে রাশিয়ার উরাল পর্বতমালা পর্যন্ত এবং দক্ষিণ-পশ্চিমে ক্যানারি দ্বীপপুঞ্জ এবং উত্তর আফ্রিকায় পৌঁছে।
লেখক : নিসর্গী ও পরিবেশবিদ, জার্মান এরোস্পেস সেন্টার
সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আক্রান্ত


যুক্তরাষ্ট্রে বোয়িংয়ে আগুন, অল্পের জন্য বাঁচলেন ১৭৩ যাত্রী
কালের কণ্ঠ ডেস্ক

আমেরিকান এয়ারলাইনসের বোয়িং ৩০২৩ বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। গন্তব্য মায়ামি। বিমানে ছিলেন ১৭৩ জন যাত্রী। কিন্তু উড়াল দেওয়ার ঠিক আগমুহূর্তে বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়।
তিনি জানান, বিমানটিতে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে। আগুনের শিখাও লক্ষ করা যাচ্ছে। ক্রমেই সেটি ছড়াচ্ছে। এর কিছুক্ষণ পর কন্ট্রোলারের আবার সাবধানবাণী, আপনারা একেবারেই আগুনের মধ্যে পড়েছেন। শুরু হয় আপৎকালীনভাবে অবতরণের চেষ্টা।
এতে দেখা যাচ্ছে, বিমানের বাঁ দিকের পেছনের অংশ দিয়ে গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে। তখন লাফ দিয়ে নামতে দেখা যায় কয়েকজন যাত্রীকে। পরে দমকল বিভাগ জানায়, আগুন নেভানো গেছে। তবে কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। জানা গেছে, যে বিমানটিতে আগুন লাগে, সেটি বোয়িংয়ের তৈরি ম্যাক্স-৮। বিমানের চাকায় কিভাবে আগুন লাগল, তা এখনো জানা যায়নি। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। পাঁচ-ছয়জন অল্প জখম হয়েছেন। সূত্র : এপি

আদালতকে ইনু
মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচার করে ফেলছে দুদক
নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
গতকাল রবিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
শুনানির সময় আদালতে হাজির করা হয় ইনুকে।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, ইনুকে সাধারণ বন্দিদের সঙ্গে একই হাজতখানায় রাখা হয়েছে। সেখানে নিরাপত্তাহীনতার পাশাপাশি উন্নত টয়লেটের ব্যবস্থাও নেই।
এর জবাবে বিচারক বলেন, ‘আমরা এখনো অ্যানালগ সিস্টেমে আছি। আপনারা ক্ষমতায় থেকেও ডিজিটাল সিস্টেম করে যাননি। এটা করলে আপনাদের আদালতে আসা লাগত না। কারাগারে রেখে বিচার করতে পারতাম।
তখন ইনু বলেন, ‘আদালতে জেল-ফাঁসি যা-ই দেন সমস্যা নেই। কিন্তু দুদক বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিচারের আগেই মিডিয়া ট্রায়াল করেছে। এর থেকে পরিত্রাণ চাই।’
তখন বিচারক বলেন, ‘অভিযোগ এলে মিডিয়া তা প্রকাশ করবেই।’
শুনানি শেষে আদালত ইনুকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে চলতি বছরের ১৬ মার্চ দুর্নীতি দমন কমিশন ইনুর বিরুদ্ধে মামলা করে। মামলায় বলা হয়, তিনি সরকারি দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে চার কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। তাঁর চারটি ব্যাংক হিসাবে ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। একই দিন ইনুর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধেও আরেকটি মামলা করে দুদক। সেখানে অভিযোগ করা হয়, স্বামীর উপার্জিত অর্থে তিনি এক কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে পুলিশ ইনুকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

গাজার ৩ এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা হামলা বন্ধ রাখবে ইসরায়েল
কালের কণ্ঠ ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের তিনটি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মানবিক সহায়তার কাজ আরো সহজ করতেই এই বিরতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।
এখন থেকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে। গতকাল রবিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা।
রয়টার্স বলছে, চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজার কিছু অংশে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে নতুন ত্রাণ করিডর চালুর কথাও জানিয়েছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজার আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটি এলাকায় তারা সামরিক অভিযান বন্ধ রাখবে। এই এলাকায় মার্চ মাস থেকে নতুন করে স্থল অভিযান শুরু হয়নি।
এদিকে মিসরের রাষ্ট্রায়ত্ত আল-কাহেরা নিউজ টিভি জানায়, রবিবার থেকে মিসর সীমান্ত দিয়ে গাজার উদ্দেশে ত্রাণ পরিবহন শুরু হয়েছে। এর আগে, ইসরায়েল বিমান থেকে ত্রাণ ফেলাও শুরু করে বলে জানায়, যা তারা গাজার মানবিক পরিস্থিতি কিছুটা সহজ করতে নেওয়া উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে তারা।
এর আগে গত বৃহস্পতিবার জাতিসংঘ জানায়, গাজায় মানবিক বিরতি ঘোষণার ফলে ত্রাণ সরবরাহের পরিমাণ বাড়ানো সম্ভব হবে।
রয়টার্স বলছে, গাজায় মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শুক্রবার জানায়, তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে এসেছে, কারণ তাদের মতে, হামাস কোনো সমঝোতা চায় না।
এর আগে গত মার্চে ইসরায়েল গাজায় সব রকমের ত্রাণ সরবরাহ বন্ধ করে দিলে ২২ লাখ মানুষের এই ভূখণ্ডে তীব্র খাদ্যসংকট দেখা দেয়। মে মাসে সীমিতভাবে ত্রাণ ঢুকতে দেওয়া হলেও কঠোর শর্ত আরোপ করা হয়।