যুক্তরাজ্যের প্রিন্স চার্লস ও ডায়ানা স্পেন্সারের ১৯৮১ সালের বিয়েকে বলা হয়েছিল ‘রূপকথার বিয়ে’। এতে উপস্থিত ছিলেন প্রায় তিন হাজার অতিথি। শুধু জাঁকজমকের কারণেই তা নিয়ে মাতামাতি হয়নি, নজর কাড়ার আরেক বড় কারণ সেটা সত্যিকারের রাজপুত্রেরই বিয়ে ছিল। সেই চোখ বড় করা ‘রূপকথার বিয়েকে’ও দৃশ্যত ছাড়িয়ে গেল ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ে।
বিবাহ
আরেক রূপকথার বিয়ে
- ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি গাঁটছড়া বাঁধলেন ওই দেশেরই ওষুধশিল্পের টাইকুন বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে। ভারতের গণ্ডি ছাড়িয়ে এই বিয়ের জমকালো আয়োজন নজর কেড়েছে দুনিয়ার নানা প্রান্তে
কালের কণ্ঠ ডেস্ক

বাণিজ্যবিষয়ক বিখ্যাত পত্রিকা ফোর্বসের খবরে বলা হয়েছে, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে পাঁচ হাজার কোটি রুপি খরচ করেছেন মুকেশ আম্বানি। মেয়ে ইশার বিয়েতেও এত টাকা খরচ করেননি মুকেশ-নীতা। ইশার বিয়েতে ৭০০ থেকে ৮০০ কোটি রুপি খরচ হয়েছিল।
গতকালের বিয়ের অনুষ্ঠানে বিদেশি অতিথিদের তালিকায় ছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রী চেরি ব্লেয়ার, অভিনেতা জন সিনা, রিয়ালিটি টিভি তারকা কিম কারদাশিয়ান, ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার লিন্ডি ক্যামেরন ও মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।
দাওয়াত খেতে এসে কিম কারদাশিয়ান তাঁর বোনের সঙ্গে মুম্বাইয়ে অটোরিকশায় চড়ে ঘুরছেন—এমন ছবি অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে।
এত জমকালো আয়োজন হবেই না বা কেন! মুকেশ আম্বানি বিশ্বের দশম ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহরে এবারের চার দিনের জমকালো বিয়ের আয়োজন হচ্ছে মার্চ মাস থেকে শুরু হওয়া আয়োজনের চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানমালা শেষ হবে সোমবার। গুরুত্বপূর্ণ অতিথিদের নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ কর্তৃপক্ষ সে পর্যন্ত মুম্বাই শহরের গুরুত্বপূর্ণ কিছু সড়ক দিনে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখার কথা বলেছে। সংগত কারণেই এতে অনেকেই নাখোশ। মুম্বাইয়ের বাসিন্দারা যানজটের জন্য বিরক্তি প্রকাশ করেছেন। অনেকে আবার নিন্দার তীর ছুড়েছেন দিনের পর দিন ধরে চলা উদযাপনে অর্থসম্পদের এই মাত্রার প্রদর্শনী নিয়ে।
গতকাল শুক্রবার বিকেল নাগাদ কমিউনিটি সেন্টার জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের উদ্দেশে রওনা হন বরযাত্রীরা। বর অনন্ত চড়েছিলেন সাদা ফুলের মালায় সাজানো রোলস রয়েস গাড়িতে। গাড়ি ঘিরে চলে বাদ্য ও নাচ-গান। নাচিয়েদের দলে ছিলেন অভিনেতা রণবীর সিং ও অর্জুন কাপুরও। বরযাত্রীরা জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে পৌঁছাতেই শুরু হয় আরেক দফা নাচ-গান। অতিথিদের গান গেয়ে শোনান সুফি গায়িকা কবিতা শেঠ। ভারতীয় সময় রাত ৮টা নাগাদ বর-বধূর মালা বদল করার কথা ছিল। আগুন সাক্ষী রেখে সাতপাকে ঘোরার পালা ছিল রাত সাড়ে ৯টায়। এটাই প্রথাগত হিন্দু বিয়ের মূল আচার।
সন্ধ্যায় একে একে আসা তারকাদের ভিড়ে ঝলমল করে ওঠে জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার। আসেন অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার, বলিউডের বাদশাহ শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান, সালমান খান, মাধুরী দীক্ষিত, সপরিবারে রজনীকান্ত, এ আর রহমান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপরা ও তাঁর স্বামী নিক জোনাস, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফসহ বহু তারকা। অতিথিদের মধ্যে ছিলেন ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেট তারকারাও।
অনন্ত আম্বানি মুকেশের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। তিন সন্তানই রিলায়েন্স কম্পানির পরিচালনা বোর্ডের সদস্য। ২৯ বছর বয়সী অনন্ত রিলায়েন্সের জ্বালানি ব্যবসার সঙ্গে যুক্ত। অনন্তের স্ত্রী রাধিকা মার্চেন্ট ওষুধশিল্পের টাইকুন বীরেন মার্চেন্টের মেয়ে। অনন্ত ও রাধিকা ছোট বেলার বন্ধু ছিলেন।
আম্বানি পরিবার এরপর সপ্তাহান্তে (শনি-রবি) একটি ব্যাপক রিসেপশনের আয়োজন করবে। সোমবার থাকবে তাদের বাড়ির নানান পর্যায়ের কাজের লোকদের জন্য আনন্দ অনুষ্ঠান।
বিমান ভাড়া দেওয়া কম্পানি ক্লাব ওয়ান এয়ারের সিইও রাজন মেহরা জানিয়েছেন, বিয়ের অতিথিদের আনার জন্য আম্বানি পরিবার তিনটি ফ্যালকন-২০০০ জেট ভাড়া করেছিল। তিনি বলেন, ‘অতিথিরা নানা জায়গা থেকে আসছেন। প্রতিটি বিমান সারা দেশে একাধিক ট্রিপ দেবে।’
বিবাহের টানা উৎসব শুরু হয়েছিল গত মার্চ মাসে। তখন আম্বানি পরিবার তাদের নিজ রাজ্য গুজরাটের জামনগরে তিন দিনের প্রাক-বিবাহ পার্টির আয়োজন করেছিল। সেই উদযাপনে যোগ দেওয়া এক হাজার ২০০ অতিথির মধ্যে ছিলেন মার্ক জাকারবার্গ, বিল গেটস, ইভানকা ট্রাম্পসহ আন্তর্জাতিক সেলিব্রিটি, রাজনীতিবিদ এবং ব্যাবসায়িক জগতের মানুষ। সেদিন রাতের বড় আকর্ষণ ছিল পপ তারকা রিহানার একটি পারফরম্যান্স।
জুন মাসে হয়েছিল দ্বিতীয় প্রাক-বিয়ের আয়োজন। সেবার ছিল অতিথিদের জন্য ইতালি থেকে ফ্রান্স পর্যন্ত বিলাসবহুল নৌবিহার।
সর্বশেষ গত সপ্তাহে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আয়োজিত দারুণ সংগীত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আসল অনুষ্ঠানের ক্ষণগণনা শুরু হয়। জাস্টিন বিবার এতে বিশেষ পারফরম্যান্স করতে মুম্বাইতে উড়ে এসেছিলেন।
সম্পর্কিত খবর

রাস্তা থেকে মাটি সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা


কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত
- চার জেলায় ৪ লাশ উদ্ধার
কালের কণ্ঠ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। এ ছাড়া বাগেরহাটে যুবদল নেতাকে হত্যার অভিযোগসহ পাঁচ জেলায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এসব ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভূন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম শহিদের ছেলে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। তাঁরা সবাই জমি নিয়ে বিরোধে থাকা শাহাজাহান মিয়ার পক্ষের লোক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে ৫০ শতক জমি নিয়ে বিরোধ চলছিল।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া দেশের অন্য কয়েকটি জেলায়ও পৃথক ঘটনায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।
বাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের মারধরে সোহাগ সরদার (২৭) নামের যুবদলের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ময়মনসিংহের ভালুকায় বিয়ের মাত্র ছয় দিনের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রূপা (১৮) তাঁর স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। স্বামী দাবি করেছেন, রূপা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পুলিশ অপমৃত্যুর মামলা নিয়েছে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ধারণা করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ আগে যুবকের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার মানকিদাহ এলাকায় নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে টাঙ্গন নদী থেকে। মৃত ব্যক্তি হলেন দিনাজপুর জেলার বাসিন্দা আনোয়ারুল ইসলাম।

বিমানে যান্ত্রিক ত্রুটি ২৮৭ যাত্রী নিয়ে নিরাপদে চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নের পরপরই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইট বিজি ১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮৭ জন যাত্রী নিয়ে অবতরণ করেছিল। এটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮-এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইট বিজি ১২২-এ অনবোর্ড সম্পন্ন হয়। সকাল ১০টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) দুবাই থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানের ত্রুটি সারানোর কাজ চলছে। যাত্রীরা নিরাপদে আছেন।

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৫০ আরোহীর সবাই নিহত
কালের কণ্ঠ ডেস্ক

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে একটি অ্যান-২৪ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক খবরে জানানো হয়েছে, কেউই বেঁচে নেই। সিভিল ডিফেন্স, জরুরি ও দুর্যোগবিষয়ক মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বলেছে, অ্যান-২৪ বিমানটি পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক বিমান সংস্থা আঙ্গারা। প্রথমে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।
ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে, চীনের কাছাকাছি আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
বার্তা সংস্থা তাসের খবর অনুযায়ী, আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের মতো দৃষ্টিসীমা ক্রমশ ক্ষীণ হয়ে আসে। এ কারণে বিমানটি অবতরণের চেষ্টা করে থাকতে পারেন ক্রু।
স্থানীয় জরুরিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি গন্তব্যের কাছাকাছি থাকাকালে হঠাৎ করে রাডারের বাইরে চলে যায়। গভর্নর অরলোভ টেলিগ্রামে লিখেছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন।
উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ যাত্রী ও ছয় ক্রু ছিলেন বলে আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ আগেই জানিয়েছিলেন। যেখানে উড়োজাহাজটি ‘রাডার থেকে হারিয়ে যায়’, সেটি রাশিয়ার তাইগা বনভূমি অঞ্চলে পড়েছে।
১৯৫০-এর দশকে নির্মিত আন্তোনভ আন-২৪ উড়োজাহাজ সাধারণত যাত্রী ও মালপত্র পরিবহনে ব্যবহৃত হয়। এখন পর্যন্ত এই মডেলের হাজারের বেশি উড়োজাহাজ তৈরি হয়েছে। রাশিয়ায় এখন সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে এ ধরনের উড়োজাহাজ ব্যবহৃত হয় বলে জানিয়েছে আরটি।
সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় পাইলটের ভুল এবং খারাপ দৃশ্যমানতা এই দুর্ঘটনার কারণ হতে পারে। সূত্র : রয়টার্স