<p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজী সায়েদুল আলম বাবুল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় গত ৩ মার্চ দলীয় কার্যালয়ের সামনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করার কথা ছিল সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির। কিন্তু লন্ডনে থাকায় অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রনি।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একইভাবে গত বৃহস্পতিবার নগরীর সাগর-সৈকত কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা, বিগত আন্দোলন সংগ্রামে গ্রেপ্তার হয়ে কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা এবং ইফতার ও দোয়া মহাফিলের আয়োজন করে মহানগর যুবদল। এতে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন রনিসহ আরো কয়েকজন। ব্যানারে নাম থাকলেও ওই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না রনি।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানের ব্যানারে নাম থাকলেও দলীয় কর্মসূচিসহ অনুষ্ঠানে উপস্থিত থাকেন না রনি। দীর্ঘদিন ধরে তিনি অবস্থান করছেন লন্ডনে। কিন্তু গাজীপুরে বিএনপি ও এর সংগঠনের যেকোনো সভা হলে ব্যানারে বাধ্যতামূলকভাবে তাঁর নাম দিতে হয়। বিপদে বা প্রয়োজনে নেতাকর্মীরা তাঁকে পাশে পান না। এ নিয়ে দলে চরম ক্ষোভ থাকলেও প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না কেউ। </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, গত বছরের ১১ জুন অনুষ্ঠিত হয় মহানগর বিএনপির সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন শেষে তিনি শওকত হোসেন সরকারকে সভাপতি ও মঞ্জুরুল করিম রনিকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করেন। ওই সম্মেলনের পর ঢাকার বাসা থেকে আর গাজীপুরে আসেননি রনি। এমনকি গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে সরকারবিরোধী আন্দোলনের কোনো কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি।      </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, গাজীপুর বিএনপির ঘাঁটি। অতীতে সরকারবিরোধী অনেক আন্দোলন-সংগ্রাম গাজীপুর থেকে শুরু হয়েছে। কিন্তু দুর্বল নেতৃত্বের কারণে এখন বিএনপি ভূমিকা রাখতে পারছে না। ৯ মাস আগে সম্মেলন হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। ঢাকার সমাবেশে যাওয়ার পথে মহানগর সভাপতি শওকত গ্রেপ্তার হয়ে জেলে যান। তখন সাধারণ সম্পাদক রনি এক দিনের জন্যও গাজীপুর আসেননি। এতে নেতৃত্বহীন হয়ে পড়ে দল। গুঞ্জন রয়েছে জাতীয় নির্বাচনের আগে তিনি লন্ডন পাড়ি জমিয়েছেন। এখনো সেখানেই অবস্থান করছেন। তিনি লন্ডনে বসে সভা চালান, আর পুলিশের ভয়ে এলাকার নেতারা ঘরে ঘুমাতে পারেন না। </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মো. আলেক বলেন, কমিটি হওয়ার পর রনি হাতে গোনা কয়েকবার গাজীপুরে এসে দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। জাতীয় নির্বাচন-পূর্ব ও পরবর্তী কোনো কর্মসূচিতে তিনি অংশ নেননি। তাঁর অভাবে দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নানা সমস্যা হচ্ছে। </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজাহারুল আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রনি গাজীপুরের সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে। গাজীপুর বিএনপি তথা দেশের জন্য দলের জন্য তাঁর বাবার অবদান রয়েছে। রনির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকায় গ্রেপ্তার এড়াতে তিনি এলাকায় আসতে পারছেন না বলে শুনেছি। এতে দলীয় কাজে কিছুটা ব্যাঘাত হচ্ছে। দুঃসময়ে পাশে দাঁড়াতে না পারলে কর্মীদের মনোবল ভেঙে যায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিন দিন আগেও সাধারণ সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। খুব শিগগিরই তিনি লন্ডন থেকে দেশে ফিরে দলীয় কাজে যোগ দেবেন। তাঁর অবর্তমানে দল পরিচালনায় সমস্যা হলেও চালিয়ে নেওয়া হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব প্রসঙ্গে জানতে শনিবার দুপুরে মঞ্জুরুল করিম রনির লন্ডনের মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"> </p> <p align="left" class="body" style="text-align:left"> </p>