বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন আবুল হাসনাত আব্দুল্লাহসহ বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গতকাল বুধবার সকালে তাঁরা গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে এ অঙ্গীকার করেন। দলের একাধিক সূত্র কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছে।
দলীয় একটি সূত্র জানায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
এ সময় বরিশাল বিভাগের রাজনীতিতে প্রভাবশালী আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে কথা বলেন।
এ সময়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন শেখ হাসিনার সঙ্গে কথা বলেন।
দলীয় একটি সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি দলের কেন্দ্রীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে বরিশালে নৌকার বিজয়ে কাজ করতে বলেন।
এ সময় আবুল হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগ সভাপতির কাছে অঙ্গীকার করেন যে তাঁরা নৌকাকে নিরঙ্কুশ বিজয়ী করতে মাঠে নামবেন।
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালের কণ্ঠকে বলেন, বরিশালে নৌকাকে বিজয়ী করতে কেন্দ্রীয় নেতারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। দলের সভাপতি শেখ হাসিনা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন।
শেখ হাসিনার নির্দেশনার পরই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে দলের কেন্দ্রীয় টিম গঠন করা হয়।
৯ সদস্যের এ টিমের প্রধান করা হয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহকে।
গতকাল রাতে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ৯ সদস্যের টিমের সমন্বয়ক হলেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। যুগ্ম সমন্বয়ক হলেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
টিমে ছয়জন সদস্য রাখা হয়েছে। তাঁরা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান ও গোলাম কবীর রাব্বানী চিনু।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর পক্ষে এখনো মাঠে নামেননি আবুল হাসনাত আব্দুল্লাহর অনুসারী নেতাকর্মীরা। আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে ও সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহ মনোনয়ন না পাওয়ায় তাঁদের মধ্যে হতাশা রয়েছে। এমন পরিস্থিতিতে আবুল খায়ের আব্দুল্লাহ তাঁর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন হাসনাতবিরোধীদের নিয়ে।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আগামী ২৬ মে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের পর জোরালোভাবে মাঠে নামবেন কেন্দ্রীয় নেতারা। এর আগে তাঁরা দলের ঘরোয়া বৈঠক করে দলীয় কোন্দল নিরসনের চেষ্টা চালাবেন।