kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

শনাক্ত দ্রুত কমলেও মৃত্যু কমছে ধীরে

আরো ৬৯ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৯ জন

নিজস্ব প্রতিবেদক   

৩ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
শনাক্ত দ্রুত কমলেও মৃত্যু কমছে ধীরে

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় দফায় দিনে মৃতের সংখ্যা তিন অঙ্কের ঘর থেকে নামলেও গতিটা বেশ ধীর। শনাক্ত দ্রুত কমলেও মৃত্যু কমছে ধীরগতিতে। শনাক্ত কমায় ধারাবাহিকতা থাকলেও মৃত্যুর ক্ষেত্রে সংখ্যাটা ওঠানামা করছে।

সর্বশেষ গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাবে মারা গেছে ৬৯ জন। একই সময়ে শনাক্ত হয়েছে এক হাজার ৩৫৯ জন। সুস্থ হয়েছে দুই হাজার ৬৫৭ জন। সব মিলে এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ৬১ হাজার ৯৪৩ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছে ছয় লাখ ৮৭ হাজার ৩২৮ জন। আর মারা গেছে ১১ হাজার ৫৭৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৯.৬০ শতাংশ। সুস্থতার হার ৯০.২১ ও মৃত্যুহার ১.৫২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত ৬৯ জনের মধ্যে ৪৪ জন পুরুষ; বাকি ২৫ জন নারী। এর মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১-২০ বছরের একজন, ২১-৩০ বছরের দুজন, ৩১-৪০ বছরের তিনজন, ৪১-৫০ বছরের সাতজন, ৫১-৬০ বছরের ১১ জন এবং ষাটোর্ধ্ব ৪৪ জন। বিভাগওয়ারি মৃতদের মধ্যে ঢাকার ৩৮, চট্টগ্রামের ১৪, রাজশাহীর এক, খুলনার পাঁচ, বরিশালের সাত, সিলেটের এক, রংপুরের দুই ও ময়মনসিংহের একজন রয়েছে।সাতদিনের সেরা