<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রত্নতাত্ত্বিকরা দক্ষিণ-পূর্ব তুরস্কে একটি ক্যালেন্ডার আবিষ্কার করেছেন। ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত আবিষ্কৃত ক্যালেন্ডারগুলোর মধ্যে এটি হয়তো পৃথিবীর প্রাচীনতম ক্যালেন্ডার। তুরস্কের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক অঞ্চল গোবেক্লিটেপে ক্যালেন্ডারটি আবিষ্কৃত হয়েছে। গোবেক্লিটেপে বিশ্বসভ্যতার অন্যতম প্রাচীন নিদর্শন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সম্প্রতি এডিনবরা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, নিওলিথিক সাইট গোবেক্লিটেপে</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যা তার বিস্তৃত পাথর স্তম্ভের জন্য পরিচিত, সেখানে হয়তো পৃথিবীর প্রাচীনতম সৌর ক্যালেন্ডারের হিসাব রক্ষিত আছে। গবেষকরা ৩৬৫ দিনে বিস্তৃত একটি ক্যালেন্ডার চিহ্নিত করেছেন, যাতে ১২ চান্দ্র মাস ও অতিরিক্ত ১১ দিনের হিসাবও আছে। নতুন এই আবিষ্কার অতীতের একটি উন্নত সময়ের প্রতি ইঙ্গিত করে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গোবেক্লিটেপে আধুনিক তুরস্কের সানলিউরফা প্রদেশে অবস্থিত। প্রত্নতাত্ত্বিক অঞ্চলে আবিষ্কৃত পাথরের জটিল খোদাইগুলো ১২ হাজার বছর আগের। তা করা হয়েছিল সময় ও ঋতু গণনার একটি উন্নত ব্যবস্থা হিসেবে। গ্রীষ্মের অয়নকালকে চিহ্নিত করা হয়েছে পাখির মতো চিত্রের গলায় ভি চিহ্ন দ্বারা। এটা সম্ভবত তৎকালীন নক্ষত্রপুঞ্জের প্রতিনিধিত্ব করে। সহস্রাব্দের ভেতর এটা অন্যান্য সূর্য বা চান্দ্র বর্ষের ক্যালেন্ডারের তুলনায় প্রাচীনতম হতে পারে। এ ছাড়া বিষয়টি আরো প্রমাণ করে, মানুষ কত আগে থেকে মহাকাশের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছে। এর আগে আবিষ্কৃত ক্যালেন্ডারটি গ্রিসে অবস্থিত এবং তা ১০ হাজার বছর আগের।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গবেষকরা আরো বলেন, পাথরের খোদাইগুলোকে ১০ হাজার ৮৫০ বছর আগে সংঘটিত একটি ধূমকেতুর আঘাতের স্মারক হিসেবে চিহ্নিত করা যায়, যা এক হাজার ২০০ বছরের একটি ছোট বরফ যুগের সূত্রপাত করেছিল। এ ছাড়া তা </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ফারটাইল ক্রিসেন্ট</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> অঞ্চলে কৃষি ও সামাজিক উন্নয়নের অনুঘটক হিসেবেও কাজ করেছিল। সাইটের একটি স্তম্ভের সঙ্গে ধূমকেতুর উপকরণ মিশে আছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এডিনবরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানী মার্টিন সোয়েটম্যান, যিনি এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলেন, গোবেক্লিটেপের অধিবাসীরা ধূমকেতুর আঘাতের কারণেই সম্ভবত আকাশের সূক্ষ্ম পর্যবেক্ষক ছিলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">টিআরটি ওয়ার্ল্ড অবলম্বনে</span></span></span></strong></span></span></p> <p> </p> <p> </p>