ঐশী শিক্ষার অনুসরণ কোরো
ইরশাদ হয়েছে, ‘আপনার প্রভুর পক্ষ থেকে আপনার ওপর যা অবতীর্ণ হয়েছে তা অনুসরণ করুন; তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আর মুশরিকদের এড়িয়ে যাও। ’ (আয়াত : ১০৬)
অন্যদের উপাস্যকে গালি দিয়ো না
ইরশাদ হয়েছে, ‘আল্লাহকে ছেড়ে তারা যাদের উপাসনা করে তোমরা তাদের গালি দিয়ো না। কেননা তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকে
গালি দেবে।
বিজ্ঞাপন
(আয়াত : ১০৮)
অবাধ্যদের আল্লাহ বিভ্রান্তির মধ্যে ছেড়ে দেন
ইরশাদ হয়েছে, ‘আমি তাদের অন্তর ও দৃষ্টি ফিরিয়ে দেব, যেমন তারা প্রথমবার ঈমান আনেনি। তাদেরকে তাদের অবাধ্যতায় উদভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেব। ’
(আয়াত : ১১০)
কোরআন সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত
ইরশাদ হয়েছে, ‘সত্য ও ন্যায়ের বিবেচনায় আপনার প্রতিপালকের বাণী পরিপূর্ণ। তার বাক্য পরিবর্তন করার কেউ নেই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ’ (আয়াত : ১১৫)
সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়
ইরশাদ হয়েছে, ‘আপনি যদি দুনিয়ার অধিকাংশ লোকের মতানুযায়ী চলেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে, তারা তো শুধু অনুমানভিত্তিক কথা বলে। ’
(আয়াত : ১১৬)