kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

প্রচলিত ভুল সংশোধন : সালেহ আহমদ, চাটমোহর, পাবনা

নামাজে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি নড়া

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : অনেকের মুখে শুনি নামাজের মধ্যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি নড়লে নামাজ ভেঙে যায়। কথাটির কি কোনো ভিত্তি আছে?

উত্তর : লোকমুখে প্রচলিত এই বিষয়টি সঠিক নয়। নামাজের সময় ডান পায়ের আঙুল নড়লেই নামাজ ভেঙে যাবে—এমন ধারণা ঠিক নয়। ইসলামী শরিয়তের বিধান হলো, বিনা প্রয়োজনে নামাজে শরীরের যেকোনো অঙ্গ নাড়াচাড়া করাই মাকরুহ। এ ব্যাপারে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই। তবে পূর্ণ একটি সিজদা অবস্থায় যদি উভয় পা একসঙ্গে উঠে থাকে তাহলে নামাজ ভেঙে যাবে। সুতরাং খেয়াল করতে হবে সেজদার সময় যেন এক সঙ্গে উভয় পায়ের আঙুল উঠে না যায়। (হেদায়া ও বাহরুর রায়িক, নামাজ অধ্যায়)

গ্রন্থনা : মুফতি আবদুল্লাহ নুর

 সাতদিনের সেরা