kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

প্রশ্ন-উত্তর

সালাতুদ দোহা ও ইশরাকের পার্থক্য

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

২৯ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : আমরা সালাতুদ দোহা ও ইশরাকের নামাজ পড়ি। অনেকে বলে ইশরাকের নামাজ বলতে কোনো নামাজ নেই। আমার প্রশ্ন হলো, সত্যিই কি ইশরাকের নামাজ বলতে কোনো নামাজ নেই। যদি থাকে, তাহলে ইশরাকের নামাজ ও সালাতুদ দোহার সময়সূচি কী?

—হাবিবুল্লাহ, বাসাবো, ঢাকা।

 

উত্তর : সূর্যোদয়ের পরমুহূর্তের সময়কে ‘ইশরাক’ বলা হয়। সে সময় নামাজ পড়ার প্রতি হাদিস শরিফে উৎসাহ দেওয়া হয়েছে। এই নফল নামাজকেই আলেমরা ইশরাকের নামাজ বলে অভিহিত করেন। সূর্যোদয়ের কমপক্ষে দশ মিনিট পর ইশরাকের নামাজের সময় হয়ে থাকে। আর সালাতুদ দোহার মূল সময় সূর্যোদয়ের দশ মিনিট পর শুরু হলেও হাদিস শরিফের ভাষ্যে তার উত্তম সময় হলো—যখন সূর্যের তাপের প্রখরতা শুরু হয়। (তিরমিজি, হাদিস : ৫৮৬, মুসলিম, হাদিস : ৭৪৮, মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৭৮৮৬, আদ্দুররুল মুখতার : ২/২২)

মন্তব্যসাতদিনের সেরা