kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

প্রশ্ন-উত্তর

মসজিদে আজান হওয়ার আগে কি নামাজ পড়া যাবে?

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : আমাদের অফিস শেষ হওয়ার পর বাসায় যেতে দীর্ঘ সময় রাস্তায় থাকতে হয়। ফলে এশার নামাজ জামাতে আদায় করা সম্ভব হয় না। কিন্তু আমরা যখন অফিস থেকে বের হই, তখন এশার নামাজের সময় হয়ে যায়। কিন্তু আজান হয় না। প্রশ্ন হলো, নামাজের ওয়াক্ত হওয়ার পর আজান না হলে কি নামাজ আদায় করা যাবে? তখন কি আমরা জামাত করে নামাজ পড়ে নিতে পারব?

—তারেক রহমান, দেলপাড়া।

 

উত্তর : নামাজের ওয়াক্ত হওয়ার পর আজান না হলেও নামাজ আদায় শুদ্ধ হবে। তবে জামাতের জন্য আজান দেওয়া সুন্নাতে মুআক্কাদাহ। মসজিদ ব্যতিত অন্যত্র জামাতের ক্ষেত্রে স্বীয় এলাকার মসজিদের আজান তাদের জন্য যথেষ্ট হবে। আপনারা যেহেতু নিজেরা জামাত করে নিতে চান, তাহলে কেউ একজন আজান দিয়ে নামাজ জামাতের সহিত আদায় করে নিতে পারেন। (রদ্দুল মুহতার : ১/৪০৯, কানজুদ্দাকায়েক, পৃ. ১৯)

মন্তব্যসাতদিনের সেরা