ঢাকা, রবিবার ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২, ০১ সফর ১৪৪৭

ঢাকা, রবিবার ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২, ০১ সফর ১৪৪৭

অনুকরণের ঝামেলা

  • ফারজানা নিপা
অন্যান্য
অন্যান্য
শেয়ার
অনুকরণের ঝামেলা

একবার এক বিখ্যাত বক্তা তাঁর ভাষণে বললেন, ‘আমার জীবনের সেরা সময় এক মহিলার সঙ্গে কেটেছে; কিন্তু সে আমার স্ত্রী নয়।’

সব শ্রোতা শুনে চমকে উঠে চুপ হয়ে গেল।

এরপর বক্তা যোগ করলেন, ‘তিনি আমার মা।’

সবাই হেসে উঠে হাততালি দিয়ে উঠল।

হাবলুও সেখানে ছিল। কথাটা শুনে সে খুবই অভিভূত হলো। ঠিক করল, সে-ও এটা বাড়িতে গিয়ে বলবে।

যেমন ভাবা তেমন কাজ।

সে বাড়িতে পৌঁছে কিচেনে স্ত্রীকে গিয়ে জোরে বলল, ‘আমার জীবনের সেরা সময় এক মহিলার সঙ্গে কেটেছে; কিন্তু সে আমার স্ত্রী নয়।’

এরপর সে একটু চুপ থাকল আর বাকি অংশ মনে করার চেষ্টা করল; কিন্তু মনে করতে পারল না। তারপর যখন তার জ্ঞান ফিরল, দেখল সে হাসপাতালে, ফুটন্ত পানিতে পোড়া আঘাতের চিকিত্সা করা হচ্ছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ