আপনার শরীর যদি পাটকাঠির মতো চিকন হয়, তবে টেনশন করবেন না। কারণ চিকন হওয়ার অনেক সুবিধা। জানাচ্ছেন হেলাল নিরব
♦ আপনার জামাকাপড় অন্য কেউ গায়ে দিতে পারবে না। দেবে কিভাবে, তাদের গায়ে ফিট হলে তো!
♦ ভূমিকম্প বা আগুন লাগলে আপনার পাখির মতো পোর্টেবল শরীর নিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন নিরাপদ স্থানে।
♦ রবিউল মার্কা বডি কোনো মেয়েই পছন্দ করে না। সুতরাং আপনার জীবনে প্রেম আসবে না। থাকবে না ফালতু কোনো খরচ।
♦ কোথাও বেড়াতে গেলে খাবার টেবিলে সবচেয়ে বেশি নজরে থাকবেন আপনি।
‘না খেয়ে খেয়ে শরীরের কী অবস্থা; নাও বাবা, আর একটু মাংস নাও’—এভাবে সবচেয়ে বেশি খাবার পাবেন।
♦ লোকাল বাসে মোটা মানুষ জায়গাই পায় না। সেখানে চিকন শরীর হলে যত লোকই থাকুক না কেন, তাদের মাঝে আরামসে ফিট হয়ে যাবেন।
♦ রাস্তায় মারামারির মধ্যে পড়লে হালকা-পাতলা শরীরের কারণে মুহূর্তেই সটকে পড়তে পারবেন।
মোটা হলে এই সুবিধা কিন্তু পেতেন না।
♦ শার্ট-প্যান্ট বানাতে কাপড় কম লাগবে। ধরুন একটা প্যান্টের পিস দিয়েই আরামসে দুটি প্যান্ট হয়ে গেল। ভেবে দেখুন, সেটি কত ভালো!
♦ বহু লোক আপনার মতো জিরো ফিগার পেতে কত কিছুই না করে। কিন্তু আপনি কত সহজেই উপভোগ করছেন এমন বিন্দাস লাইফ।
এটাও তো এক ধরনের সুবিধা।