ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

চিকন হওয়ার সুবিধা

অন্যান্য
অন্যান্য
শেয়ার
চিকন হওয়ার সুবিধা

আপনার শরীর যদি পাটকাঠির মতো চিকন হয়, তবে টেনশন করবেন না। কারণ চিকন হওয়ার অনেক সুবিধা। জানাচ্ছেন হেলাল নিরব

♦ আপনার জামাকাপড় অন্য কেউ গায়ে দিতে পারবে না। দেবে কিভাবে, তাদের গায়ে ফিট হলে তো!

♦ ভূমিকম্প বা আগুন লাগলে আপনার পাখির মতো পোর্টেবল শরীর নিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন নিরাপদ স্থানে।

♦ রবিউল মার্কা বডি কোনো মেয়েই পছন্দ করে না। সুতরাং আপনার জীবনে প্রেম আসবে না। থাকবে না ফালতু কোনো খরচ।

♦ কোথাও বেড়াতে গেলে খাবার টেবিলে সবচেয়ে বেশি নজরে থাকবেন আপনি।

‘না খেয়ে খেয়ে শরীরের কী অবস্থা; নাও বাবা, আর একটু মাংস নাও’—এভাবে সবচেয়ে বেশি খাবার পাবেন।

♦ লোকাল বাসে মোটা মানুষ জায়গাই পায় না। সেখানে চিকন শরীর হলে যত লোকই থাকুক না কেন, তাদের মাঝে আরামসে ফিট হয়ে যাবেন।

♦ রাস্তায় মারামারির মধ্যে পড়লে হালকা-পাতলা শরীরের কারণে মুহূর্তেই সটকে পড়তে পারবেন।

মোটা হলে এই সুবিধা কিন্তু পেতেন না।

♦ শার্ট-প্যান্ট বানাতে কাপড় কম লাগবে। ধরুন একটা প্যান্টের পিস দিয়েই আরামসে দুটি প্যান্ট হয়ে গেল। ভেবে দেখুন, সেটি কত ভালো!

♦ বহু লোক আপনার মতো জিরো ফিগার পেতে কত কিছুই না করে। কিন্তু আপনি কত সহজেই উপভোগ করছেন এমন বিন্দাস লাইফ।

এটাও তো এক ধরনের সুবিধা।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ