সিলেটে চা দিতে দেরি করায় রেস্তোরাঁকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পৃথক ঘটনায় বগুড়া ও মাদারগঞ্জে দুই যুবক, আশুলিয়ায় কিশোর এবং চাঁদপুরে অটোরিকশাচালক খুন হয়েছেন। এ ছাড়া কালিয়াকৈর, পাথরঘাটা ও ভাঙ্গায় তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
সিলেট : সিলেটে একটি রেস্তোরাঁয় চা দিতে দেরি হওয়ায় এক যুবকের সঙ্গে রেস্তোরাঁর কর্মচারী দিনার আহমেদ রুমনের (২২) বাগবিতণ্ডা হয়।
ওই ঘটনার জেরে রেস্তোরাঁর ওই কর্মচারীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার সকালে সিলেট নগরের কাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিনার আহমেদ রুমন কাজির বাজার এলাকার নিরঞ্জন ঘোষের রেস্তোরাঁর কর্মচারী ছিলেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরের সব্দলপুর গ্রামের মৃত তখলিছ আলীর ছেলে।
জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে ঘরে ঢুকে মাসুদ (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে গলায় ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা চালানো হয় রুবেল (২২) নামের আরেকজনের, যিনি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করেছে। ঘটনার জের ধরে শামীম নামের এক বন্ধুকে আটক করা হয়েছে।
সাভার (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় জীবন শেখ (১২) নামের এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে হত্যার অভিযোগে রাব্বানী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যে কাঠগড়া এলাকা থেকে জীবনের মরদেহ ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। রাব্বানী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।
চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে হাবিবউল্লাহ (৫০) নামের এক অটোরিকশাচালককে হত্যা করা হয় ‘বিয়ে করানোর প্রতিশ্রুতি ভঙ্গ’ নিয়ে বিবাদের জেরে। পুলিশ জানায়, কামাল মিরা নামের অভিযুক্ত ব্যক্তি হাবিবউল্লাহর কাছে টাকা দিয়েছিলেন বিয়ের ঘটকালির জন্য।
কনে না দেখিয়ে টালবাহানার এক পর্যায়ে দুজনের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে কামাল হাবিবউল্লাহর অণ্ডকোষ চেপে ধরলে তাঁর মৃত্যু হয়। কামাল ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।
বগুড়া : বগুড়ার সারিয়াকান্দীতে নিজ বাড়ির সামনে সজীব প্রামাণিক (২৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরিবার বলছে, তাঁর কোনো শত্রু ছিল না। ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশ অপমৃত্যু মামলা করেছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর : জেলার কালিয়াকৈরের তুরাগ নদে ভেসে থাকা এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বিকেলে লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের ধারণা, তিন-চার দিন আগে তাঁকে হত্যা করে নদে ফেলা হতে পারে।
পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় একটি পরিত্যক্ত বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে লাশটি উদ্ধার করা হয়। পচন ধরায় মরদেহ শনাক্তে সমস্যা হচ্ছে। পুলিশ বলছে, ভবনটি কিছুদিন আগে পর্যন্ত আদালত হিসেবে ব্যবহৃত হতো, এরপর এটি মাদকসেবীদের আড্ডা স্থলে পরিণত হয়।
ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গায় রনি মিয়া (৩৫) নামের এক আখের রস বিক্রেতার ঝুলন্ত মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে জানা যায়, তিনি দিনাজপুর থেকে বিয়ের সূত্রে ওই এলাকায় বসবাস করছিলেন। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।