ঢাকা, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭
তাজুলকাণ্ড : রাজনীতি মানেই দুর্নীতি—পর্ব-১

‘শতকোটি টাকার’ মন্ত্রী তাজুল

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
‘শতকোটি টাকার’ মন্ত্রী তাজুল

২০১৮ সালের রাতের ভোটে বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে। আওয়ামী লীগের এই মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক ছিল মো. তাজুল ইসলাম। রাজনীতিতে একেবারে অগুরুত্বপূর্ণ একজন ব্যবসায়ীকে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াটা ছিল বিস্ময়কর। এই সিদ্ধান্তে গোটা জাতি হয়েছিল হতবাক।

কিভাবে এটি সম্ভব ছিল? এটিই হলো পতিত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতির একটি উদাহরণ। টাকার বিনিময়ে গত সাড়ে ১৫ বছরে সব হয়েছে।

তাজুল তাঁর কর্মজীবন শুরু করেছিলেন চোরাচালানের মাধ্যমে। কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে অবৈধ মাল আনা-নেওয়ার ব্যবসা করতেন তাজুল।

এই ব্যবসা করতে করতে একসময় সিঅ্যান্ডএফ এজেন্ট হন। চোরাচালান আর সিঅ্যান্ডএফ ব্যবসার মাধ্যমে একসময় ফুলেফেঁপে ওঠেন তাজুল ইসলাম। এ সময় অবৈধ অর্থ বাঁচানোর জন্য এবং অবৈধ সম্পদকে বৈধ করতে রাজনীতিতে যোগ দেন। আস্তে আস্তে রাজনীতিকেই বানিয়ে ফেলেন ব্যবসা
প্রথমে টাকা দিয়ে আওয়ামী লীগের কমিটিতে ঢোকেন তাজুল। এরপর টাকা দিয়ে এমপি হন। এমপি হওয়ার পর রাজনীতিই হয়ে ওঠে তাঁর প্রধান ব্যবসা। তিনি ঘনিষ্ঠদের বলতেন, রাজনীতির চেয়ে লাভজনক আর কোনো ব্যবসা নেই। ২০১৮ সালের নির্বাচনের পর মন্ত্রী হওয়ার জন্য বিনিয়োগ করেন ১০০ কোটি টাকা।
বাগিয়ে নেন সরকারের সবচেয়ে লোভনীয় এবং গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় হলো এটি। এখানে বাজেট বরাদ্দ সবচেয়ে বেশি। সারা দেশে এই মন্ত্রণালয়ের অধীনে নানা কাজ হয়, হয় টেন্ডার, উন্নয়ন প্রকল্প। ঐতিহ্যগতভাবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান দলের সাধারণ সম্পাদক। ২০০৯ সাল পর্যন্ত এটিই হয়ে এসেছিল। কিন্তু শেখ হাসিনা এটি পাল্টে দেন। নিজের বেয়াইকে এই লোভনীয় মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, যেন তিনি ইচ্ছামতো লুটপাট করতে পারেন। ২০১৮ সালের নির্বাচনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় নিলামে বিক্রি করা হয়। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের দিনই তাজুল ইসলাম কোনো রকম রাখঢাক না রেখেই ঘোষণা করেন, আমি টাকা দিয়ে মন্ত্রী হয়েছি। লাভসহ টাকা তুলতে হবে। ঘনিষ্ঠদের তিনি সব সময় বলতেন, ১০০ কোটি টাকা দিয়ে মন্ত্রী হয়েছি। মন্ত্রণালয়ে কোনো ফাইল গেলেই তিনি কমিশন দাবি করতেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলতেন, জানেন, এই চেয়ারটার দাম কত? উত্তরের অপেক্ষা না করে নিজেই বলতেন, ১০০ কোটি টাকা দিয়ে এই চেয়ার কিনেছি। কমিশন না দিলে টাকা উঠবে কিভাবে? ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাজুল নির্বিচারে লুণ্ঠন করেছেন এই মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় হয়ে উঠেছিল লুটের মন্ত্রণালয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে বলতেন শতকোটি টাকার মন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দাখিল করা হলফনামায় তাজুল যে সম্পদ থাকার ঘোষণা দেন, তাতে দেখা যায় ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁর সম্পদ বেড়েছে ২৪২ গুণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী ১০ বছর আগে তাজুল ইসলামের মোট সম্পদের পরিমাণ ছিল ১৬ কোটি টাকার কিছু বেশি। বর্তমানে তা ১১৮ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু বাস্তবে তাঁর অবৈধ সম্পদের পরিমাণ বহুগুণ বেশি। এলজিআরডি মন্ত্রী থাকাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভায় উন্নয়নের নামে দেওয়া বরাদ্দ থেকে কমিশন বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তাজুল ইসলাম।

জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উন্নয়নকাজে যে বরাদ্দ দেওয়া হতো, সেসব বরাদ্দ থেকে নির্দিষ্ট অঙ্কের কমিশন দিতে হতো তাজুল ইসলামকে। তাঁর ব্যক্তিগত আদায়কারী ছিলেন তাঁর ভাতিজা শাহাদাৎ হোসেন ও এপিএস জাহিদ হোসেন। কমিশন বাণিজ্যে যুক্ত ছিলেন তাঁর শ্যালক লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, ভাতিজা মনোহরগঞ্জ উপজেলা পরিষদের তখনকার ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ও তাঁর উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন। কমিশন বাণিজ্যের ফলে তাঁরাও এখন একেকজন শতকোটি টাকার মালিক। মো. তাজুল ইসলাম ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসার কয়েক মাসের মধ্যেই ১৯৯৬ সালে প্রথমবারের মতো কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের পর যত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তার প্রতিটিতেই এ আসনে নৌকার প্রার্থী ছিলেন তিনি। ২০০১ সালের নির্বাচনে পরাজিত হলেও ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে কুমিল্লা-৯ আসনের এমপি নির্বাচিত হয়েছেন তাজুল। লাকসামের আওয়ামী লীগ নেতা আইনজীবী ইউনুস ভূঁইয়ার হাত ধরে রাজনীতিতে আসা তাজুল প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই নিজের ভোল পাল্টাতে শুরু করেন।

দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে তাজুল ইসলামের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে জানা গেছে, সাবেক এই মন্ত্রী বছরে আয় করেছেন চার কোটি ১৭ লাখ টাকা। মন্ত্রিত্ব পাওয়ার পর তাজুল লুটপাট আর অবৈধ সম্পদ অর্জনে বেপরোয়া হয়ে ওঠেন। দেশে ও বিদেশে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন। ২০১৪ সালের নির্বাচনে হলফনামায় দেওয়া তথ্যে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১৬ কোটি টাকার কিছু বেশি। আর গত বছরের ৭ জানুয়ারির নির্বাচনের আগে দেওয়া হলফনামা বিশ্লেষণ করলে দেখা যায়, তাজুলের সেই সম্পদ ১১৮ কোটি টাকা ছাড়িয়েছে। আর মন্ত্রী হওয়ার আগে ২০১৮ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ৪৭ কোটি ৪৬ লাখ টাকা। চার বছরের ব্যবধানে সেই সম্পদ দ্বিগুণের বেশি হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, বাস্তবে তাঁর সম্পদের পরিমাণ আরো অনেক বেশি। বিদেশেও রয়েছে তাঁর হাজার কোটি টাকার সম্পদ।

মন্ত্রণালয় চালাতেন তাজুলের সহকারী একান্ত সচিব (এপিএস) জাহিদ হোসেন ও ভাতিজা আমিরুল ইসলাম। কর্মকর্তা-কর্মচারীদের বদলি, টেন্ডার বাণিজ্য, নিয়োগে ঘুষ বাণিজ্য, স্থানীয় সরকার পর্যায়ে বিভিন্ন স্থানে অর্থ বরাদ্দ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের বরখাস্ত কিংবা প্রত্যাহারসবকিছু হতো তাঁদের ইশারায়। বড় বড় আমলাও ছিলেন তাঁদের ভয়ে তটস্থ। মন্ত্রী নিয়মিত সচিবালয়ে না গেলেও তাঁরা অফিস করতেন নিয়মিত। তাজুল ইসলাম মন্ত্রী হলেও মন্ত্রণালয় পরিচালনা করতেন এই দুই ছায়ামন্ত্রী। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তন হওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা মুখ খুলতে শুরু করেছেন। তাঁরা বলছেন, এপিএস জাহিদ ও ভাতিজা আমিরুল ছায়ামন্ত্রী হিসেবে নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। সবকিছু ছিল তাঁদের কবজায়। ভাতিজা ও এপিএসের সঙ্গে দেখা না করে মন্ত্রীর কাছে গেলে কোনো কাজ হতো না। মন্ত্রী নিজেই জিজ্ঞেস করতেন, তাঁদের সঙ্গে দেখা হয়েছে কি না। এ সুযোগে তাঁরা এখন কোটি কোটি টাকার মালিক হয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), ওয়াসা, সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পরিষদ, পৌরসভার প্রকল্প গ্রহণ, টেন্ডার ও ঠিকাদার নিয়োগ করতেন ভাতিজা আমিরুল ইসলাম ও এপিএস জাহিদ হোসেন। একই সঙ্গে এসব সংস্থার কর্মকর্তাদের বদলি, থোক বরাদ্দ গ্রহণ, বিশেষ কর্মসূচি গ্রহণসহ সব কার্যক্রমই মূলত তাদের দুজনের নিয়ন্ত্রণে হতো। এসব প্রকৌশলীর বদলি হতে ৩০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত নিতেন তারা। আর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদলি ও প্রকল্প পরিচালক নিয়োগে ৫০ লাখ থেকে কোটি টাকা রেট ধার্য ছিল। এসব করে রাতারাতি শতকোটি টাকার মালিক বনে যান তাজুলের এপিএস জাহিদ ও ভাতিজা আমিরুল। ঢাকার বনশ্রীতে জাহিদের রয়েছে হাউজিং ব্যবসা।

কুমিল্লা এলজিইডি অফিসের টেন্ডারবাজির নিয়ন্ত্রণ, ঠিকাদারি, মন্ত্রীর কমিশন বাণিজ্য এবং অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ফুলেফেঁপে উঠতে থাকেন পিএস কামাল। মাস্টার এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে লাকসাম-মনোহরগঞ্জের এলজিইডির বেশির ভাগ ঠিকাদারি কাজ বাগিয়ে নিতেন তিনি। কমিশন নিয়ে কোটি কোটি টাকার কাজ সাবকন্ট্রাক্টে বিক্রি করে দিতেন পিএস কামাল। মাত্রাতিরিক্ত অনিয়ম-দুর্নীতির কারণে দুর্নীতি দমন কমিশন (দুদক) কামালের বিরুদ্ধে মামলাও করে। ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ২৩ নভেম্বর দুদক কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপন কুমার সাহা বাদী হয়ে মামলাটি করেন। দুদকের অনুসন্ধানে কামালের নিজ নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৫ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ২৫৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। দুদক সূত্র জানায়, তাঁর পারিবারিক ব্যয়, পরিশোধিত কর ও অপরিশোধিত দায়সহ ১৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ২৬ টাকার নিট সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে আট কোটি ২০ লাখ ২১ হাজার ৮০ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেছে। আর আট কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৯৪৬ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। কামালের বিপুল সম্পদের সিকি ভাগও দুদকের তদন্তে আসেনি। তাঁর কুমিল্লার হাউজিং এস্টেটে একাধিক বাড়ি, কুমিল্লা শহরের কান্দিরপাড়ে বিগ বাজার সুপার মার্কেট, একই এলাকায় অনেক ফ্ল্যাট, ঢাকায় ফ্ল্যাট ও প্লট এবং কৃষি ও অকৃষি জমির তথ্য বের করতে পারেনি দুদক। স্থানীয় লোকজন জানায়, শুধু কুমিল্লা শহরেই কামালের ২০০ থেকে ৩০০ কোটি টাকার সম্পদ রয়েছে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৬০০ কোটি টাকার বেশি। তারা তাঁর এসব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে। মনোহরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, কামাল কৃষকের ছেলে। ঠিকমতো খেতেও পারতেন না। তিনি এখন কয়েক শ কোটি টাকার মালিক। দুদক তাঁর বিরুদ্ধে অনুসন্ধান করলেও সম্পদের সিকি ভাগও বের করতে পারেনি। তাঁর দৃশ্যমান কয়েক শ কোটি টাকার সম্পদ রয়েছে। মো. তাজুল ইসলাম এলজিআরডি মন্ত্রী থাকাকালে সাড়ে পাঁচ বছর শুধু কুমিল্লায়ই ডিপিএইচইর হাজার কোটি টাকার কাজ হয়েছে। প্রতিটি কাজের ঠিকাদার নিয়োগ দিতেন কামাল। প্রতিটি কাজ থেকে ১০ শতাংশ কমিশন নিতেন। আর এর সহযোগী ছিলেন ডিপিএইচই কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ। তিনিও নামে-বেনামে প্লট, ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার মালিক বনে যান। অভিযোগ রয়েছে, ২০২২ সালের ২৬ জুলাই কার্যাদেশ দেওয়া কাজ মাত্র চার দিনে অর্থাৎ ৩০ জুলাই শেষ হয়ে যায়। আড়াই কোটি টাকার এই কাজে সম্পন্ন ও চূড়ান্ত বিল প্রদানের মতো হরিলুট করেছেন এই কর্মকর্তা ও মন্ত্রীর সহচর কামাল। এভাবেই রাজনীতিকে সবচেয়ে লাভজনক ব্যবসা বানিয়েছিলেন তাজুল ইসলাম।

মন্তব্য

সম্পর্কিত খবর

এখন আলোচনায় ‘এক্সিট’

কাজী হাফিজ
কাজী হাফিজ
শেয়ার
এখন আলোচনায় ‘এক্সিট’

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়স আগামী আগস্ট এক বছর পূর্ণ হতে যাচ্ছে গত ৩০ জানুয়ারি এই সরকারের বয়স যখন ছয় মাসের কাছাকাছি, তখন বেলজিয়ামভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর-কষাকষি এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় বছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে তবে স্বদেশি বিশেষজ্ঞরা কেবল রাজনৈতিক চ্যালেঞ্জ দেখছেন না, অর্থনৈতিক, আইন-শৃঙ্খলা পরিস্থিতিও এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন

এরই মধ্যে বলা শুরু হয়েছে, অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে তাদের এক্সিট পলিসি কী হবে তা নিয়ে চিন্তা করার সময় এসে গেছে

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ-এর এক সেমিনারে মন্তব্য করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো . দেবপ্রিয় ভট্টাচার্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী . শাহদীন মালিকও মনে করেন, অন্তর্বর্তী সরকারের এখন এই বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে যে ভালো হোক, মন্দ হোক দেশটাকে রাজনীতিবিদদেরই চালাতে হবে

যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় নিতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক . সাব্বীর আহমেদেরও বক্তব্য, নির্বাচন বিলম্বিত করে এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার আর সুযোগ নেই সে কারণে নিজেদের বিদায় প্রক্রিয়াটি নিয়ে এই সরকারের চিন্তা-ভাবনার সময় এখনই

জাতীয় ঐকমত্য কমিশনও দ্রুত জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে

নির্বাচন কমিশনও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার পথে

সেনাবাহিনীর পক্ষ থেকে ১৮ মাসের যে সময়সীমার কথা বলা হয়েছিল, সে সময়ও শেষ হওয়ার পথে সেনাবাহিনী মনে করে, রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর প্রয়োজন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বিভিন্ন বক্তব্যে বিষয়টি উঠে এসেছে তিনি মনে করেন, দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছেন, যা সার্বিকভাবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করছে

তাই একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর যথাশিগগির সম্ভব সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে গত ২১ মে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান তাঁঁর বাহিনীর সদস্যদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এই মনোভাব জানান বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়

সম্প্রতি বিভিন্ন সভা-সমাবেশ সেমিনারে বিশিষ্টজন রাজনৈতিক নেতাদের বক্তব্যে সরকারের সমালোচনায় আর রাখ-ঢাক নেই। বিশেষ করে গত প্রায় এক বছরে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন এবং দেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে বলা হচ্ছে, অনির্বাচিত সরকারের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে আরো প্রতিবন্ধকতা তৈরি করেছে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, আমদানি জটিলতা এবং অর্থনৈতিক নীতির অনিশ্চয়তা। ফলে সরকারি-বেসরকারি খাত নানা উদ্যোগ গ্রহণ করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ প্রবাহ এখনো নিশ্চিত করতে পারেনি। সরকারি পরিসংখ্যানে বিনিয়োগ বৃদ্ধির দাবি করা হলেও বাস্তবে মাঠ পর্যায়ে সেই প্রবাহে রয়েছে বড় ধরনের স্থবিরতা। নির্বাচনের মাধ্যমে গঠিত একটি জবাবদিহিমূলক ও স্থিতিশীল সরকার ছাড়া দেশে টেকসই বিনিয়োগ সম্ভব নয় এমন মত দিচ্ছেন দেশের খ্যাতনামা রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও শিল্পোদ্যোক্তারা। তাঁদের মতে, বর্তমান পরিস্থিতিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সর্বাগ্রে প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। পাশাপাশি দরকার স্বচ্ছ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নীতি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ এবং একটি প্রকৃত অর্থে উদ্যোক্তাবান্ধব পরিবেশ।

গতকালের ওই সেমিনারে দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার যত দিন ক্ষমতায় থাকবে, সংকট ততই গভীর হবে। ক্ষমতা হস্তান্তর বিষয়ে দেবপ্রিয় বলেন, যখন কোনো রাজনৈতিক শক্তি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয়, তখনই রাষ্ট্রব্যবস্থায় চরম দুর্বলতা দেখা দেয়। তখনই জরুরি হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয়, যা কখনো কখনো অবাঞ্ছিত পরিস্থিতির জন্ম দিতে পারে।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে পরবর্তী সরকার কী পরিমাণ বৈধতা দেবে, তা এখনই চিন্তা করতে হবে। বিশেষ করে যেসব সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছতা প্রয়োজন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজনের অতিরিক্ত কিছু নয়, আবার প্রয়োজনের কমও নয়এমন ভারসাম্যপূর্ণ সংস্কারনীতিই গ্রহণযোগ্য। নইলে আমরা আবারও অসংস্কার প্রক্রিয়ায় ফিরে যাব।

সেমিনারে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন ২৬টি দেশে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যকাল, সফলতা ও ব্যর্থতা নিয়ে একটি গবেষণার বিস্তারিত তুলে ধরেন।

গবেষণায় দেখা যায়, ২৬টি দেশের মধ্যে ১৬টি দেশেই খুব স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হয়েছে। এতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দ্রুত সংস্কার কার্যকর করা সম্ভব হয়েছে।

সেমিনারে আলোচকরা বলেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনের তুলনায় বেশি সময় দেওয়া হয়েছে। তা সত্ত্বেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সরকারের সংস্কার কার্যক্রমও কার্যত সময়ক্ষেপণ ছাড়া কিছু নয়।

গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর) কতটা বাস্তবসম্মত। এ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখনো এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। যাঁরা এই পদ্ধতির দাবি তুলছেন, তাঁরা মূলত দলের স্বার্থে কথা বলছেন, দেশের স্বার্থে নয়। অনেকেই মনে করেন, সরকারকে সময় বাড়ানোর সুযোগ দিতেই এই দাবি তোলা হচ্ছে।

এ ছাড়া বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকায় দেশের অর্থনীতি, আইন-শৃঙ্খলা ও সামগ্রিক পরিস্থিতি দিন দিন ভঙ্গুর হয়ে পড়ছে। তাই দ্রুত নির্বাচনের মধ্য দিয়েই এ সংকটের সমাধান হওয়া উচিত।

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ ওই সেমিনারে বলেন, এই সরকারের অনেক সংস্কার কমিশন হয়েছে। সেটা তাদের উল্লেখযোগ্য কাজ। যদিও গঠনের মধ্যে সমস্যা ছিল। কিন্তু সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর মধ্যে শুধু সংবিধান ছাড়া আর কোনো প্রতিবেদন নিয়ে কোনো মনোযোগ নেই। সংবিধান সংস্কার কমিশন নিয়ে একমাত্র আলোচনা। সেখানে সরকারের ঘনিষ্ঠ লোকজন, যাঁদের একমাত্র আগ্রহ সংবিধানের মধ্যে এমন পরিবর্তন, যাতে তাঁদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া অন্য কোনো দিকে অগ্রগতি নেই।

বিশেষজ্ঞরা আরো যা বলছেন : সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক গতকাল কালের কণ্ঠকে বলেন, গত বছর আগস্টে যখন স্বৈরশাসক পালিয়ে যায়, তখন আমরা সবাই বিরাট প্রত্যাশা নিয়ে এগোতে চেয়েছিলাম। ভেবেছিলাম, কালো দিনগুলো চলে গেছে, এখন নতুন দিন এসেছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তো আমরা দেশের সবাই অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। তাঁর নেতৃত্বের সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু বছরপূর্তিতে গিয়ে দেখা যাচ্ছে, সে প্রত্যাশার খুব অল্প অংশই বাস্তবায়িত হয়েছে। জনগণের উন্নতি হয় সে ধরনের কোনো পদক্ষেপই চোখে পড়ছে না। যা চোখে পড়ছে তা হলো, দীর্ঘ সময় ধরে সংস্কারের সংলাপ। সে সংস্কারও বাস্তবায়িত হচ্ছে না। এ অবস্থায় আমরা আশাহত হয়ে গেছি। এখন এটাও স্পষ্ট, প্রথম দিকে অন্তর্বর্তী সরকারের প্রতি যে সমর্থন ছিল, সেটিও আস্তে আস্তে কমে যাচ্ছে। অতএব, এখন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন না দিয়ে এই সরকারের আর কোনো গত্যন্তর নেই। নির্বাচন যত দেরি হবে, দেশের সার্বিক পরিস্থিতির ততই অবনতি হবে। এখন এই বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে, ভালো হোক, মন্দ হোক দেশটাকে রাজনীতিবিদদেরই চালাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় নিতে হবে। আর নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

বিষয়টি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বীর আহমেদ কালের কণ্ঠকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আনার বিষয়ে সব রাজনৈতিক দল একমত। তবে এবারের নির্বাচন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে পারে। নির্বাচন হওয়ার আগে এই সরকারের যেসব উদ্যোগ, অর্জন, সুবিধা গ্রহণ সেগুলোর সুরক্ষার ব্যবস্থা হওয়া দরকার। এই সরকারের পৃষ্ঠপোষকতায় যে দল গঠন হয়েছে বলে শোনা যায়, সে দলটির সেটলমেন্টও দরকার। পতিত স্বৈরাচার যাতে না ফিরতে পারে তারও ব্যবস্থা করে যাওয়া প্রয়োজন। এসবের ব্যবস্থা দ্রুত হওয়া দরকার। কারণ, নির্বাচন বিলম্বিত করে এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত করলে জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

 

মন্তব্য
ফিরে দেখা ৩১ জুলাই ’২৪

মার্চ ফর জাস্টিসে পুলিশের বাধা, ১৪ দিন পর ফেসবুক চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মার্চ ফর জাস্টিসে পুলিশের বাধা, ১৪ দিন পর ফেসবুক চালু

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় সারা দেশে গ্রেপ্তার, হামলা-মামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবি আদায়ে গত বছরের এই দিনে (৩১ জুলাই) ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটার ঘটনা ঘটে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বলেছে, এদিন দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকসহ আহত হন অন্তত ৯০ জন।

আটক করা হয় শতাধিক বিক্ষোভকারীকে।

১৪ দিন বন্ধ থাকার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক চালু করা হয়। ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় দেশের অনলাইনভিত্তিক ব্যবসা খাতে প্রায় এক হাজার ৭৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

দুপুরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে হাইকোর্ট এলাকায় জড়ো হতে শুরু করে।

প্রেস ক্লাব সংলগ্ন কদম ফোয়ারার সামনে পুলিশ তাদের পেছনে হটিয়ে দেয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দিক থেকে শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হাইকোর্ট মোড়ের দিকে এগোলে শিশু একাডেমির সামনে আটকে দেয় পুলিশ। একটু পর বুয়েট শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে আন্দোলনে যোগ দেয়।

দুপুরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দিতে ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট আঙিনার ভেতরে ঢুকে পড়ে আন্দোলনকারীরা।

এ সময় সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরাও আন্দোলনে যোগ দেন। মিরপুর ১০ নম্বরে আন্দোলনকারীরা ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়েন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষকরাও মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেন।

এদিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে দায়িত্ব থেকে বদলিসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ছয় শীর্ষ কর্মকর্তাকে রদবদল করা হয়।

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে শহরের উদ্দেশে পদযাত্রা শুরু করে।

সুবিদবাজার পয়েন্টে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।

বরিশাল নগরের সদর রোডের অশ্বিনীকুমার হল ও ফজলুল হক এভিনিউ এলাকায় আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে পুলিশ। এ সময় সাংবাদিকদেরও মারধর করা হয়। এতে চার সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়। ২০ জনকে আটক করে পুলিশ।

রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে আশপাশে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীসহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। যশোরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের লাঠিপেটা করে পুলিশ। সেখান থেকে অন্তত ছয় শিক্ষার্থীকে আটক করা হয়।

এদিকে কোটা সংস্কার আন্দোলনে ভর করে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এদিন সমাবেশ করে আওয়ামী লীগ।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারি ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে ইইউ।

 

মন্তব্য
দুর্নীতি ও জাল রায় তৈরির অভিযোগ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাত দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাত দিনের রিমান্ডে
এ বি এম খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ রিমান্ডের এ আদেশ দেন। এর আগে বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদানসহ জাল রায় তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ড শুনানিতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়া হয়।

তখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা খায়রুল হক বলেন, নট কারেক্ট।

এদিন কারাগার থেকে খায়রুল হককে আদালতে হাজির করা হয়। এরপর তাঁর উপস্থিতিতে সকাল ১০টা ১ মিনিটে শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখান।

পরে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে  নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত  কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) খালেক মিয়া।

শুনানিতে প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, আসামি খায়রুল হক অবসরে যাওয়ার পর ফেব্রিকেটেড (বানোয়াট) রায় প্রদান করেছেন। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা খায়রুল হক দুইবার বলেন, নট কারেক্ট (সঠিক নয়)।

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার ও মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন।

আজিজুল হক দিদার বলেন, শেখ হাসিনা অবৈধ সরকার। তাঁকে স্বৈরাচার, দীর্য়মেয়াদি করার ব্যবস্থাটা খায়রুল হকই করেছিলেন। সারা পৃথিবীর মানুষ উনার কর্মকাণ্ড দেখেছেন, আপনারাও দেখেছেন।

আইনজীবী শামছুদ্দোহা সুমন বলেন, তিনি শেখ মুজিবের চেয়েও বড় আওয়ামী লীগার ছিলেন। তিনি শেখ মুজিবের চেয়েও বেশি আওয়ামী লীগের জন্য করেছেন।

ত্রয়োদশ সংশোধনীসংক্রান্ত রায় বাতিল করেন। বিচারব্যবস্থাকে কলঙ্কিত করেছেন। তাঁর এমন ব্যবস্থার কারণে ৫ আগস্টের মতো ঘটনা ঘটেছে। হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। শত শত তরুণ-যুবককে প্রাণ দিতে হয়েছে। হাজার হাজার তরুণ আহত হয়েছে।

শুনানি শেষে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে ১০টা ১৬ মিনিটে তাঁকে আদালত থেকে বের করা হয়। এরপর পুলিশ পাহারায় তাঁকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত খায়রুল হকের উপস্থিতিতে শুনানির জন্য ৩০ জুলাই তারিখ ধার্য করেন। গত ২৭ আগস্ট রাতে শাহবাগ থানায় মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম।

গত ২৪ জুলাই সকালে ধানমণ্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় ওই দিন রাতে তাঁকে কারাগারে পাঠানো হয়। ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় তাঁকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

 

মন্তব্য
প্রধান বিচারপতির মন্তব্য

তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরো সতর্ক হতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরো সতর্ক হতে হবে
সৈয়দ রেফাত আহমেদ

আইন, বিচার সংবিধান নিয়ে সংবাদ-প্রতিবেদন করার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি বলেছেন, আইন, বিচার, সংবিধান বা বিচারাধীন বিষয় নিয়ে রিপোর্ট করা জটিল এবং কঠিন বিষয় এসব বিষয়ে সংবাদ-প্রতিবেদন তৈরির আগে তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরো মনোযোগী সতর্ক হতে হবে

গতকাল বুধবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক প্রকাশনা জাগরণ-এর মোড়ক উন্মোচনের সময় কথা বলেন বিচার বিভাগের প্রধান

সুপ্রিম কোর্টের খবর সংগ্রহকারী নিয়মিত সংবাদকর্মীদের সংগঠন এসআরএফ গত ২১ জুন সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভার পর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় সে সময় জাগরণ নামের একটি বার্ষিক প্রকাশনা বের করে এসআরএফ; যেটির মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

মোড়ক উন্মোচনের সময় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত প্রায় এক বছরে দেশের সংবাদমাধ্যমগুলোতে বিচার বিভাগ নিয়ে যত খবর-প্রতিবেদন প্রচার-প্রকাশ হয়েছে, সেসব খবর-প্রতিবেদনে বস্তুনিষ্ঠতার কোনো ঘাটতি বা বিচ্যুতি আমার চোখে পড়েনি।

তবে কিছু কিছু ক্ষেত্রে প্রকাশিত খবর-প্রতিবেদন আরো সমৃদ্ধ হতে পারত। সে জন্য সংবাদকর্মীদের আরো সচেষ্ট থাকতে হবে।

সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকদের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, প্রায় প্রতিদিনই আমি খেয়াল করি সাংবাদিকরা এজলাসে উপস্থিত থাকছেন। শুনানি, আদেশ বা রায় ঘোষণার সময় তাঁরা নোট নিচ্ছেন।

শুধু তাই না, দ্রুততার সঙ্গে প্রচার ও প্রকাশ করছেন। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সংবাদমাধ্যম-সাংবাদিকদের ভূমিকা কোনো অংশে কম নয়। ক্ষেত্র আলাদা হলেও বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে সবাইকে কাজ করে যেতে হবে। ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে বিচার বিভাগের যোগাযোগ আরো দৃঢ় হবে বলে আশা করি। এ ক্ষেত্রে অবশ্যই পেশাদারি বজায় রাখতে হবে।

বিচার বিভাগ সংস্কারে ঘোষিত রোডম্যাপ ও প্রধান বিচারপতির বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে এসআরএফের সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসউদুর রহমান বলেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে গত এক বছরে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বেশির ভাগই বাস্তবায়ন হয়েছে। আমাদের প্রত্যাশা, প্রধান বিচারপতির ঘোষণা অনুযায়ী বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয়ও প্রতিষ্ঠা করা হবে।

এর আগে এসআরএফের নতুন কমিটির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ