ঢাকা, শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২, ২০ সফর ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২, ২০ সফর ১৪৪৭
বিশেষ লেখা

ব্যবসায়ী বিনিয়োগকারীদের নিয়ে এ কোন তামাশা

মোস্তফা কামাল
মোস্তফা কামাল
শেয়ার
ব্যবসায়ী বিনিয়োগকারীদের নিয়ে এ কোন তামাশা
মোস্তফা কামাল

অর্থনীতি দুর্বল হওয়ার যাবতীয় কারণ বিদ্যমান রেখে শিল্প-বিনিয়োগ বাড়ানোর আশা দেখানো আরেক তামাশা। শিল্প খাত সংকটে পড়ায় একদিকে দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধি মার খাচ্ছে। তা খেতেই থাকবে। অন্যদিকে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা।

এতে নিত্যনতুন বেকার তৈরি হচ্ছে শত শত, হাজারে হাজার। এই ধারা চলতে থাকলে আর খাদের কিনারে নয়, খাদেই ডুববে অর্থনীতি। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক বিশ্বব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন বলছে, ২০২৫ সালে নতুন করে প্রায় ৩০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। কিন্তু সরকারি মহলের মত-অভিমত ভিন্ন।

সরকার ব্যবসা-বাণিজ্যে গতি আনার চেষ্টা করছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সার্বিকভাবে অর্থনীতি খারাপ অবস্থায় নেই। একেবারে ধ্বংসের পথে তা-ও নয়। তা হলে কোন দশায় বা অবস্থায় দেশের অর্থনীতি? এ প্রশ্নের জবাবও পরিষ্কার নয়। অর্থনীতির অবস্থা খারাপ না হলে ব্যবসা-বাণিজ্যে গতি আনার চেষ্টাই বা কেন? এ প্রশ্নগুলো ব্যবসায়ী-বিনিয়োগকারীরা জোর গলায় বলতেও পারছেন না।

এটাই আরেক বাস্তবতা।

সাধারণ কাণ্ডজ্ঞানের মানুষ বুঝতে পারছে, অর্থনৈতিক কাঠামো সংস্কারের সুযোগ থাকলেও তা কাজে লাগানো হয়নি। বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় নানা সুবিধা নেওয়ার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর বিষয়ে এখন পর্যন্ত কোনো উৎপাদনমুখী সিদ্ধান্ত হয়নি। এগুলোতে বেকার হয়ে যাওয়া শ্রমিকদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা না রাখা আরেক অমানবিকতা। অদূরদর্শীও।

আরো কত যন্ত্রণায় শিল্প খাত। জ্বালানি সংকট সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এলএনজি আমদানি করে চলতে গিয়ে উৎপাদন ব্যয় বেড়েছে, যা অর্থনীতিতে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। ব্যাংকিং খাত দুর্বল হওয়ায় ব্যবসায়ীদের পুঁজি জোগাড় করাও কষ্টসাধ্য হয়ে উঠেছে।

বিনিয়োগ, জ্বালানি ও ব্যাংকিং খাতের সমস্যা আসলে হঠাৎ করে সৃষ্টি হয়নি। এ সবই দীর্ঘদিনের অনিয়ম ও গাফিলতির ফল, যা ৫ আগস্টের পর আরো প্রকট হয়েছে। সরকার এখন পর্যন্ত বিষয়টিকে টপ প্রায়োরিটিতে নেয়নি। নিলে  এই সংকট সমাধানে জরুরি ভিত্তিতে অর্থনৈতিক পুনর্গঠন, শিল্পে প্রণোদনা ও শ্রমিক পুনর্বাসনের বাস্তবমুখী পদক্ষেপ আসত। যেকোনো সমস্যা সমাধানের আগের কাজ হচ্ছে, সমস্যা স্বীকার করা। তার পরই না সমাধান। কিন্তু সরকারের একটি অংশের মধ্যে সমস্যা অস্বীকার বা পাশ কাটানোর প্রবণতা স্পষ্ট। তার ওপর দোষ ধরার ব্যাপারও লক্ষণীয়। অর্থ উপদেষ্টা বলেছেন, কিছু কিছু প্রতিষ্ঠানে তাদের ম্যানেজমেন্টের দোষ আছে। দোষ থাকলে তা শোধরানোর ব্যবস্থায় কী সরকারের করণীয় থাকতে নেই?

কোটা সংস্কার আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র-জনতার অভ্যুত্থানে গত অর্থবছরের শুরুতে ব্যবসা-বাণিজ্য হোঁচট খায়। তারপর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বহুমুখী দাবি আদায়ে শ্রম অসন্তোষে ভুগেছে ছোট-বড় ব্যবসা। তারপর গ্যাস ও বিদ্যুৎ সংকট, উচ্চ সুদের হার, উচ্চ মূল্যস্ফীতিতে চাহিদা হ্রাসের মতো সমস্যা প্রকট হয়েছে। সর্বশেষ জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে কী সর্বনাশ হয়েছে, তা মালুম করা যাবে মাস কয়েকের মধ্যে। ভবিষ্যতে রাজস্ব আদায় ঠিকমতো হবে না, এ আভাস তিনি দিয়েই রেখেছেন। এর মাঝেই পুরনো অনিশ্চয়তা আর নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু হলো নতুন বছর।

দেশের গ্যাসক্ষেত্র থেকে দৈনিক গ্যাস উত্তোলন কমছে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হচ্ছে না। এমন প্রেক্ষাপটে এলএনজি আমদানি বাড়ানো না গেলে গ্যাসসংকট আরো বৃদ্ধির শঙ্কা ঘুরছে উদ্যোক্তাদের মধ্যে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত ও ব্যাংকের সুদের হার কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের আস্থা ফেরানো না গেলে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি কিছুদিনের মধ্যে হাহাকারে পড়বে। ঠেকে যাওয়ার পর পেছনে হেলান দেওয়ার দেয়াল পাওয়াও কঠিন হবে। নির্বাচন নিয়ে সুখকর আমেজ থাকলে হবে এক অবস্থা। আর অনিশ্চয়তা ও উত্তেজনা বাড়লে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ হবে আরো খারাপ। এমন ভবিষ্যদ্বাণীর পেছনে কিছু তথ্য রয়েছে। যেমন, বিদায়ি ২০২৪-২৫ অর্থবছরে সাময়িক হিসাবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৯৭ শতাংশ। তার আগের বছর প্রবৃদ্ধি হয়েছিল ৪.২২ শতাংশ। অন্যদিকে সরকারি-বেসরকারি বিনিয়োগও কমেছে। বিদায়ি অর্থবছর জিডিপির ২২.৪৮ শতাংশ বেসরকারি বিনিয়োগ হয়। তার আগের অর্থবছর যা ছিল ২৩.৫১ শতাংশ। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য শ্লথ হওয়ায় বিদায়ি অর্থবছর রাজস্ব আদায়ের পরিমাণও তার আগের বছরের তুলনায় কম হয়েছে। তাহলে কোথায়, কোন দিকে যাচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি?

এমনিতেই বিনিয়োগ ও শিল্পবিরোধী কর্মকাণ্ডে লাগাম এখনো টানা যায়নি। চাঁদাবাজি-দুর্নীতিও চলছে। মব ভায়োলেন্স তো আছেই। ব্যবসা-বাণিজ্যে গতি বাড়াতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা ও মব সংস্কৃতি রুখে দেওয়া জরুরি। অন্তর্বর্তী সরকারের সময় দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স বৃদ্ধি ছাড়া মোটাদাগের অর্জন নেই। বিশেষ করে ব্যবসায়ীদের আস্থায় নিতে না পারা অনাকাঙ্ক্ষিত। দেশের ব্যবসায়ীরা স্বস্তিতে না থাকলে বিদেশি বিনিয়োগ আসবে না। আইএমএফের পরামর্শে সরকার নতুন করে বিভিন্ন পণ্য ও সেবার ওপর কর-ভ্যাট বাড়িয়েছে। এটি দেশের অর্থনীতির জন্য ভালো ফল আনবে না। সুদের হার বাড়িয়ে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে উদ্যোগ নিয়েছে, তারও সুফল দেখা যাচ্ছে না। সেই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে।

এসবের জেরে প্রায় প্রতিদিনই ছোট-বড় কোনো না কোনো মিল-কারখানা, প্রতিষ্ঠান বন্ধের কুখবর। ছোটখাটো খবরগুলো গণমাধ্যমে আসে না। শ্রমিক-কর্মচারীদের বুক চাপড়ানো বিলাপ-আহাজারি। তাঁদের পরিবারের সদস্যদের বদদোয়া করা ছাড়া আর তেমন কিছু করার নেই। দেশে বেকার-নিরাকার নিয়ে খটকা আছে। বিবেচনার ফের আছে। শিক্ষা শেষে চাকরি না পেয়ে টিউশন করা বা কোনো প্রশিক্ষণ নিয়ে সেই দৃষ্টে কাজ না পেয়ে শীতে সিদ্ধ ডিম বা গরমে ডাব বিক্রি করা ব্যক্তিদের বেকার ধরা হয় না। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সংজ্ঞা অনুযায়ী, ৩০ দিন ধরে কাজপ্রত্যাশী একজন মানুষ শেষের সাত দিনে এক ঘণ্টা কাজ করার সুযোগ না পেলেই কেবল বেকার ধরা হয়। বিবিএসও এই সংজ্ঞা ব্যবহার করে। সেই হিসাবে দেশে বেকার নেই বলার মতো অবস্থা। এই বেশুমার বেকারদের বেশির ভাগের কর্মসংস্থান হয় বেসরকারি সেক্টরে। বিবিএসের হিসাবে দেশে মোট কর্মসংস্থানে সরকারি চাকরির অংশীদারি মাত্র ৩.৮ শতাংশ। বেসরকারিতে কর্মসংস্থান হয় ১৪.২ শতাংশ। প্রায় ৬১ শতাংশের কর্মসংস্থান হচ্ছে ব্যক্তি উদ্যোগের মাধ্যমে। বাকি ২১ শতাংশ অন্যান্য ক্ষেত্রে নিয়োজিত। সার্বিক নমুনা খারাপ। সামনে আরো কী অপেক্ষা করছে, মালিকদের ভাবনায় অকুলান। কারখানা চালু রাখা, অর্ডার নেওয়া, কাঁচামাল কেনা, গ্যাস-বিদ্যুৎ বিল নিয়ে অন্ধকার দেখছেন তাঁরা। এখনো বেকার না হওয়া শ্রমিকরা আতঙ্কে। আর এরই মধ্যে বেকার হয়ে যাওয়াদের বাসাভাড়া দেওয়ার অবস্থা নেই। হাটবাজার বন্ধ। এর প্রভাব অর্থনীতিতে পড়ছে। লোকালয়েও পড়তে শুরু করেছে। বেকার বলে তাঁরা ঘরে বসেও থাকছেন না। একটি চলমান প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে কত সর্বনাশের সংযোগ, তা বুঝতে অর্থনীতিবিদ হওয়া জরুরি নয়। স্বাভাবিক বিবেকবান যে কারো পক্ষেই তা উপলব্ধি করা সম্ভব। বিনিয়োগ-ব্যবসাকে রাজনীতির বাইরে রাখলে আজকের এই অবস্থা হয় না। শ্রীলঙ্কায় রাজনৈতিক ডামাডোলের পরও এ ধরনের সমস্যা সামনে এসেছিল, কিন্তু কোনো কলকারখানায় হামলা হয়নি। বন্ধ হয়নি। শ্রমিক-কর্মচারীদের চাকরি যায়নি। তারা সফলতার সঙ্গে সমস্যা কাটিয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা দিয়েছে। ব্যবসায়ীদের সহযোগিতাও পেয়েছে।  দেশের মূল্যস্ফীতি ৭০ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার রেকর্ড গড়েছে। এরপর নির্বাচন হয়। অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে দেশটিতে আবার গণতন্ত্রের উত্তরণ ঘটে। আমাদের এখানে নমুনা বিপরীত। আর্থিক খাতে যতটুকু সফলতা এসেছে, তা কেবল রেমিট্যান্সের কারণে। আর্থিক, প্রশাসনিক আর রাজস্ব খাতে বৈপ্লবিক পরিবর্তন দূরে থাক, সাধারণ মানের পরিবর্তনও এখন পর্যন্ত দৃশ্যমান নয়।  ব্যবসা, বিনিয়োগ, কলকারখানা, মালিক-শ্রমিকসহ দেশের সামগ্রিক অর্থনীতির সঠিক তথ্যসাবুদ নিলে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারের উদ্যোগ অবশ্যই দৃশ্যমান হবে। আর্থিক শৃঙ্খলা খাতে ও সামষ্টিক অর্থনীতির ভারসাম্য তৈরি করতে রাজনীতির বাইরে গিয়ে তথ্যের সত্যতা তাকে নিতেই হবে। এখানে ব্যক্তি খাত থেকে শুরু করে সবার সম্পৃক্ততা আছে। বিনিয়োগ থমকে যাওয়া, নতুন করে বেকারত্ব ভর করা শুধু অর্থনীতি পরিচালনার বিষয় নয়। এখানে পুঁজির নিশ্চয়তার বিষয় রয়েছে। সরকারের একার পক্ষে সেই নিশ্চয়তা সম্ভব নয়। কর্মহীন অর্থনীতি বেকারত্ব উসকে দেয়। তরুণদের একটি ক্রমবর্ধমান অংশ কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণে নেই। দীর্ঘমেয়াদি বেকারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের সংখ্যাও বাড়ছে। এই প্রবণতাগুলো দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে সমাজজুড়ে হতাশা ও উদ্বেগ সৃষ্টি করছে। সেখানে কর্মসংস্থানের ভরসা বেসরকারি সেক্টরে নতুন করে বেকার তৈরি হওয়া উদ্বেগের ওপর বাড়তি উদ্বেগ।  

 

লেখক : সাংবাদিক ও কলামিস্ট, ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন

মন্তব্য

সম্পর্কিত খবর

গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগের প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। গতকাল বুধবার সম্পাদক পরিষদের পক্ষে সভাপতি মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়েছে, সম্পাদক পরিষদ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে। সম্মেলনে অভিযোগ আনা হয়েছে গণমাধ্যম গণ-অভ্যুত্থানে জড়িতদের চরিত্র হননের চেষ্টা করছে এবং শেখ হাসিনার স্বৈরাচার আমলের মতো গোয়েন্দা সংস্থার মুখপাত্র হিসেবে কাজ করছে।

বিবৃতিতে সম্পাদক পরিষদ বলেছে, সম্পাদক পরিষদ স্পষ্টভাবে এ ধরনের ঢালাও মন্তব্য প্রত্যাখ্যান করছে। বরং গত বছরের গণ-অভ্যুত্থানে বেশির ভাগ মুদ্রণ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সম্পাদক ও সাংবাদিকরা নানা ধরনের নিপীড়ন, হয়রানি ও দমন-পীড়নের শিকার হয়েছেন। অভ্যুত্থান চলাকালে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন, ইন্টারনেট ব্ল্যাকআউটসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু গণমাধ্যমের সাহসী প্রতিবেদনে জনগণের সামনে উঠে এসেছে।
বিশেষ করে বেশির ভাগ মুদ্রণ গণমাধ্যম নির্ভীকভাবে তথ্য তুলে ধরে অভ্যুত্থানের পক্ষে জনমত গঠনে বিশেষ অবদান রেখেছে এবং একই সঙ্গে অনেক ভয়ভীতির মধ্যে কাজ করতে হয়েছে।

সম্পাদক পরিষদ বলেছে, অভ্যুত্থান-পরবর্তী সময়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও বেশির ভাগ মুদ্রণ গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখা এবং সরকারের নানা সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরতে গঠনমূলক ভূমিকা রাখছে। জাতীয় যুবশক্তির সম্মেলনে দেওয়া এ ধরনের ঢালাও মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে সম্পাদক পরিষদ এবং সব পক্ষকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বক্তব্য প্রদানের আহবান জানাচ্ছে।

মন্তব্য

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে চিঠি দিয়ে তাদের লেনদেন, অ্যাকাউন্ট খোলার ফরমসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে আজ বুধবার ব্যাংকগুলোকে এসংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ।

ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়ার তালিকায় রয়েছেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার।

এঁদের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে চলে যান। আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের ৭ আগস্ট ই-মেইলযোগে পদত্যাগ করেন।

তালিকায় থাকা ছয় ডেপুটি গভর্নরের মধ্যে সরকার পতনের পর দুদকের মামলায় জেলে থাকা এস কে সুর চৌধুরী এবং বিএফআইইউ প্রধান থেকে পদত্যাগে বাধ্য হওয়া মো. মাসুদ বিশ্বাস রয়েছেন। আরো আছেন মাসুদ বিশ্বাসের আগে দীর্ঘদিন বিএফআইইউ প্রধানের পদে থাকা আবু হেনা মো. রাজী হাসান, সাবেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন, কেওয়াইসিসহ যাবতীয় তথ্য তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সেই তথ্যও জানাতে বলা হয়েছে।

আওয়ামী আমলের সময় যখন একের পর এক এমপি, মন্ত্রী, বিচারপতি ও নির্বাচন কমিশনার কারাগারে যাচ্ছেন, তখন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক তিন গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার ধরাছোঁয়ার বাইরে। তবে সূত্র বলছে, এ তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সরকারের একাধিক সংস্থা।

দুদক এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে একাধিক দফা তথ্য সংগ্রহ করেছে।

বাংলাদেশ ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শুধু গভর্নর নন, তাঁদের অধীন কর্মকর্তাদের তথ্যও তদন্তে চাওয়া হচ্ছে। কোন গভর্নরের আমলে কী আইন বা নীতিমালা হয়েছে, তাঁর মাধ্যমে কারা সুবিধা পেয়েছে, কারা অবৈধভাবে ঋণ পেয়েছে, রিজার্ভ চুরির সঙ্গে কোন কোন কর্মকর্তার সম্পর্ক থাকতে পারেএসব খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এমনকি বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তার সঙ্গে তাঁদের ব্যক্তিগত যোগাযোগ ছিল কি না, তা-ও তদন্তের আওতায় এসেছে।

 

মন্তব্য
মার্কিন মানবাধিকার প্রতিবেদন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, কিছু উদ্বেগ আছে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, কিছু উদ্বেগ আছে

গণ-অভ্যুত্থানে শাসনব্যবস্থায় পটপরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। তবে কিছু বিষয়ে উদ্বেগ এখনো আছে। ২০২৪ সালে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকারবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

বাংলাদেশ নিয়ে প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের ছাত্রসংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার পর গত বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ৮ আগস্ট রাষ্ট্রপতি শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা (প্রধানমন্ত্রীর সমমর্যাদা) করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেন। আগস্ট মাসে কিছু ঘটনার পর দেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও কিছু বিষয় নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, আগের সরকারের আমলে মানবাধিকারসংক্রান্ত যেসব বিষয়ে উল্লেখ করার মতো খবর রয়েছে, সেগুলো হলো নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন কিংবা নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তি, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, বিদেশে থাকা সমালোচকদের সরকারিভাবে হয়রানি, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর বিধি-নিষেধ, যার মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি, সাংবাদিকদের অযৌক্তিকভাবে গ্রেপ্তার বা বিচার করা এবং সেন্সরশিপ, শ্রমিক সংগঠনের স্বাধীনতার ওপর উল্লেখযোগ্য বিধি-নিষেধ, শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি বা শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি, শিশুশ্রমের সবচেয়ে খারাপ ধরন উল্লেখযোগ্য মাত্রায় বিদ্যমান থাকা।

বিগত সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে দায়মুক্তির অসংখ্য খবর পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর জেরে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের শনাক্ত করা ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে খুব কমই বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে দেখা গেছে। তবে সেই সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আগের সরকারের অনেক সদস্যকে গ্রেপ্তার করেছে।

বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে জুলাই ও আগস্টে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নথিভুক্ত হয়েছে।

এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে। অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে দেশের প্রচলিত বিচারব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালউভয়কে কাজে লাগানো হচ্ছে।

মন্তব্য

খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল হবে কেক কাটা নিষেধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল হবে কেক কাটা নিষেধ
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) দেশব্যাপী দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি। নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাঁর ওপর কেউ হামলা করেনি, তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।

রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুজনকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যত বড় অপরাধীই হোক, বিচারের আওতায় আনতে হবে। উসকানিমূলক কথায় বেআইনিভাবে যেন কেউ প্রাণ না হারায়, সরকারের এটা নিশ্চিত করতে হবে। বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, মব কালচার চলছে। এই কালচারে অনেক সুযোগসন্ধানী সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ