kalerkantho

রবিবার। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৭ জুন ২০২০। ১৪ শাওয়াল ১৪৪১

বিশেষজ্ঞ মত

শিশুদের জন্য বড়দেরই সতর্ক থাকতে হবে

ডা. সাকিল আহম্মদ

২০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
শিশুদের জন্য বড়দেরই সতর্ক থাকতে হবে

শিশুরা মূলত অনেকটাই নিরাপদ থাকার কথা। তাদের সরাসরি করোনাভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই কম। এ ছাড়া স্কুল বন্ধ থাকার ফলে আরো অনেকটা সুবিধা হয়েছে। যদিও তাদের ঝুঁকি বড়রা। বড়রাই বাইরে থেকে এ ভাইরাস নিয়ে এসে তাদের মধ্যে ছড়াতে পারে অথবা তাদের বাইরে নিয়ে গিয়ে অন্যদের কাছ থেকে এই ভাইরাস ছড়ানোর ঝুঁকিতে ফেলতে পারে। তাই এসব ক্ষেত্রে বড়দেরই বেশি সর্তক থাকতে হবে। সেই সঙ্গে স্কুল বন্ধ থাকার ফলে বাসায় আটকে থাকা শিশুরা যাতে আনন্দে সময় কাটাতে পারে সেই রকম ব্যবস্থা ও পরিবেশ বাসায় রাখতে হবে। তাদের জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করতে হবে ঘরেই। সঙ্গে পড়াশোনা করাতে হবে। তারা যেন বন্দির মতোঅনুভব না করে। বিনোদন বা আনন্দ মানেই সব সময় টেলিভিশন বা ইন্টারনেট মোবাইলে যেন শিশুরা ডুবে না থাকে, সেদিকেও বড়দের খেয়াল রাখতে হবে।

লেখক : শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক

 

মন্তব্যসাতদিনের সেরা