স্থানগত উপযোগ কী?
উত্তর : এক স্থান থেকে পণ্য অন্য স্থানে স্থানান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়।
৯। মালিকানাগত উপযোগ কী?
উত্তর : কোনো পণ্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে মালিকানাগত উপযোগ বলে। ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়।
১০। সেবাগত উপযোগ কী?
উত্তর : উৎপাদন প্রতিষ্ঠানকে সচল ও গতিশীল রাখার জন্য সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সেবাগত উপযোগ বলে।
১১। উৎপাদনশীলতা কী?
উত্তর : প্রত্যাশিত উৎপাদনের আশায় কী পরিমাণ উপকরণ ব্যবহৃত হবে তার অনুপাত নির্ণয়কে উৎপাদনশীলতা বলে।
১২। মোট উৎপাদনশীলতা কী?
উত্তর : মোট উৎপাদনের মূল্যকে মোট উপকরণের মূল্য দিয়ে ভাগ করলে যে উৎপাদনশীলতা পাওয়া যায়, তাকে মোট উৎপাদনশীলতা বলে।
১৩। শ্রমের উৎপাদনশীলতা কী?
উত্তর : মোট উৎপাদনের একককে, মোট শ্রম ঘণ্টা দ্বারা ভাগ করলে যে উৎপাদনশীলতা পাওয়া যায় তাকে শ্রমের উৎপাদনশীলতা বলে।
১৪। যন্ত্রের উৎপাদনশীলতা কী?
উত্তর : মোট উৎপাদনের পরিমাণকে মোট যন্ত্র সময় দ্বারা ভাগ করলে যে উৎপাদনশীলতা পাওয়া যায় তাকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে।
১৫। মালামালের উৎপাদনশীলতা কী?
উত্তর : মোট উৎপাদনের মূল্যকে মোট ব্যবহৃত মালামালের মূল্য দিয়ে ভাগ করলে যে উৎপাদনশীলতা পাওয়া যায় তাকে মালামালের উৎপাদনশীলতা বলে।
১৬। মূলধনের উৎপাদনশীলতা কী?
উত্তর : বিনিয়োগকৃত মূলধনের তুলনায় আয় কী পরিমাণ হচ্ছে তা দেখার মধ্য দিয়ে যে ফলপ্রদতা পাওয়া যায় তাকে মূলধনের উৎপাদনশীলতা বলে।
১৭। আর্থিক উৎপাদনশীলতা কী?
উত্তর : সংযোজিত মূল্যকে মোট রূপান্তর মূল্য দিয়ে ভাগ করে যে উৎপাদনশীলতা পাওয়া যায় তাকে আর্থিক উৎপাদনশীলতা বলে।
১৮। মোট উৎপাদনশীলতার সূত্রটি লেখো।
উত্তর : মোট উৎপাদনশীলতা=মোট উৎপাদনের মূল্য/মোট উপকরণের মূল্য।
১৯। শ্রমের উৎপাদনশীলতার সূত্রটি লেখো।
উত্তর : শ্রমের উৎপাদনশীলতা=মোট উৎপাদনের একক/মোট শ্রমঘণ্টা।
২০। যন্ত্রের উৎপাদনশীলতার সূত্রটি লেখো।
উত্তর : যন্ত্রের উৎপাদনশীলতা=মোট উৎপাদন/মোট যন্ত্র সময়।
২১। মালামালের উৎপাদনশীলতার সূত্রটি লেখো।
উত্তর : মালামালের উৎপাদনশীলতা=মোট উৎপাদনের মূল্য/মোট মালামালের মূল্য।
২২। মূলধনের উৎপাদনশীলতার সূত্রটি লেখো।
উত্তর : মূলধনের উৎপাদনশীলতা=মোট উৎপাদনের মূল্য/মোট মূলধনের পরিমাণ।
২৩। আর্থিক উৎপাদনশীলতার সূত্রটি লেখো।
উত্তর : আর্থিক উৎপাদনশীলতা=সংযোজিত মূল্য/রূপান্তর মূল্য
এখানে সংযোজিত মূল্য=বিক্রয় মূল্য—কাঁচামালের মূল্য।
২৪। উৎপাদনশীলতার জনক কে?
উত্তর : উৎপাদনশীলতার জনক অর্থনীতিবিদ Quensney।
২৫। বিশ্ব উৎপাদনশীলতা দিবস কত তারিখে?
উত্তর : ৬ অক্টোবর বিশ্ব উৎপাদনশীলতা দিবস।
অনুধাবনমূলক প্রশ্ন
১। উৎপাদন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর : উৎপাদনের উপকরণগুলোর সহায়তায় প্রাকৃতিক সম্পদকে অধিকতর কার্যোপযোগী করে নতুন উপযোগ সৃষ্টি করার প্রক্রিয়াকে উৎপাদন বলে।
সব ধরনের উপযোগ সৃষ্টিকে উৎপাদন বলা যায় না। বাস্তব জীবনে এমন অনেক কাজ আছে যার মূল্য সঠিকভাবে পরিমাপ করা যায় না। যেমন—মায়ের সন্তান লালন-পালন, বাড়ির উঠানে নিজস্ব ব্যবহারের জন্য সবজি উৎপাদন, সংসারে গৃহিণীর কাজ প্রভৃতি। এ জন্য উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য বা বাজার দাম থাকতে হবে।
২। উপযোগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর : বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত পণ্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা ও গুণাগুণ সংশ্লিষ্ট থাকে তাকে ওই পণ্যের উপযোগ বলা হয়।
উপযোগ একটি মনস্তাত্ত্বিক ও আপেক্ষিক ধারণা। সাধারণত উপযোগ বলতে কোনো পণ্যের প্রয়োজনীয়তা বা অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত পণ্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা ও গুণাগুণ সংশ্লিষ্ট থাকে তাকে ওই পণ্যের উপযোগ বলা হয়। যেমন—কলম দিয়ে আমরা লিখি, এ ক্ষেত্রে লেখার অভাব পূরণ করাই কলমের বিশেষ গুণ বা ক্ষমতা। উপযোগবিহীন কোনো কিছুই পণ্য হতে পারে না।