ঢাকা, বুধবার ২৭ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা, বুধবার ২৭ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

এইচএসসির প্রস্তুতি: পদার্থবিজ্ঞান প্রথম পত্র

  • বিশ্বজিৎ দাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
শেয়ার
এইচএসসির প্রস্তুতি: পদার্থবিজ্ঞান প্রথম পত্র
পদার্থবিজ্ঞানের ব্যাবহারিক ক্লাসে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

চতুর্থ অধ্যায় : নিউটনিয়ান বলবিদ্যা

জ্ঞানমূলক প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

৩৮। সংঘর্ষ বা সংঘাত কী?

  উত্তর : দুটি বস্তু অতি অল্প সময়ের জন্য কাছাকাছি এলে যদি একে অপরের ওপর ঘাতবল প্রয়োগ করে তাহলে যে ঘটনা ঘটে, তাকেই সংঘর্ষ বা সংঘাত বলে।

৩৯। স্থিতিস্থাপক ঘর্ষণ কাকে বলে?

  উত্তর : যে সংঘর্ষে রৈখিক ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে, তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে।

৪০। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ কী?

  উত্তর : দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের পূর্বে ও পরে যদি বস্তু দুটির আপেক্ষিক বেগ অপরিবর্তিত থাকে, তাহলে সেই সংঘর্ষকে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলে।

৪১।       অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে?

  উত্তর : যে সংঘর্ষে রৈখিক ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না, তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে।

৪২। একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে?

  উত্তর : সংঘর্ষে অংশগ্রহণকারী বস্তুদ্বয়ের আপেক্ষিক গতিবেগ সংঘর্ষের পূর্বে ও পরে একই সরলরেখা বরাবর সংঘটিত হলে ওই সংঘর্ষকে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ বলে।

 

অনুধাবনমূলক প্রশ্ন

১। একজন অ্যাথলেট লং জাম্প দেওয়ার পূর্বে বেশ কিছু দূর থেকে দৌড় দেয় কেন?

  উত্তর : গতিশীল বস্তুর গতিতে থাকার প্রবণতাকে গতি জড়তা বলে।

এখন একজন অ্যাথলেট লং জাম্প দেওয়ার পূর্বে বেশ কিছু দূর থেকে দৌড় দেয় গড়ি জড়তা অর্জন করার জন্য। এর ফলে সে জাম্প দেওয়ার পর বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়।

২। বলের বৈশিষ্ট্যগুলো লেখো।

  উত্তর : বল একটি বাহ্যিক কারণ, যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়।


বলের বৈশিষ্ট্য

  i. বল ভেক্টর রাশি। এর মান ও দিক উভয়ই থাকে।

  ii. বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করবে। একক বলের কোনো অস্তিত্ব নেই।

  iii. বল বস্তুতে ত্বরণ বা মন্দন সৃষ্টি করতে পারে।

  iv. বল বস্তুর বিকৃতি ঘটাতে পারে।

  v. প্রযুক্ত বল গতিশীল বস্তুর বেগের মান ও দিক তথা গতির পরিবর্তন করতে পারে।

  vi. প্রযুক্ত বল বস্তুর বেগ বৃদ্ধি বা হ্রাস করতে পারে।

৩। জড়তা হতে বলের ধারণা পাওয়া যায় কি না— ব্যাখ্যা করো।

  উত্তর : জড়তা হতে বলের ধারণা পাওয়া যায়। কারণ বাইরে থেকে যে প্রভাব ক্রিয়া করলে কোনো বস্তুর জড়তার পরিবর্তন হয় তাকে বল বলে।

৪। মৌলিক বলগুলো কোথায় কার্যকর হয়—ব্যাখ্যা করো।

  উত্তর : মৌলিক বল চার প্রকার। এগুলো কার্যকর হয় নিম্নোক্ত ক্ষেত্রে—

  i. মহাকর্ষ নক্ষত্রগুলোকে একত্র করে গ্যালাক্সি গঠন করে।

  ii. তড়িৎ চৌম্বক বল ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ করে পরমাণু গঠন করে।

  iii. সবল নিউক্লিয় বল প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করে।

  iv. দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয়।

৫। প্রকৃতিতে প্রতিটি মৌলিক বল কেন উদ্ভব হয়—ব্যাখ্যা করো।

  উত্তর : গ্রাভিটন, ফোটন, মেসন ও বোসন নামক কণার পারস্পরিক বিনিময়ের জন্য প্রকৃতিতে যথাক্রমে মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বল, সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল নামক চারটি মৌলিক বলের উদ্ভব হয়।

৬। মৌলিক বলগুলোর আপেক্ষিক তীব্রতা লেখো।

  উত্তর : মৌলিক বলগুলোর আপেক্ষিক      তীব্রতা—

      মহাকর্ষ বল : 1
দুর্বল নিউক্লিয় বল : 1030
তাড়িতচৌম্বক বল : 1039
সবল নিউক্লিয় বল : 1041

৭। গাড়ির টায়ারের বাইরের দিক খাঁজযুক্ত করে তৈরি করা হয় কেন?

  উত্তর : কারণ গাড়িকে যথাযথভাবে চালনা করার জন্য প্রয়োজনীয় ঘর্ষণ বল লাভ করে। টায়ারে খাঁজ থাকার ফলে টায়ার রাস্তাকে ভালোভাবে আঁকড়ে ধরে। এতে গাড়িটি স্থিতিশীল অবস্থা হতে গতিশীল অবস্থায় অথবা গতিশীল অবস্থা হতে স্থিতিশীল অবস্থায় পৌঁছতে পারে। খাঁজ না থাকলে টায়ার পিছলে যেত। তাই গাড়ির সঠিক গতির জন্য এবং যথাযথভাবে চালনা করার জন্য টায়ারের বাইরের দিক খাঁজযুক্ত করে তৈরি করা হয়।

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

একাদশ ও দ্বাদশ শ্রেণি : ভূগোল প্রথম পত্র

    মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভূগোল বিভাগ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নিউ বেইলি রোড, ঢাকা
শেয়ার
একাদশ ও দ্বাদশ শ্রেণি : ভূগোল প্রথম পত্র
অঙ্কন : মাসুম

প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

৩৪।   প্রাকৃতিক পানিচক্রের স্থান ও কালগত বিশ্লেষণ ভূগোলের কোন শ্রেণিভুক্ত?

   ক. নদীজ ভূগোল   খ. মৃত্তিকা ভূগোল

   গ. প্রাকৃতিক ভূগোল   ঘ. জলবায়ু ভূগোল

৩৫।   প্রাকৃতিক ভূগোলের আধুনিক রূপকার কে?

   ক. ভন হামাবোল্ট   খ. কার্ল রিটার

   গ. ড্যাডলি স্ট্যাম্প   ঘ. ফ্রেডরিক র‌্যাটজেল

৩৬।   বারিমণ্ডল ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?

   ক. মানব   খ. নগর

   গ. আঞ্চলিক   ঘ. প্রাকৃতিক

৩৭।

   প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গি পুনঃপুনঃ পরিবর্তিত হয়েছে কেন?

   ক. রাজনৈতিক কারণে  
খ. সময়ের পরিবর্তনে

   গ. বিশ্ব উষ্ণায়নে  
ঘ. আঞ্চলিক কারণে

৩৮।   পৃথিবীপৃষ্ঠের প্রাকৃতিক ভূচিত্রাবলির বিজ্ঞানসম্মত পাঠই হলো প্রাকৃতিক ভূগোল। এটি কার সংজ্ঞা?

   ক. রিচার্ড হার্টশোর্ন  

   খ. ফ্রেডরিথ র‌্যাটজেল

   গ. American Heritage Science Dictionary

   ঘ. ফেরেল

৩৯।   বিংশ শতাব্দী থেকে প্রাকৃতিক ভূগোলে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে?

   ক. জীবতত্ত্ব   খ. সমুদ্রতত্ত্ব

   গ. উপকূলীয়তত্ত্ব   ঘ. বারিতত্ত্ব

৪০।

   প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় ভূত্বকের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে?

   ক. জলবায়ুবিদ্যা   খ. পানিবিদ্যা

   গ. ভূমিরূপবিদ্যা   ঘ. সমুদ্রবিদ্যা

৪১।   ভূগোলের জনক কে?

   ক. ইরাটোসথেনিস   খ. ডাডলি স্ট্যাম্প

   গ. কার্ল রিটার   ঘ. ম্যাকনি

 

   উত্তর : ৩৪. গ ৩৫. ক ৩৬. ঘ ৩৭.
খ ৩৮. গ ৩৯. খ ৪০. গ ৪১. ক।

 

মন্তব্য
অষ্টম শ্রেণি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    শিকদার মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজ, পিরোজপুর
শেয়ার
বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নবম অধ্যায় : বাংলাদেশের সামাজিক সমস্যা

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

১০।    কিশোর অপরাধপ্রবণতা কমানোর জন্য অভিভাবকদের কী করতে হবে?

   ক. তাদের কঠোর শাসন করতে হবে

   খ. তাদের অবাধ স্বাধীনতা দিতে হবে

   গ. তাদের বন্ধু ও সাথিদের সম্পর্কে খোঁজখবর রাখতে হবে

   ঘ. তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে

   নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   আশরাফ পড়াশোনায় খুব ভালো ছাত্র ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বাবার মৃত্যু এবং পারিবারিক ব্যবসায় লোকসানের কারণে সে মারাত্মক হতাশায় ভুগছে। একসময় বন্ধুদের প্ররোচনায় সে নেশা করা শুরু করে।

১১।    উদ্দীপকে আশরাফের মাদকাসক্তির প্রধান কারণ কোনটি?

   ক. সঙ্গদোষ   খ. পারিবারিক অশান্তি

   গ. হতাশা   ঘ. কৌতূহল

১২।    উদ্দীপকে বর্ণিত আশরাফের আচরণের ফলে তার জীবনে যে প্রভাব পড়বে তা হলো

   i. শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটবে   ii. মানসিক স্বাস্থ্য দুর্বল হবে

   iii. পারিবারিক শান্তি বিনষ্ট হবে

   নিচের কোনটি সঠিক?

   ক. iii   খ. iiii

   গ. iiiii   ঘ. i, iiiii

  

   উত্তর : ১০. গ ১১. গ ১২. ঘ।

 

 

 

 

মন্তব্য

টিউটরিয়াল : কোথায় কোন প্রিপজিশন (পর্ব-৩)

    মো. মশিউর রহমান খান, প্রভাষক (ইংরেজি), জয়পুরহাট বিএড কলেজ, জয়পুরহাট সদর, জয়পুরহাট
শেয়ার
টিউটরিয়াল :  কোথায় কোন প্রিপজিশন  (পর্ব-৩)

  In, Into I Through এর ব্যবহার

স্থির অবস্থায় ভেতরে বোঝাতে ‘in’ বসে।

Example

i.   সে ঘরের কোণে বসে আছে।

   He sits in the corner of the room.

 

ii.    বাগানের মাঝখানে একটি বড় গাছ আছে।

   There is a big tree in the middle of the garden.
 

   বাইরে থেকে ভেতরে প্রবেশ বোঝাতে ‘into’ বসে।



Example

i.   শিক্ষক ক্লাসরুমে ঢুকলেন।

   The teacher entered into the class room.

ii.   আমি একটা গর্তে পড়ে গেলাম।

   I fell into a hole.

 

  কোনো কিছুর ভেতর দিয়ে/এক পাশ থেকে অন্য পাশ   বোঝাতে  ‘through’ বসে।

Example

i.   সে বনের মধ্য দিয়ে দৌড়ে গেল।

   He ran through the fores t.

ii.   তিনি দরজা দিয়ে চলে গেলেন।

   He walked through the door.

 

   InAt (Place)  এর মধ্যে পার্থক্য

  বড় স্থানের পূর্বে রহ বসে এবং গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের আগে at বসে।

Example

i.   আমি ঢাকার বনশ্রীতে থাকি।

   I live at Banasree in Dhaka.

ii.   আমি বাংলাদেশের ঢাকায় থাকি।

   I live at Dhaka in Bangladesh.

   

On, InAt (Time)  এর মধ্যে পার্থক্য

বার, তারিখের ও দিবসের আগে ‘on বসে।

 Example

i.   তিনি ৫ মে রবিবার ফিরে আসবেন।

   He will come back on Sunday on the 5th May.

 

  মাস ও বছরের আগে  ‘in’ বসে।

i.   তিনি ২০২৫ সালের জানুয়ারিতে ফিরে আসবেন।

   He will come back in January in 2025.

 

  নির্দিষ্ট সময় বোঝাতে ধঃ বসে।



Example

i.   আমি ১০টায় ঘুমাতে যাই।

   I go to bed at 10 o’ clock.

 

 

 

মন্তব্য

সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

    সজল কুমার দাস, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, টাঙ্গাইল
শেয়ার
সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

গদ্য 

ছবির রং

হাশেম খান

জ্ঞানমূলক প্রশ্ন

১।    শরৎকালের কোন দৃশ্যটা সবচেয়ে মোহনীয়?

   উত্তর : শরৎকালে ভরা নদী এবং খালে সাদা, লাল, নীল ও হলুদ বিভিন্ন রঙের পালতোলা নৌকা চলাচলের দৃশ্য সবচেয়ে মোহনীয়।

২।    হেমন্তের শেষ দিকে মাঠে কোন রঙের বাহার দেখা যায়?

   উত্তর : হেমন্তের শেষ দিকে মাঠে হলুদ বা গেরুয়া রঙের বাহার দেখা যায়।

৩।    গ্রীষ্ম ঋতুতে রং-বেরঙের কী কী ফল পাওয়া যায়?
উত্তর : গ্রীষ্ম ঋতুতে আম, জাম, কলা, লিচু, তরমুজ ইত্যাদি রংবেরঙের ফল পাওয়া যায়।

৪।    বসন্তকালে গাছে গাছে কিসের প্রতিযোগিতা হয়?
উত্তর : বসন্তকালে গাছে গাছে কে কত সুন্দর ও সতেজ ফুল ফোটাতে পারে তারই যেন প্রতিযোগিতা হয়।

৫।    এ পর্যন্ত হাশেম খানের কতটি বই প্রকাশিত হয়েছে?
উত্তর : এ পর্যন্ত হাশেম খানের ১৫টি বই প্রকাশিত হয়েছে।

৬।    চাষিরা কোন মাসে দল বেঁধে ফসল কাটেন?

   উত্তর : চাষিরা অগ্রহায়ণ মাসে দল বেঁধে ধান কাটেন।

৭।    মৌলিক রং কয়টি ও কী কী?

   উত্তর : মৌলিক রং তিনটি। হলুদ, নীল, লাল।

৮।    হেমন্ত ঋতু কোন মাসে আসে?

   উত্তর : হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাসে আসে।

৯।    শীতকালে কী ধরনের ফুল ফোটে?

   উত্তর : শীতকালে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল ফোটে।

১০।    শরৎকালে কোন ফুল ফোটে?

   উত্তর : কাশফুল এবং শাপলাফুল ফোটে।

১১।    ‘আভা’ শব্দের অর্থ কী?

   উত্তর : ‘আভা’ শব্দের অর্থ হলো দীপ্তি বা উজ্জ্বলতা।

১২।   রংধনুর কয়টি রং?

   উত্তর : রংধনুর রং সাতটি।

১৩।   মৌলিক রংগুলো মিশিয়ে কী কী রং পাওয়া যায়?
উত্তর : হলুদ ও নীল মেশালে সবুজ, নীল ও লাল মেশালে বেগুনি পাওয়া যায়।

১৪।    বর্ষাকালে আকাশে কী ধরনের রং দেখা যায়?
উত্তর : বর্ষাকালে আকাশে কালো মেঘ এবং বিদ্যুৎ চমকানোর দৃশ্য দেখা যায়।

১৫।   বর্ষাকালে কোন ফুল ফোটে?

   উত্তর : কদম ফুল সাদা ও কমলা রঙে ফোটে।

১৬।   শীতকালে মানুষ কী ধরনের কাপড় ব্যবহার করে?
উত্তর : শীতকালে মানুষ লাল, নীল, হলুদ, কালো বিচিত্র রঙের গরম কাপড় ও টুপি ব্যবহার করে।

১৭।    বসন্তকালে প্রকৃতিতে কী ধরনের দৃশ্য দেখা যায়?

   উত্তর : বসন্তকালে গাছে গাছে নানা রঙের ফুল ফোটে এবং পাখিরা গাছে গাছে নেচে বেড়ায়।

১৮।    রঙের ঋতু বলা হয় কোন ঋতুকে?

   উত্তর : রঙের ঋতু বলা হয় বসন্ত ঋতুকে।

১৯।    শীতকালে প্রকৃতিতে কী ধরনের রং দেখা যায়?
উত্তর : শীতকালে কুয়াশার মায়াবী রং দেখা যায়।

২০।    গ্রীষ্মকালীন ফলগুলো কী কী?

   উত্তর : আম, জাম, কলা, লিচু, তরমুজ।

২১।   বাংলার শিল্পীরা কিভাবে রং ব্যবহার করেন?

   উত্তর : বাংলার শিল্পীরা রঙিন সুতার বুনট, নকশিকাঁথা, পুতুল, ছবি, হাঁড়ি-পাতিলে রং ব্যবহার করেন।

২২।   শীতকালে সরষের ক্ষেতে কী অবস্থা হয়?

   উত্তর : শীতকালে সরষের ক্ষেতে ফুলে ফুলে হলুদের বন্যা নামে।

২৩। ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা কে?

   উত্তর : ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা হাশেম খান।

২৪।   অতিথি পাখি কোথা থেকে আসে?

   উত্তর : অতিথি পাখি শীতকালে বরফ পড়া দেশ থেকে আমাদের দেশে আসে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ