মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ—
ক. কমতে থাকবে খ.শূন্য হবে
গ. বাড়তে থাকবে ঘ. স্থির থাকবে
২। মোট উপযোগ হলো কোনো দ্রব্যের—
i. অতিরিক্ত একক হতে প্রাপ্ত অতিরিক্ত উপযোগ
ii. সকল একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টি
iii. প্রতি একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগের সমষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। ব্যয় কোনটির ওপর নির্ভরশীল?
ক. আয় খ. উৎপাদন
গ. উপকরণ ঘ. বিনিয়োগ
৪।
কোন ধরনের বাজারে ফার্ম ও শিল্প একই বলে বিবেচিত?
ক. পূর্ণ প্রতিযোগিতা খ. অলিগোপলি
গ. একচেটিয়া ঘ. ডুয়োপলি
নিচের চিত্রটি লক্ষ করো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৫। উদ্দীপকের গজ কোন বাজারের?

ক. পূর্ণ প্রতিযোগিতা খ. মনোপলি
গ. ডুয়োপলি ঘ. অলিগোপলি
৬। ভারসাম্য অর্জনের জন্য কোন রেখাটি প্রয়োজন?
i. AC ii. MC
iii. MR
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। কোন উপকরণটি উৎপাদন কার্যক্রম তদারকি করে?
ক. ভূমি খ. শ্রম
গ. সংগঠন ঘ. মূলধন
৮।
নিচের ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়?
ক. TVC খ. TFC
গ. TC ঘ. AFC
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
একটি কারখানায় ১টি মেশিনের সাহায্যে ৬ জন শ্রমিক ১০টি দ্রব্য উৎপাদন করতে পারে। নতুন ১ জন শ্রমিক নিয়োগ দিলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১৩টি হয়। তবে ৮ম শ্রমিক নিয়োগ দিয়ে কারখানায় উৎপাদন আর বৃদ্ধি পায় না।
৯।
৭ম শ্রমিকের প্রান্তিক উৎপাদন কত?
ক. ৬ একক খ. ৭ একক
গ. ৩ একক ঘ. ১৩ একক
১০। উক্ত কারখানার ক্ষেত্রে উৎপাদন—
i. শ্রম ও মূলধনের ওপর নির্ভরশীল অর্থাৎ Q = (L, K)
ii. উৎপাদন অপেক্ষক দীর্ঘকালীন
iii. ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। স্বল্পকালে পরিবর্তন করা সম্ভব—
i. যন্ত্রপাতি ii. শ্রমিক
iii. কাঁচামাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। উৎপাদন বলতে নিচের কোনটি বোঝায়?
ক. তৈরি করা খ. সৃষ্টি করা
গ. বৃদ্ধি করা ঘ. উপযোগ সৃষ্টি করা
১৩। কোন বাজারে একজনমাত্র ক্রেতা থাকে?
ক. মনোপলি খ. ডুয়োপলি
গ. মনোপসনি ঘ. অলিগোপলি
১৪।
বাণিজ্যিক ব্যাংক কোন আমানতের ওপর সুদ দেয় না?
ক. চলতি আমানত খ. স্থায়ী আমানত
গ. সঞ্চয়ী আমানত ঘ. মেয়াদি আমানত
১৫। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত?
ক. নোট ইস্যু
খ. আমানত গ্রহণ
গ. ঋণ নিয়ন্ত্রণ
ঘ. নিকাশ ঘর পরিচালনা
১৬। কোন বাজারে কোনো পরিবর্তক দ্রব্য থাকে না?
ক. একচেটিয়া খ. ডুয়োপলি
গ. পূর্ণ প্রতিযোগিতা ঘ. অলিগোপলি
১৭। যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা বিদ্যমান সেই বাজাকে কী বলে?
ক. ডুয়োপলি
খ. মনোপলি
গ. দ্বিপক্ষীয় একচেটিয়া বাজার
ঘ. অলিগোপলি
১৮। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভারসাম্য বিন্দুতে—
i. MR = MC
ii. AR = MR
iii. MC রেখার ঢাল > গজ রেখার ঢাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। অর্থনীতিতে বাজার ধারণাটির সম্পর্ক হলো—
i. চাহিদার সঙ্গে
ii. সময়ের সঙ্গে
iii. জোগানের সঙ্গে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। অর্থের মূল্য বলতে বোঝায়—
ক. দাম নির্ধারণের ক্ষমতা
খ. ভোগ করার ক্ষমতা
গ. ক্রয় করার ক্ষমতা
ঘ. আয় করার ক্ষমতা
২১। ফিশারের মতে, অর্থের জোগান দ্বিগুণ হলে—
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের গতি বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। ফিশারের বিনিময় সমীকরণে ‘গঠ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. মূল্যস্তর খ. অর্থের জোগান
গ. অর্থের চাহিদা ঘ. বিহিত মুদ্রার পরিমাণ
২৩। ঐচ্ছিক মুদ্রা হলো—
i. চেক
ii. ব্যাংক ড্রাফট
iii. সঞ্চয়পত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
একজন ব্যক্তি প্রতি মাসে ৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। বছর শেষে মোট জমাকৃত টাকার সাথে ব্যাংক অতিরিক্ত টাকা তার হিসাবে জমা করে।
২৪। উদ্দীপকের ব্যাংকটি কোন ধরনের?
ক. বাণিজ্যিক ব্যাংক খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. বিশ্বব্যাংক ঘ. বিশেষায়িত ব্যাংক
২৫। উদ্দীপকের ব্যাংকটির কাজ হলো—
i. ঋণদান করা
ii. আমানত গ্রহণ করা
iii. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান অজানা থাকে তাকে কী বলে?
ক. চলক খ. ধ্রুবক
গ. পরিমিত ঘ. স্বাধীন চলক
২৭। শূন্য স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কি রূপ?
ক. ভূমি অক্ষের সমান্তরাল
খ. ডান দিকে ঊর্ধ্বগামী
গ. লম্ব অক্ষের সমান্তরাল
ঘ. ডান দিকে নিম্নগামী
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জোগান সমীকরণ: S = - 3 + 3P (যেখানে = S জোগান, P = দাম)
২৮। উদ্দীপকের আলোকে দ্রব্যটির কত দামে জোগান ঋণাত্মক হবে?
ক. ০ খ. ১
গ. ১/২ ঘ. ২
২৯। উদ্দীপকের আলোকে দ্রব্যটির দাম বেড়ে ৩ টাকা থেকে টাকা ৬ হলে জোগান স্থিতিস্থাপকতা (ঊঝ) হবে—
ক. Es < 1 খ. Es = 0
গ. Es = 1 ঘ. Es > 1
৩০। সীমাবদ্ধ সম্পদের জোগান রেখার ঢাল কেমন হবে?
ক. ধণাত্মক খ. ঋণাত্মক
গ. শূন্য ঘ. অসীম
উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. ক ৬. খ
৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ
২০. গ ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. গ ২৮. ক ২৯. ঘ ৩০. ঘ।