নবম অধ্যায়
রেওয়ামিল
বহু নির্বাচনী প্রশ্ন
১। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার তালিকাকে কী বলে?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. রেওয়ামিল ঘ. আর্থিক বিবরণী
২। রেওয়ামিল তৈরির মুখ্য উদ্দেশ্য কী?
ক. গাণিতিক শুদ্ধতা যাচাই
খ. সঠিকভাবে লিপিবদ্ধকরণ
গ. আর্থিক অবস্থা নির্ধারণ
ঘ. শ্রমের অপচয় রোধ
৩। সাধারণত কোনটি রেওয়ামিলে লেখা হয়?
ক. প্রারম্ভিক ব্যাংক জের
খ. নগদান হিসাবের প্রারম্ভিক জের
গ. সমাপনী মজুদ পণ্য
ঘ. প্রারম্ভিক মজুদ পণ্য
৪।
রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না কোনটি?
ক. প্রারম্ভিক নগদ খ. ক্রয় ফেরত
গ. নগদান তহবিল ঘ. ব্যাংক উদ্বৃত্ত
৫। কোনটি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে?
ক. সম্ভাব্য সম্পদ খ. সম্ভাব্য দায়
গ. অবিক্রীত মজুদ পণ্য ঘ. উপভাড়া
৬। রেওয়ামিলের ছকে থাকে—
i. হিসাবের কোড নং ii. তারিখ
iii. হিসাবের শিরোনাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। নিচের কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে?
ক. উপভাড়া খ. বিদ্যুৎ বিল
গ. অবচয় ঘ. দেনাদার
উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
রহিমের ব্যাবসায়ে সমাপনী মজুদ পণ্য ৩০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ৪০,০০০ টাকা, ক্রয় ২৫,০০০ টাকা এবং বহিঃফেরত ২,০০০ টাকা।
৮। রহিমের প্রতিষ্ঠানে সমন্বিত ক্রয়ের পরিমাণ কত?
ক. ২৫,০০০ টাকা খ. ৩০,০০০ টাকা গ. ৪০,০০০ টাকা ঘ. ৩৩,০০০ টাকা
৯। সমন্বিত ক্রয় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হলে, রেওয়ামিলে আসবে না—
i. প্রারম্ভিক মজুদ পণ্য ii. ক্রয়
iii. সমাপনী মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে যাবে?
ক. সুনাম খ. প্রদেয় বিল
গ. মূলধন ঘ. পাওনাদার
১১।
একটি হিসাবের জের ২৫০ টাকা ভুল দিকে লিপিবদ্ধ করলে এবং অন্য সব সঠিক থাকলে হিসাবের পার্থক্য কত টাকা হবে?
ক. ১২৫ টাকা খ. ২৫০ টাকা
গ. ৫০০ টাকা ঘ. ৭৫০ টাকা
১২। পরিপূরক ভুলের অন্য নাম কী?
ক. বেদাখিলার ভুল খ. লেখার ভুল
গ. নীতিগত ভুল ঘ. স্বয়ং সংশোধক ভুল
১৩। জনাব রমিজ তার প্রতিষ্ঠানের মজুরি প্রদান ২,০০০ টাকা বেতন হিসাবে লেখেন, এটি কোন ধরনের ভুল?
ক. বাদ পড়ার ভুল খ. বেদাখিলার ভুল
গ. লেখার ভুল ঘ. নীতিগত ভুল
১৪। রেওয়ামিল তৈরির মূল উদ্দেশ্য হলো—
i. গাণিতিক সমতা যাচাই
ii. আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা
iii. ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করলে কোন ধরনের ভুল হয়?
ক. লেখার ভুল খ. বেদাখিলার ভুল গ. পরিপূরক ভুল ঘ. নীতিগত ভুল
১৬।
কম্পিউটার ক্রয় ভুলে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হলে এটিকে কোন ধরনের ভুল বলে?
ক. নীতিগত ভুল খ. পরিপূরক ভুল গ. লেখার ভুল ঘ. বেদাখিলার ভুল
১৭। রেওয়ামিল মেলানোর জন্য কোনটি প্রস্তুত করা হয়?
ক. প্রারম্ভিক মূলধন হিসাব
খ. সমতা প্রাপ্ত হিসাব
গ. অনিশ্চিত হিসাব
ঘ. সমাপনী মূলধন হিসাব
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
২০১৮ সালের ৩১ ডিসেম্বর জনাব রায়ের ব্যবসায়ের খতিয়ানের উদ্বৃত্ত ছিল প্রারম্ভিক মজুদ ৩,০০০ টাকা, ক্রয় ৭,০০০ টাকা, পরিবহন ২,০০০ টাকা, বিক্রয় ১০,০০০ টাকা, সমাপনী মজুদ ৪,০০০ টাকা, হাতে নগদ ১-১-১৮, ৩,০০০ টাকা, সমন্বিত ক্রয় ৬,০০০ টাকা, মূলধন ১২,০০০ টাকা, হাতে নগদ ৩১-১২-১৮, ৬,০০০ টাকা, দেনাদার ৭,০০০ টাকা, পাওনাদার ৩,০০০ টাকা।
১৮। জনাব রায়ের রেওয়ামিলের যোগফল কত?
ক. ২০,০০০ টাকা খ. ২২,০০০ টাকা
গ. ২৫,০০০ টাকা ঘ. ৩১,০০০ টাকা
১৯। জনাব রায়ের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে—
i. ক্রয় ii. সমাপনী মজুদ iii. সমন্বিত ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। জাবেদা ও খতিয়ানের ত্রুটি উদঘাটিত হয় কিভাবে?
ক. রেওয়ামিলের সাহায্যে
খ. ক্রয় জাবেদার সাহায্যে
গ. বিক্রয় জাবেদার সাহায্যে
ঘ. বিশ্লেষণের মাধ্যমে
উত্তর : ১. গ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. ক।