মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। যদি কমিশন প্রাপ্তি ১,০০০ টাকা ডেবিট করা হয়, তাহলে এটি কোন ধরনের ভুল?
ক. বাদ পড়ার ভুল খ. লেখার ভুল
গ. বেদাখিলার ভুল ঘ. নীতিগত ভুল
২। সমাপনী দাখিলা কেন প্রয়োজন?
i. ব্যয় বন্ধ করার জন্য
ii. আয় বন্ধের জন্য
iii. মূলধন জাতীয় ব্যয় বন্ধের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। বহুল ব্যবহৃত কার্যপত্র তৈরি করতে কয়টি কলামের প্রয়োজন?
ক. ১২ খ. ১০
গ. ৮ ঘ. ৬
৪।
নিচের কোনটি স্পর্শনীয় স্থায়ী সম্পদ?
ক. বিলম্বিত বিজ্ঞাপন খ. সুনাম
গ. প্যাটেন্ট ঘ. দালানকোঠা
৫। প্রারম্ভিক মজুদ + নিট ক্রয় + আন্তঃপরিবহন— সমাপনী মজুদ = ?
ক. বিক্রয় খ. বিক্রীত পণ্যের ব্যয়
গ. ক্রয়মূল্য ঘ. উৎপাদন ব্যয়
৬। নগদান বই হলো—
i. জাবেদা ii. খতিয়ান
iii. রেওয়ামিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
৭। হিসাবের স্থায়ী ধাপ কোনটি?
ক. জাবেদা খ. সমীকরণ
গ. খতিয়ান ঘ. রেওয়ামিল
৮।
বিলম্বিত বিজ্ঞাপনের সমন্বয় দাখিলা কোনটি?
ক. বিজ্ঞাপন হিসাব ১০,০০০ বিলম্বিত বিজ্ঞাপন ১০,০০০
খ. বিজ্ঞাপন হিসাব ১২,০০০ বিলম্বিত বিজ্ঞাপন ১২,০০০
গ. বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ৪০,০০০ বিজ্ঞাপন হিসাব ৪০,০০০
ঘ.বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ৪৮,০০০ বিজ্ঞাপন খরচ হিসাব ৪০,০০০
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ডিসেম্বর তারিখে সমাপনী মজুদের মূল্যায়ন করা হয় ৪০,০০০ টাকা। কিন্তু ওই তারিখে সমাপনী মজুদের বাজার মূল্য ছিল ৫০,০০০ টাকা।
৯। সমাপনী মজুদ পণ্যের মূল্য বাবদ কত টাকা আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হবে?
ক. ৪০,০০০ খ. ৯০,০০০
গ. ৫০,০০০ ঘ. ১০,০০০
১০।
সমাপনী মজুদ মুল্যায়নে কোন নীতি অনুসরণ করা হয়েছে?
ক. ব্যয় নীতি খ. কালান্তিক ধারণা
গ. স্বত্ব ধারণা ঘ. রক্ষণশীলতার নীতি
১১। ব্যবসায় সংগঠনের নিট লাভ নির্দেশ করে—
ক. সম্পদ খ. বহির্দায়
গ. অভ্যন্তরীণ দায় ঘ. উৎপাদন
১২। ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কী?
ক. নগদ প্রাপ্তি জানা
খ. নগদ প্রদান জানা
গ. ব্যাংক উদ্বৃত্ত জানা
ঘ. গরমিলের কারণ জানা
১৩। হিসাববিজ্ঞান হলো—
i. একটি তথ্য ব্যবস্থা
ii. ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা
iii. আর্থিক অবস্থা পরিমাপ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
১৪। বাট্টা সাধারণত কত প্রকার হয়?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
১৫।
FASB-এর পূর্ণরূপ কী?
ক. Financial Accounting Standards Board
খ. Final Accounting Standard Board
গ. Fundamental Accounting Standard Board
ঘ. Financial Accounting Standard Bureau
১৬। রেওয়ামিলের ডেবিট পাশে দেখানো হয়—
ক. সকল সম্পদ ও আয়
খ. সকল সম্পদ ও ব্যয়
গ. সকল ব্যয় ও আয়
ঘ. সকল সম্পদ ও দায়
১৭। যদি কর্মচারীর বেতন পরিশোধ করা হয় তাহলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়ে?
ক. সম্পদ ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
খ. দায় ও মূলধন বৃদ্ধি পায়
গ. সম্পদ ও মালিকানা স্বত্ব হ্রাস পায়
ঘ. দায় ও মূলধন হ্রাস পায়
১৮। নগদান বইয়ে লেখা হয়—
ক. সকল নগদ প্রদান
খ. সকল নগদ প্রাপ্তি
গ. নগদ বিক্রয়
ঘ. নগদ প্রাপ্তি ও প্রদান
১৯। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় বিবেচনা করা হয়—
i. সম্পত্তির ক্রয়মূল্য
ii. সম্পত্তির বিক্রয়মূল্য
iii. সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
২০। আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ খ. ৪ গ. ৫ ঘ. ৬
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
একটি ব্যবসায় প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ টাকা, আন্তঃপরিবহন ১,০০০ টাকা, বহিঃপরিবহন ৫০০ টাকা, ক্রয় ৫০,০০০ টাকা, বিক্রয় ১,০০,০০০ টাকা, ভাড়া ১,৫০০ টাকা।
২১। মোট লাভের পরিমাণ কত?
ক. ৫০,০০০ টাকা খ. ৫৪,০০০ টাকা
গ. ৬০,০০০ টাকা ঘ. ৪৫,০০০ টাকা
২২। পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত?
ক. ১,০০০ টাকা খ. ২,০০০ টাকা
গ. ২,৫০০ টাকা ঘ. ১০,০০০ টাকা
২৩। ট্রেডমার্ক কোন ধরনের সম্পত্তি?
ক. স্থায়ী সম্পদ খ. চলতি সম্পদ
গ. অস্পর্শনীয় সম্পদ
ঘ. অলীক সম্পদ
২৪। হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী?
ক. হিসাব তথ্য সরবরাহ করা
খ. লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
গ. খরচসমূহ লিপিবদ্ধ করা
ঘ. লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা
২৫। ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি?
ক. ব্যাংক ঋণ খ. মূলধন
গ. পাওনাদার ঘ. ঋণপত্র
২৬। A = L + OE সমীকরণটিতে OE কী নির্দেশ করে?
ক. সম্পদ খ. মালিকানা স্বত্ব
গ. দায় ঘ. মুনাফা
২৭। নিচের কোনটি আর্থিক বিবরণীতে দেখানো হয় না?
ক. মূলধন সঞ্চিতি খ. বিশেষ সঞ্চিতি
গ. সাধারণ সঞ্চিতি ঘ. গোপন সঞ্চিতি
২৮। কার্যপত্র তৈরি করা হয় সাধারণত—
ক. খতিয়ান তৈরির পর
খ. রেওয়ামিল তৈরির পর
গ. আর্থিক বিবরণী তৈরির পূর্বে
ঘ. আর্থিক বিবরণী তৈরির পর
২৯। হিসাববিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. রেওয়ামিল ঘ. নগদান বই
৩০। মৌলিক হিসাব সমীকরণ হিসাববিজ্ঞানের কোন ধারণার উপর প্রতিষ্ঠিত?
ক. সত্তা ধারণা
খ. মিলকরণ ধারণা
গ. হিসাবকাল ধারণা
ঘ. চলমান ধারণা
উত্তর : ১. খ ২. ক ৩. খ ৪. খ ৫. ঘ ৬. খ
৭. ক ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. খ
২০. গ ২১. খ ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. ক।