তৃতীয় অধ্যায়
আমার শিক্ষায় ইন্টারনেট
বহু নির্বাচনী প্রশ্ন
১। এনিমেশন হলো এক ধরনের—
ক) অডিও খ) ছবি
গ) ভিডিও ঘ) গ্রাফিকস
২। শ্বেতপত্র কী ধরনের কনটেন্ট?
ক) টেক্সট খ) এনিমেটেড
গ) ছবি ঘ) ই-বুক
৩। নিচের কোনটি ডিজিটাল কনটেন্ট?
ক) হার্ড কপি খ) পেনড্রাইভ
গ) ডিস্ক ঘ) ছবি
৪।
ছবি কনটেন্ট এর অন্তর্ভুক্ত—
i. ইনফো-গ্রাফিকস ii. এনিমেটেড ছবি
iii. কার্টুন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। ডিজিটাল কনটেন্ট তৈরিতে ব্যবহৃত উপাদান হলো—
i. চিত্র ii. ভিডিও
iii. আকৃতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। নিচের কোনটি ভিডিও শেয়ারিং সাইট?
ক) ইউটিউব খ) বিং
গ) টুইটার ঘ) গুগল
৭। কোন ধরনের বইগুলোতে এনিমেশন সংযোজন করা যায়?
ক) হাতে লেখা বই খ) সহায়ক বই
গ) ইলেকট্রনিক বই ঘ) ছাপা বই
৮।
কিন্ডল ই-বুক রিডার কোন কম্পানির?
ক) অ্যাপল খ) অ্যামাজন
গ) গুগল ঘ) ডেল
৯। স্মার্ট ই-বুকে থাকে—
i. এনিমেশন ii. ভিডিও
iii. অডিও
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। ইন্টারনেট ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন?
ক) অবকাঠামো খ) ই-পাব
গ) ই-বুক ঘ) অ্যাপ
১১। স্মার্ট ই-বুককে কী বলা হয়?
ক) পিডিএফ খ) চৌকস ই-বুক
গ) এনিমেশন ঘ) প্লটার
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের
উত্তর দাও :
জামাল ই-বুক সম্পর্কে বই ও ইন্টারনেট থেকে জানল।
তার কাছে ই-বুক ব্যবহার সবচেয়ে সুবিধার মনে হলো।
১২। ছাপা বইয়ের মতো হুবহু বই জামাল কোন ফরম্যাটে পড়তে পারবে?
ক) doc খ) pdf
গ) book ঘ) html
১৩। উদ্দীপকের ই-বুকের বৈশিষ্ট্য—
i. এটি শুধু অনলাইনে পড়া যায়
ii. এটির কনটেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ
iii. এটিতে কুইজের ব্যবস্থা আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের জন্য কোন ভাষার দক্ষতা প্রয়োজন?
ক) বাংলা খ) আরবি
গ) ইংরেজি ঘ) ফার্সি
১৫।
ডিজিটাল কনটেন্টকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
ক) ৪ খ) ৩
গ) ২ ঘ) ৫
১৬। ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাদানকে কী বলা হয়?
ক) রিমোট লার্নিং খ) ডিজিটাল লার্নিং
গ) ডিটেল লার্নিং ঘ) ই-লার্নিং
১৭। ফ্রিল্যান্সের কাজ করার জন্য কোন ভাষায় ভালো
দক্ষতা প্রয়োজন?
ক) বাংলা খ) আরবি
গ) ইংরেজি ঘ) হিন্দি
১৮। তথ্য-প্রযুক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন উপকরণ হলো—
i. মোবাইল ii. কম্পিউটার
iii. প্রগ্রামিং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। কোনটির আকার দিন দিন ছোট হয়ে আসছে?
ক) ইলেকট্রনিক ডিভাইস খ) ডাটাবেইস
গ) ভিডিও ঘ) সফটওয়্যার
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের
উত্তর দাও :
বিশ্বখ্যাত অনেক কম্পানি আছে যারা দক্ষ
ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করে। তবে
ফ্রিল্যান্সারদের একটি নির্দিষ্ট ভাষায় পারদর্শী
হতে হয়।
২০। উদ্দীপকে কোন ভাষার কথা বলা হয়েছে?
ক) ইংরেজি খ) বাংলা
গ) হিন্দি ঘ) উর্দু
২১। উদ্দীপকে বলা হয়েছে এমন কম্পানি হলো—
i. ইনটেল ii. গুগল
iii. প্যাপল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। ফ্রিল্যান্সিং এর জন্য প্রয়োজন—
i. ধৈর্য ii. উন্নত নেটওয়ার্ক
iii. বাংলা দক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে?
ক) নেটওয়ার্কিং খ) প্রগ্রামিং
গ) গ্রাফিকস ডিজাইন ঘ) ওয়েব ডিজাইন
২৪। ভবিষ্যতে কিসের মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করা যাবে?
ক) গ্রাফিকস খ) প্রগ্রামিং
গ) টিভি ঘ) মোবাইল
২৫। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?
ক) স্মার্ট ফোন খ) টেলিভিশন
গ) ইন্টারনেট ঘ) কম্পিউটার
২৬। কম খরচে ব্যবহার করা যায়—
i. ট্যাবলেট ii. ল্যাপটপ
iii. স্মার্ট ফোন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৭। বর্তমানে শিক্ষণীয় অনেক বিষয় কোথায় পাওয়া
যায়?
ক) মোবাইলে খ) ফ্যাক্সে
গ) ইন্টারনেটে ঘ) টেলিফোনে
২৮। স্মার্টফোনকে শিক্ষার জন্য ব্যবহার করা কঠিন কেন?
ক) স্কিন ছোট খ) স্কিন বড়
গ) স্কিন মাঝারি ঘ) স্কিন পাতলা
২৯। আইবুক কোন যন্ত্রে ভালোভাবে পড়া যায়?
ক) ক্যালকুলেটর খ) প্রিন্টার
গ) আইপ্যাড ঘ) ই-মেইলে
৩০। পিসির বিকল্প হিসেবে কোন ডিভাইসটি ব্যবহার
করা যায়?
ক) প্রজেক্টর খ) স্মার্ট টিভি
গ) স্মার্ট ফোন ঘ) টেলিভিশন
উত্তর : ১. ঘ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. ক
৭. গ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. খ ১৩. গ
১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭. গ ২৮. গ ২৯. গ ৩০. গ।