তৃতীয় অধ্যায়
ব্যাংক সমন্বয় বিবরণী
বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্বপ্রকাশের পর]
৪৯। নগদান বই ও পাস বইয়ের গরমিলের কারণ নয় কোনটি?
ক) ইস্যুকৃত চেক উপস্থাপন না করা হলে
খ) ব্যাংকে জমাকৃত চেক আদায় না হলে
গ) ব্যাংক সুদ ও চার্জ হিসাব করা
ঘ) পাওনাদারকে প্রদত্ত চেক-ব্যাংক মর্যাদা করলে
৫০। আমানতকারী যখন ব্যাংকে টাকা জমা দেয়, তখন তার নগদান বইতে ব্যাংক ঘরকে কী করতে হবে?
ক) ক্রেডিট খ) ডেবিট
গ) অন্য হিসাবে স্থানান্তর ঘ) ব্যাখ্যা প্রদান
৫১। অনেক সময় মিলকরণ বিবরণীকে সহজতর
করার জন্য নগদান বইয়ের ব্যাংক কলাম সংশোধন
করা হয়।
এ প্রক্রিয়াটি হিসাববিজ্ঞানের ভাষায় কী
নামে পরিচিত?
ক) Reconsilation
খ) Cash book amendment method
গ) Paus book method
ঘ) Bank pass book
৫২। চলতি হিসাব থেকে সপ্তাহে কত দিন টাকা উত্তোলন করা যায়?
ক) ৫ দিন খ) ৩ দিন
গ) ২ দিন ঘ) যেকোনো দিন
৫৩। ব্যাংকে হিসাব খোলার পর ব্যাংক তার মক্কেলের হিসাব-নিকাশ কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের জন্য একটি বই সরবরাহ করে। এটিকে কী বলে?
ক) চেক বই খ) নগদান বই
গ) পাস বই ঘ) রসিদ বই
৫৪।
আমানতকারী কর্তৃক দাখিলা দেওয়ার আবশ্যকতার
ব্যতিক্রম কোনটি?
ক) প্রাপ্য নোটের অর্থ আদায়
খ) ব্যাংকের ভুলসমূহ
গ) অপর্যাপ্ত তহবিল (NSF) চেক ঘ) প্রদেয় নোটের অর্থ পরিশোধ
৫৫। ব্যাংক সমন্বয় বিবরণীতে যে দফার জন্য আমানতকারীকে সমন্বয় দাখিলা দিতে হয়, সেটি কোনটি?
ক) বকেয়া চেকসমূহ
খ) ট্রানজিটে জমাসমূহ
গ) ব্যাংকের ভুলসমূহ
ঘ) ব্যাংক সার্ভিস চার্জ
৫৬। বাহকের চেকের টাকা ব্যাংক থেকে তুলতে পারে
ক) শুধুমাত্র আমানতকারী
খ) শুধুমাত্র চেকে উল্লিখিত ব্যক্তি বা প্রতিষ্ঠান
গ) ব্যাংক কাউন্টারে উপস্থিত যেকোনো সুস্থ ব্যক্তি
ঘ) যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি
৫৭। ব্যাংক পাস বই আমানতকারীর ব্যাংক হিসাবের একটি
ক) দলিল খ) চুক্তি
গ) প্রতিচ্ছবি ঘ) বিবরণী
৫৮।
ব্যাংক সমন্বয় বিবরণীতে ট্রানজিটে জমাসমূহ (Deposits in Transit) কী করতে হয়?
ক) ব্যাংকের বইয়ের জের থেকে বাদ
খ) আমানতকারীর বইয়ের জেরের সঙ্গে যোগ
গ) আমানতকারীর বইয়ের জের থেকে বাদ
ঘ) ব্যাংকের বইয়ের জেরের সঙ্গে যোগ
৫৯। ব্যাংক মিলকরণ বিবরণীতে অপরিশোধিত চেকগুলোতে সাধারণত কিভাবে হিসাবে লেখা হয়?
ক) আমানতকারীর বইয়ের জের থেকে বিয়োগ করে
খ) ব্যাংক জের থেকে বিয়োগ করে
গ) আমানতকারীর বইয়ের জেরের সঙ্গে যোগ করে
ঘ) ব্যাংক জেরের সঙ্গে যোগ করে
৬০। নগদান বইয়ের Debit Balance বলতে কী বোঝায়?
ক) ব্যাংক জমার পরিমাণ
খ) ব্যাংক কর্তৃক খরচের পরিমাণ
গ) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত
ঘ) প্রতিষ্ঠানের যাবতীয় দেনার পরিমাণ
উত্তর : ৪৯. ঘ ৫০. খ ৫১. খ ৫২. ঘ ৫৩. গ ৫৪. খ ৫৫. ঘ ৫৬. গ ৫৭. গ ৫৮. ঘ ৫৯. খ ৬০. গ।