ঢাকা, শুক্রবার ০৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

ঢাকা, শুক্রবার ০৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

  • সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ
শেয়ার
পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

একাদশ অধ্যায়

আবহাওয়া ও জলবায়ু

সংক্ষিপ্ত প্রশ্ন

১।          আবহাওয়া কী?

  উত্তর : আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক

  অবস্থা।

২। আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করে তুমি করো এমন দুটি কাজ সম্পর্কে লেখ।

  উত্তর : আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করে আমি নিচের কাজ দুটি করি

  i. কোন দিন কোন কাপড় পরব তা নির্ধারণ করি;

  ii. ছুটির দিন কী করব তা ঠিক করে থাকি।

৩। জলবায়ু কাকে বলে?

  উত্তর : কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড়।

৪। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে একটি পার্থক্য লেখ।

  উত্তর : আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা।

৫। আবহাওয়া ও জলবায়ুর মধ্যকার একটি সম্পর্ক লেখ।

  উত্তর : আবহাওয়া ও জলবায়ুর মধ্যকার একটি সম্পর্ক হলোআবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো একই।

৬। বাংলাদেশে বর্ষা কখন শুরু ও শেষ হয়?

  উত্তর : বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি (আষাঢ়ের শুরু) এবং শেষ হয় আগস্ট (শ্রাবণ-ভাদ্র) মাসে।

৭। বাংলাদেশে কখন বর্ষা শুরু হয়, তা তুমি কিভাবে   জানতে পারো?

  উত্তর : বাংলাদেশে বর্ষা শুরু হওয়ার সম্ভাব্য সময়টি আমি জলবায়ুর ধারণা থেকে জানতে পারি।

৮। বায়ুচাপ কী?

  উত্তর :বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করে তা-ই বায়ুচাপ।

৯। বায়ু কিভাবে প্রবাহিত হয়?

  উত্তর : বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়।

১০। কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়?

  উত্তর :দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। এই উষ্ণ বায়ু আরো উষ্ণ ও হালকা হয়ে ওপরে উঠে যায়। ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়।

১১। কখন স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠাণ্ডা থাকে?

  উত্তর : রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠাণ্ডা থাকে।

১২। বাংলাদেশে কখন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়?

  উত্তর : বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়।

১৩। বাংলাদেশে কখন উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়?

  উত্তর : বাংলাদেশে শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।

১৪। কোন সময় বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে?

  উত্তর :জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে।

১৫। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ কিভাবে সৃষ্টি হয়?

  উত্তর :স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার বিপরীত অবস্থাই বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে।

১৬। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলোর নাম লেখ।

  উত্তর :আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলোতাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ।

১৭। আর্দ্রতা কী?

  উত্তর :আর্দ্রতা হলো বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ।

১৮। কোন সময় বাংলাদেশে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে?

  উত্তর :বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে।

১৯।শীতকালে মৌসুমি বায়ু কোন দিক থেকে আসে?

  উত্তর : শীতকালে মৌসুমি বায়ু উত্তর-পূর্ব দিক থেকে আসে।

২০। বিরূপ আবহাওয়া কী?

  উত্তর : আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন আমরা তাকে বিরূপ আবহাওয়া বলি।

২১। বিরূপ আবহাওয়ার দুটি ক্ষতিকর প্রভাব লেখ।

  উত্তর : বিরূপ আবহাওয়ার দুটি ক্ষতিকর প্রভাব হলো

  i. মানুষের সম্পদের ক্ষতি হয়

  ii. অনেক সময় জীবনহানি ঘটে

২২। তাপদাহ কী?

  উত্তর : অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাই হলো তাপদাহ।

মন্তব্য

সম্পর্কিত খবর

অষ্টম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
অষ্টম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
কম্পিউটার নেটওয়ার্ক। ছবি : সংগৃহীত

তৃতীয় অধ্যায় : কম্পিউটার নেটওয়ার্ক

বহু নির্বাচনী প্রশ্ন

১।        বিনা অনুমতিতে অন্যের নেটওয়ার্কে প্রবেশ করে তথ্য নষ্ট করে দেয় কে?

  ক. প্রোগ্রামার      খ. ক্রাকার

  গ. হ্যাকার           ঘ. ফিসার

২।        কম্পিউটারে কত ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়?

  ক. ৫       খ. ৩

  গ. ২       ঘ. ১

৩।        পাসওয়ার্ড বের করার জন্য ব্যবহার করা হয়

  i. বিশেষ রোবট    ii. বিশেষ সার্ভার

  iii. বিশেষ কম্পিউটার

  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. iiii           

  গ. iiiii           ঘ. i, iiiii

৪।

       ক্যাপচা মূলত কী?

  ক. নিরাপত্তাব্যবস্থা     
খ. রোবট
গ. কম্পিউটার          
ঘ. পাসওয়ার্ড

৫।        ২০০০ সালে কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হয়েছিল?

  ক. রিং          খ. অ্যাপল

  গ. মাইক্রোসফট         ঘ. ই-বে

৬।        রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রযুক্তি?

  ক. মোবাইল প্রযুক্তি  খ. তারবিহীন প্রযুক্তি

  গ. রেডিও  প্রযুক্তি ঘ. তথ্য-প্রযুক্তি

৭।        বড় বড় তথ্যভাণ্ডারগুলোকে কী বলা হয়?

  ক. কল সেন্টার     খ. ডেটা প্রসেস

  গ. ডেটা সেন্টার        ঘ. ফায়ারওয়াল

৮।

       একটা বিশেষ লেখা পড়ে সেটি টাইপ করতে পারে

i. রোবট    ii. মানুষ

  iii. কম্পিউটার

  নিচের কোনটি সঠিক?

  ক. i            খ. ii           

  গ. iiiii       ঘ. i, iiiii

৯।        কোনটি অচল হয়ে গেলে সারা বিশ্বে বিপর্যয় নেমে আসবে?

  ক. নেটওয়ার্ক  খ. রেডিও

  গ. টেলিভিশন     ঘ. রোবট

১০।       ওয়েবসাইট দেখার সফটওয়্যার কোনটি?

  ক. গুগল ক্রোম     খ. মাইএসকুয়েল

  গ. এসএস ওয়ার্ড    ঘ. ডেটাবেইস

১১।       ছদ্মবেশ ধারণ করে কোনটি?

  ক. কম্পিউটার ভাইরাস   
খ. কম্পিউটার ওয়ার্ম

  গ. ম্যালওয়্যার             
ঘ. ট্রোজান হর্স

১২।

      কম্পিউটার ভাইরাস বহনকারী মাধ্যম নিচের কোনটি?

  ক. ক্যাবল খ. নেটওয়ার্ক

  গ. পেনড্রাইভ          ঘ. মডেম

  নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  আয়েশা তার কম্পিউটার ব্যবহার করার সময় দেখল যে বারবার হ্যাং হয়ে যাচ্ছে। তখন সে হ্যাং বন্ধ করার জন্য এক ধরনের প্রোগ্রাম ব্যবহার করল।

১৩।       উদ্দীপকে আয়েশার কম্পিউটার কী দ্বারা আক্রান্ত?

  ক. ডেটাবেইস সফটওয়্যার      
খ. মাল্টিমিডিয়া গ. ফায়ারওয়াল                  ঘ. ভাইরাস

১৪।       আয়েশার কম্পিউটারের সমস্যা দূর করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা প্রয়োজন

  i. কম্পিউটার ফায়ারওয়াল   

  ii. কম্পিউটার ওয়ার্ম

  iii. অ্যান্টি-ভাইরাস 

  নিচের কোনটি সঠিক?

  ক. iii        খ. iiii           

  গ. iiiii           ঘ. i, iiiii

১৫।

      কম্পিউটার ভাইরাসের জন্য দৃশ্যমান ক্ষতি হলো

  i. গতি কমে যাওয়া   

  ii. হ্যাং হয়ে যাওয়া

  iii. ঘন ঘন রিবুট হওয়া  

  নিচের কোনটি সঠিক?

  ক. iii       খ. iiii           

  গ. iiiii       ঘ. i, iiiii

১৬।       জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার কোনটি?

  ক. প্যান্ডা        খ. পিংপিং

  গ. নিমডা        ঘ. ভিয়েনা

১৭।       কম্পিউটার ভাইরাস হলো

  i. রিপার     ii. ডাপরোসি ওয়ার্ম

  iii. কোড রেড ওয়ার্ম

  নিচের কোনটি সঠিক?

  ক. iii        খ. iiii           

  গ. iiiii           ঘ. i, iiiii

১৮।       যেকোনো ওয়েবসাইট লগ-ইন করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

  ক. সার্চ ইঞ্জিন     খ. পাসওয়ার্ড

  গ. ব্লগ   ঘ. রোবট

১৯।       বেশির ভাগ ব্যক্তি তার স্বতন্ত্র সত্তা প্রকাশ করে কোথায়?

  ক. সামাজিক যোগাযোগ মাধ্যমে   
খ. ব্লগ  
গ. ওয়েবসাইট                      
ঘ. ওপরের সব কটি

 

    উত্তর : ১. গ ২. গ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. খ  ৮. খ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ  ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ঘ।

 

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র

    আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা
শেয়ার
নবম ও দশম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র

সমাস

  পরস্পর অর্থ সংগতিবিশিষ্ট দুই কিংবা বহু পদকে নিয়ে একটি পদ করার নাম সমাস। যেমন : সিংহ চিহ্নিত আসন = সিংহাসন। এখানে সিংহ পূর্বপদ, আসন পরপদ, সিংহাসন সমস্তপদ বা সমাসবদ্ধ পদ, সিংহ চিহ্নিত আসন হচ্ছে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। আর সমস্যমান পদ হচ্ছে
সিংহ, চিহ্নিত, আসন।

সমাস সমাসের শ্রেণিবিভাগ নিয়ে ব্যাকরণবিদদের মধ্যে মতভেদ রয়েছে।

 

  দ্বন্দ্ব সমাস চেনার উপায়
ব্যাসবাক্যে সাধারণত থাকবে। উভয় পদের কিংবা প্রত্যেকটা পদের অর্থ প্রাধান্য পাবে।

 

  গঠন

  সমজাতীয় পদ + ও + সমজাতীয় পদ।

  [এখানে সমজাতীয় পদ মানে পূর্বপদ (প্রথমটি) বিশেষ্য পদ হলে পরপদও (শেষেরটি) বিশেষ্য পদ; অনুরূপভাবে ব্যাসবাক্যের পূর্বপদ বিশেষণ, সর্বনাম কিংবা ক্রিয়া হলে যথাক্রমে পরপদ বা উত্তরপদটিও বিশেষণ, সর্বনাম কিংবা ক্রিয়া পদ হবে।]

 

  উদাহরণ : ভাই + ও + বোন = ভাই-বোন

                            

            (বিশেষ্য)     (বিশেষ্য)

          ভালো + ও + মন্দ = ভালো-মন্দ

                  

  (বিশেষণ)   (বিশেষণ)

          যা +  ও +  তা = যা-তা

               

  (সর্বনাম)  (সর্বনাম)

  হেসে + ও  + খেলে = হেসে-খেলে

                       

  (ক্রিয়া)       (ক্রিয়া)

 

 দ্বন্দ্ব সমাসের সমস্তপদে সাধারণত হাইফেন (-) চিহ্ন ব্যবহৃত হয়; কিন্তু কখনো কখনো হাইফেন ব্যবহৃত হয় না।

  উদাহরণ : জায়া (স্ত্রী) ও পতি (স্বামী) = জায়া-পতি; জায়া ও পতি = দম্পতি, তুমি ও সে = তোমরা

 

বিরোধার্থক দ্বন্দ্ব চেনার সহজ উপায় হচ্ছে সাধারণত বাগধারার ঘোর শত্রুতা অর্থে ব্যবহৃত হবে।
যেমন
অহি (বেজি) ও নকুল (সাপ) = অহি-নকুল  সাপে ও নেউলে (বেজি) = সাপে-নেউলে
দা ও কুমড়া = দা-কুমড়া

  কর্মধারয় সমাস চেনার উপায়
বিশেষ্য কিংবা বিশেষণ পদের ভাবাপন্ন পদের পরপদের অর্থ প্রাধান্য পাবে।

  ব্যাসবাক্যের মাঝে যে থাকবে। যেমন :

  রাঙা যে মাটি = রাঙামাটি।

 
গঠন

       ব্যাসবাক্যে যা + বিশেষণ + তাই + বিশেষণ

 
উদাহরণ 

যা + টক + তাই + ঝাল = টকঝাল।

                        

      (বিশেষণ)      (বিশেষণ)

 

ব্যাসবাক্যে যিনি + বিশেষ্য + তিনিই + বিশেষ্য
 

  উদাহরণ
যিনি + মৌলভী (বিশেষ্য) + তিনিই + সাহেব (বিশেষ্য) = মৌলভীসাহেব

 

       ব্যাসবাক্যের মধ্যপদ (চিহ্নিত, মিশ্রিত, আশ্রিত, বিষয়ক, সূচক, রক্ষার্থে) সমস্তপদে লোপ পেলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে।

 
উদাহরণ
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন

                              

      (মধ্যপদ) (সমস্তপদ)

  ওপরের ব্যাসবাক্যের মধ্যপদ চিহ্নিত সমস্তপদে এসে লোপ পেয়েছে।

 

ব্যাসবাক্যে বিশেষ্য + ন্যায় + বিশেষণ থাকলে উপমান কর্মধারয় সমাস হবে। (সাধারণ গুণ ১০০% মিলে যাবে।)


উদাহরণ
তুষারের + ন্যায় + শীতল = তুষারশীতল

           

          (বিশেষ্য)          (বিশেষণ)
 

ব্যাসবাক্যে বিশেষ্য + বিশেষ্য + ন্যায় থাকলে

  উপমিত কর্মধারয় সমাস হবে। (সাধারণ গুণ ১০০% মিল হবে না।)


উদাহরণ : মুখ  + চন্দ্রের + ন্যায় = মুখচন্দ্র

                           

                (বিশেষ্য)(বিশেষ্য)

 

ব্যাসবাক্যের মধ্যে রূপ কথাটি থাকলে রূপক (উপমিত কর্মধারয় সমাসের মতো
রূপক কর্মধারয় কর্মধারয় সমাস হবে। এখানে সাধারণ গুণ ১০০% মিল হবে না, শুধু অভেদ কল্পনা করা হয় এবং ব্যাসবাক্যে রূপ শব্দটি ব্যবহার করা হয়।)


উদাহরণ
বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু

মন্তব্য

এইচএসসির প্রস্তুতি : সমাজকর্ম দ্বিতীয় পত্র

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : সমাজকর্ম দ্বিতীয় পত্র
কলেজের পাঠাগারে শিক্ষার্থী। ছবি : কালের কণ্ঠ

মডেল প্রশ্ন

বহু নির্বাচনী প্রশ্ন

১।        মৌলিক চাহিদা সম্পর্কিত

  i. সামাজিক বিকাশের সঙ্গে

  ii. দেহের বিকাশের সঙ্গে

  iii. দেহের বিকাশের সঙ্গে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii        খ. iiii    

  গ. iiiii          ঘ. i, iiiii

২।        সামাজিক জীব হিসেবে বেঁচে থাকার জন্য মানুষকে কী পূরণ করতে হয়?

  ক. খাদ্যাভাব      খ. সামাজিক চাহিদা

  গ. শিক্ষা         ঘ. বহুমুখী চাহিদা

৩।        বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে, কারণ

  ক. শিল্পপ্রতিষ্ঠান বৃদ্ধি
খ. কৃষিজমি হ্রাস

  গ. জনসংখ্যা বৃদ্ধি  
ঘ. খাদ্য চাহিদা বৃদ্ধি

৪।

       সৃজনশীল কাজ ও গঠনমূলক চিন্তার খোরাক জোগায়

  i. অর্থনৈতিক লাভ  
ii. চিত্তবিনোদন

  iii. নির্মল আনন্দ

  নিচের কোনটি সঠিক?

  ক. iii       খ. iiii    

  গ. iiiii           ঘ. i, iiiii

৫।        নিচের কোনটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উদাহরণ?

  ক. প্রবীণ ভাতা     খ. পেনশন

  গ. কল্যাণ ভাতা        ঘ. বাড়ি ভাড়া

৬।        জাতিসংঘের মতে, প্রবীণদের বয়স

  ক. ৫০ বছরের ঊর্ধ্বে           
খ. ৫৫ বছরের ঊর্ধ্বে

  গ. ৬০ বছরের ঊর্ধ্বে     
ঘ. ৬৫ বছরের ঊর্ধ্বে

৭।        বার্ধক্যের আঘাত কিরূপ?

  ক. গ্রামে বেশি     খ. শহরে বেশি

  গ. সর্বজনীন          ঘ. উন্নত দেশে বেশি

৮।

       পারিবারিকভাবে প্রবীণদের নিরাপত্তা প্রদান কোন ধরনের ঐতিহ্য?

  ক. রাজনৈতিক     খ. সামাজিক 

  গ. ধর্মীয়            ঘ. অর্থনৈতিক

৯।        অনেক সময় প্রবীণরা কোন কারণে সমস্যার সৃষ্টি করে?

  ক. কম জ্ঞানের কারণে          
খ. বেশি জানার কারণে

  গ. মূল্যবোধের কারণে          
ঘ. বয়সের সমস্যার কারণে

১০।       বিদ্যালয় সমাজকর্ম শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর বাধা দূর করার জন্য কাজ করে

  i. স্কুলসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে

  ii. স্কুল কর্মকর্তার সঙ্গে

  iii. শিক্ষার্থীর বন্ধুর সঙ্গে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii       খ. iiii    

  গ. iiiii           ঘ. i, iiiii

১১।       অটিজম কী?

  ক. শারীরিক সমস্যা           
খ. স্নায়বিক সমস্যা

  গ. নিউরনজনিত প্রতিবন্ধকতা    
ঘ. মানসিক প্রতিবন্ধকতা

  উদ্দীপকের আলোকে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  ইরা শাক-সবজি ও ফলমূল খেতে পছন্দ করে না।

সে প্রতিদিন ভাত, রুটি, আলুভাজা ও ডাল খায়। ধীরে ধীরে তার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে থাকে।

১২।       ইরা কোন ধরনের অপুষ্টির শিকার?

  ক. তাপ শক্তির অপুষ্টি          
খ. জৈব রাসায়নিক অপুষ্টি

  গ. শর্করাজনিত অপুষ্টি          
ঘ. খাদ্য উপাদানের অভাবজনিত অপুষ্টি

১৩।       ইরাকে সুস্থ রাখতে প্রয়োজন

  i. খাদ্যাভাস পরিবর্তন

  ii. সুষম খাদ্য iii. পানি

  নিচের কোনটি সঠিক?

  ক. iii        খ. iiii    

  গ. iiiii       ঘ. i, iiiii

১৪।

      মাদকাসক্তির মতো সামাজিক সমস্যার উৎপত্তি কোথায়?

  ক. ভারতীয় উপমহাদেশে          
খ. পাশ্চাত্যে

  গ. প্রাচ্যে    ঘ. দক্ষিণ আমেরিকায়

১৫।       আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কত তারিখে?

  ক. ১২ জুন       খ. ১৫ জুন

  গ. ১৬ জুন                ঘ. ২০ জুন

১৬।       পরিবার গঠনের মূল ভিত্তি কী?

  ক. এজেন্সি      খ. সংগঠন

  গ. বিবাহ            ঘ. সমাজ

১৭।       প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কোনটি?

  ক. আনুষ্ঠানিক সংগঠন       
খ. পরিচালনা বোর্ড

  গ. সেবা প্রদান     ঘ. সর্বজনীনতা

১৮।       মানুষের সহজাত প্রবৃত্তি কোনটি?

  ক. সংঘবদ্ধতা      খ. পরনির্ভরতা

  গ. স্বনির্ভরতা      ঘ. লোভ

১৯। সামাজিক সমস্যা নিরূপণে কাজ করে থাকে

  i. সামাজিক ফোরাম

  ii. সামাজিক সংস্থা

  iii. সামাজিক প্রতিষ্ঠান

  নিচের কোনটি সঠিক?

  ক. iii       খ. iiii    

  গ. iiiii       ঘ. i, iiiii

২০।       সমাজ ও মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে সাথে কোনটির পরিবর্তন হয়?

  ক. মৌলিক চাহিদা   খ. ধর্মীয় বিধি-বিধান

  গ. সামাজিক সমস্যা ঘ. সামাজিক প্রতিষ্ঠান

২১।       কোন আইনটি নিরাপত্তা সেফগার্ড হিসেবে পরিচিত?

  ক. কিশোর অপরাধ আইন       
খ. জমি আইন

  গ. মুসলিম পারিবারিক আইন     
ঘ. শিশু আইন

২২। মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব

  i. সমাজের উন্নয়ন ব্যাহত হয় 

  ii. অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়

  iii. মাদকাসক্ত ব্যক্তি সমাজের কাছে হেয় হয়

  নিচের কোনটি সঠিক?

  ক. iii        খ. iiii    

  গ. iiiii          ঘ. i, iiiii

২৩।       সতীদাহ প্রথা বিলোপ আইন প্রণীত হয় কত সালে?

  ক. ১৯২৯        খ. ১৮২৯

  গ. ১৯১৯             ঘ. ১৮১৯

২৪।       বাংলাদেশে যৌতুক আইন-১৯৮০ অনুসারে প্রতিটি অপরাধ

  ক. জামিনযোগ্য     খ. জামিন অযোগ্য

  গ. শাস্তিযোগ্য  ঘ. ফাঁসির যোগ্য

২৫।       মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় কত সালে?

  ক. ১৮৬১        খ. ১৯৬২

  গ. ১৯৬১        ঘ. ১৯৬৬

২৬।       কিসের দুর্বলতার কারণে বেকারত্ব বৃদ্ধি পায়?

  ক. ধর্মীয় রীতি     খ. শিক্ষাব্যবস্থা

  গ. রাজনৈতিক ব্যবস্থা      
ঘ. যাতায়াত সমস্যা

২৭।       নির্ভরশীল জনসংখ্যাকে কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়?

  ক. বয়স         খ. শিক্ষাগত যোগ্যতা

  গ. কর্মদক্ষতা          ঘ. শারীরিক শক্তি

২৮। কিসের ভিত্তিতে একটি দেশের সামগ্রিক বিষয় প্রস্ফুটিত হয়?

  ক. শিক্ষা         খ. রাজনীতি

  গ. মাতৃমৃত্যুর হার   ঘ. সংস্কৃতি

২৯।       একটি সমাজের জন্য অনাকাঙ্ক্ষিত বিষয়

  i. বিশৃঙ্খলা
ii. অশান্তি   
iii. উন্নয়ন

  নিচের কোনটি সঠিক?

  ক. iii            খ. iiii    

  গ. iiiii           ঘ. i, iiiii

 

  উত্তর : ১. গ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. খ  ২৭. ক ২৮. খ ২৯. ক।

 

 

মন্তব্য

সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    শিকদার মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজ, নেছারাবাদ (স্বরূপকাঠি), পিরোজপুর
শেয়ার
সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সপ্তম অধ্যায় : বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

১৫।   জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে কোনটি বৃদ্ধির প্রত্যক্ষ সম্পর্ক আছে?

   ক. খাদ্য উৎপাদন  
খ. আবাসন সংকট

   গ. শিল্পোন্নতি  
ঘ. বৈদেশিক বিনিয়োগ

১৬।   ২০১৭ সালের ১ জুলাই বাংলাদেশের জনসংখ্যা কত প্রাক্কলন করা হয়েছিল?

   ক. ১৬ কোটি ২৭ লক্ষ

   খ. ১৬ কোটি ৪৭ লক্ষ

   গ. ১৬ কোটি ৫১ লক্ষ

   ঘ. ১৬ কোটি ৩৬ লক্ষ ৫০ হাজার

১৭।   ১৯৯১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত কোটি ছিল?

   ক. ৭.৬৪   খ. ৯.৮১

   গ. ১১.১৫   ঘ. ১৩.৩৪

১৮।

   কোনটি জনসংখ্যা বৃদ্ধির প্রাকৃতিক কারণ নয়?

   ক. উচ্চ জন্মহার  
খ. নিম্ন মৃত্যুহার

   গ. বাল্যবিবাহ  
ঘ. উষ্ণ জলবায়ু

১৯।   শহরের বস্তি এলাকায় বসবাসের প্রধান সমস্যা কী?

   ক. ভালো শিক্ষাব্যবস্থা

   খ. স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব

   গ. পর্যাপ্ত কর্মসংস্থান

   ঘ. বিশুদ্ধ পানির অভাব

২০।   ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পুরুষের চেয়ে নারীর সংখ্যা কম ছিল কোন বয়সে?

   ক. ০-৪ বছর   খ. ১৫-৪৯ বছর

   গ. ৫০+ বছর   ঘ. কোনটিই নয়

   নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   রাহুল সাহেবের দেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণে প্রাকৃতিক সম্পদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। বনভূমি উজাড় হচ্ছে, নদী দূষিত হচ্ছে এবং জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে।

এর ফলে দেশের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে।

২১।   উদ্দীপকে উল্লিখিত সমস্যার মূল কারণ কোনটি?

   ক. শিল্পায়ন

   খ. অপরিকল্পিত নগরায়ণ

   গ. দ্রুত জনসংখ্যা বৃদ্ধি

   ঘ. প্রাকৃতিক দুর্যোগ

২২। উদ্দীপকে বর্ণিত সমস্যার ফলে কোন ক্ষেত্রগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে?

   i. পরিবেশ  
ii. জীববৈচিত্র্য

   iii. অর্থনৈতিক উন্নয়ন

   ক. i ও ii   খ. i ও iii

   গ. ii ও iii   ঘ. i, ii ও iii

২৩।

   একটি দেশের জনসংখ্যাকে ওই দেশের কিসের সাথে তুলনা করা হয়?

   ক. সম্পদ   খ. দারিদ্র্য

   গ. দুর্বলতা  
ঘ. ক্ষমতা

২৪।   কোন সাল থেকে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়?

   ক. ১৯৫৬   খ. ১৯৬০

   গ. ১৯৭৪   ঘ. ১৯৮০

 

   উত্তর : ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. গ ১৯. খ
২০. ক ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. গ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ