সারাংশ
১। রুপার চামচ মুখে নিয়ে জন্মায় আর ক’টি লোক....বৈরাগ্যের স্থান নাই।
সারাংশ : পৃথিবীতে উন্নত জীবন যাপনের নিশ্চয়তা নিয়ে জন্মানো ব্যক্তির সংখ্যা নগণ্য। অধিকাংশ ব্যক্তিই চরম প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে সফল হয়েছেন।
সারাংশ
১। রুপার চামচ মুখে নিয়ে জন্মায় আর ক’টি লোক....বৈরাগ্যের স্থান নাই।
সারাংশ : পৃথিবীতে উন্নত জীবন যাপনের নিশ্চয়তা নিয়ে জন্মানো ব্যক্তির সংখ্যা নগণ্য। অধিকাংশ ব্যক্তিই চরম প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে সফল হয়েছেন।
২। সত্য ওজন দরে বা গজের মাপে...তাঁহারাই সজীব; তাঁহারাই দীপ্যমান।
সারাংশ : আকার বা পরিমাণগত বিচার সর্বক্ষেত্রেই হয় না। সত্য সুন্দর, তা অল্প হলেও তার ক্ষমতা ও ব্যাপ্তি বিশাল। আবার পর্বতপ্রমাণ খড়-বিচালি সামান্য অগ্নস্ফুিলিঙ্গের চেয়ে শক্তিশালী নয়। অনুরূপভাবে সমাজে যারা সত্যের আলো বিলিয়ে যাচ্ছে, নগণ্য হলেও তারাই দিশারি।
৩। বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই...
সারাংশ : আমাদের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নিরস এবং এই শিক্ষার সঙ্গে আনন্দের কোনো সংযোগ নেই। খাদ্য হজম করার জন্য যেমন বাতাস সেবন প্রয়োজন, তেমনি পাঠ্যপুস্তকে গভীর মনোনিবেশের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হলে তার সঙ্গে আনন্দ থাকা বাঞ্ছনীয়। আনন্দের সঙ্গে শিক্ষালাভ করলে মানুষের জ্ঞান ও চিন্তাশক্তি স্বাভাবিক নিয়মে বিকশিত হয়।
৪।
সারাংশ : বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষকে নির্বাচন করা যায় না। বরং মানুষকে নির্বাচন করতে হয় সুন্দর স্বভাব দেখে। স্বভাবের সৌন্দর্যকে সবাই ভালোবাসে। স্বভাব গঠন সাধনার ব্যাপার। আর এ সাধনা উপাসনারই নামান্তর।
৫। মাতৃস্নেহের তুলনা নাই। কিন্তু অতি স্নেহ...
সারাংশ : মাতৃস্নেহ অতুলনীয় হলেও তার মাত্রাতিরিক্ত প্রশ্রয়ে সন্তান পরনির্ভরশীল ও আত্মশক্তিহীন হয়ে পড়ে। ফলে তা মনুষ্যত্ব বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। অন্ধ মাতৃস্নেহ শেষ পর্যন্ত সন্তানের অমঙ্গলের কারণ হয়ে উঠতে পারে।
৬। ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো জ্ঞানীর কাজ।...
সারাংশ : ভবিষ্যতের চিন্তা করা জ্ঞানীর কাজ। অতীত গত হয়েছে আর বর্তমান ক্ষণস্থায়ী। কাজেই অতীতচারী হওয়া যেমন উচিত নয়, তেমনি বর্তমানকে আঁকড়ে থাকাও অর্থহীন। ভবিষ্যৎ ও ভবিষ্যতের কর্মপন্থা সম্পর্কে চিন্তা-ভাবনাই আসল জ্ঞানীর কাজ।
৭। অতীতকে ভুলে যাও...দৈনিক জীবন নিয়ে বাঁচতে।
সারাংশ : মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান হলো বর্তমান সময়। অতীত এবং ভবিষ্যতের বোঝা বর্তমানকে শক্তিহীন, দুশ্চিন্তাগ্রস্ত ও স্নায়বিকভাবে দুর্বল করে ফেলে। বর্তমানের মধ্যেই রয়েছে মানুষের মুক্তি ও শক্তি। তাই অতীত ও ভবিষ্যতের কথা বাদ দিয়ে মানুষকে বর্তমান নিয়েই চিন্তা-ভাবনা করা উচিত।
৮। কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? মহৎ আকাঙ্ক্ষা।...মানুষকে তার অন্তরের পাখা মেলতে শিখতে হবে।...
সারাংশ : আত্মলোকে আনন্দ সঞ্চার করাই হলো শিক্ষার একমাত্র উদ্দেশ্য। জীবিকা অর্জনের প্রয়োজনে অর্জিত শিক্ষা অসম্পূর্ণ। আত্মস্বার্থের চিন্তা না করে মানুষ হয়ে ওঠার সাধনার কথা মনে জাগ্রত করার নামই শিক্ষা—এই কাঙ্ক্ষিত লক্ষ্যই হলো শিক্ষাজীবনের পাথেয়।
৯। কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে তাদের সব বই ধ্বংস করো এবং সব পণ্ডিতকে হত্যা...
সারাংশ : লেখক ও পণ্ডিত ব্যক্তিরাই দেশ ও জাতির পথপ্রদর্শক। কোনো সভ্য জাতির সাহিত্য ধ্বংসের মাধ্যমে জাতিকে নিশ্চিহ্ন করা সম্ভব। জাতির পথনির্দেশনা এই সাহিত্যে বিদ্যমান। তাই জাতির অগ্রগতিকে আরো গতিশীল করার জন্য সাহিত্যের মাধ্যমে জাতির মনে অনুপ্রেরণা দিতে হবে।
১০। নীরব ভাষার বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়...
সারাংশ : বৃক্ষলতা প্রাকৃতিক নিয়মেই বিকাশ লাভ করে। এ বৃদ্ধিতে তার নিজস্ব কোনো ভূমিকা নেই। কিন্তু মানুষের বিকাশ দৈহিকতার সঙ্গে সঙ্গে আত্মিকও। সুখ-দুঃখ বেদনাবোধের মধ্য দিয়েই তার নিকষিত চৈতন্য আত্মারূপ লাভ করে।
১১। মানুষের মূল্য কোথায়?...চরিত্র মানে এই।
সারাংশ : মানবজীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র। চরিত্র বলে বলীয়ান ব্যক্তিরাই অন্যের শ্রদ্ধালাভ করে থাকেন। জগতের সকল মহাপুরুষের গৌরবের মূলে রয়েছে চরিত্রের মহিমাময় শক্তি। চরিত্রবান বলতে সত্যবাদী, বিনয়ী, ন্যায়নিষ্ঠ, জ্ঞানবান, পরদুঃখকাতর, স্বাধীনতাপ্রিয় ব্যক্তিকেই বোঝায়।
১২। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের...কোনো সন্দেহ থাকে না।
সারাংশ : মানুষ বর্তমানে অর্থের নেশায় যতই ধাবিত হচ্ছে, প্রকারান্তরে ততই সে আত্মহনন করে চলেছে। এ পথে এসে পেছনে ফেরার পথ নেই। তাই এখনই এ মরণ নেশা হতে নিজেকে সংযত করা দরকার।
১৩। প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত...দিগন্ত উন্মোচিত হবে না।
সারাংশ : শিক্ষা অর্জনের ইচ্ছা না থাকলে তা কখনো একজন মানুষকে আত্মিক উন্নতি দান করে না। শিক্ষা আত্মস্থ করার বিষয়, মুখস্থ করার নয়। জ্ঞানচর্চার সুযোগবিহীন শিক্ষার্থী দেশ ও সমাজের কাছে বোঝাস্বরূপ। তাই তরুণসমাজকে এ ক্ষেত্রে আরো এগিয়ে আসতে
হবে।
দ্বিতীয় অধ্যায়
অনুপাত ও শতকরা
বহু নির্বাচনী প্রশ্ন
১। অনুপাত বলতে বোঝায়—
ক. যোগফল খ. গুণফল
গ. দুটি সংখ্যার তুলনা
ঘ. ভাগফল
২। ৪ঃ৬ অনুপাতটির সরল অনুপাত কত?
ক. ২ঃ৩ খ. ৩ঃ২
গ. ১ঃ২ ঘ. ৪ঃ৬
৩। ১০০০ টাকার ২৫% কত টাকা?
ক. ২০০ টাকা খ. ২৫০ টাকা
গ. ১০০ টাকা ঘ. ৫০০ টাকা
৪।
ক. ৩/৪ খ. ১/২
গ. ২/৩ ঘ. ৪/৫
৫। অনুপাতের দুটি রাশির একক হতে হবে—
ক. ভিন্ন খ. সমান
গ. অসম ঘ. পরস্পরের বিপরীত
৬। ২০% এর দশমিক রূপ কী?
ক. ০.২ খ. ২.০
গ. ০.০২ ঘ. ২০.০
৭। ০.৬ এর শতকরা রূপ কোনটি?
ক. ৬০% খ. ০.৬%
গ. ৬% ঘ. ৬০০%
৮।
ক. ৩ঃ৪ খ. ৪ঃ৩
গ. ২ঃ১ ঘ. ১ঃ২
৯। শতকরা চিহ্ন হলো—
ক. $ খ. #
গ. % ঘ. &
১০। ১৫০-এর ১০% কত?
ক. ১০ খ. ১৫
গ. ২০ ঘ. ২৫
১১। ২ঃ৫ অনুপাতের মান কত?
ক. ০.৪ খ. ০.৫
গ. ২.৫ ঘ. ৫.০
১২।
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
১৩। একটি বৃত্তের ২৫% অংশ রং করা হলে কত ভাগ রং করা হলো?
ক. ১/৩ খ. ১/৪
গ. ১/২ ঘ. ১/৫
১৪। ৪০ টাকা ৮০ টাকার কত শতাংশ?
ক. ২৫% খ. ৪০%
গ. ৫০% ঘ. ৮০%
১৫। নিচের কোনটি গুরু অনুপাত?
ক. ৩ঃ৫ খ. ৪ঃ৭
গ. ৫ঃ৬ ঘ. ৭ঃ৪
১৬। ১৩ঃ৫ এর ব্যস্ত অনুপাত কোনটি?
ক. ১ঃ৫ খ. ১৩ঃ১
গ. ৫ঃ১৩ ঘ. ৬ঃ১২
১৭।
ক. ২০০ টাকা খ. ৩০০ টাকা
গ. ৩৫০ টাকা ঘ. ৪০০ টাকা
১৮। ২ঃ৫ অনুপাতের উত্তর রাশি কোনটি?
ক. ১ খ. ২
গ. ৫ ঘ. ৬
১৯। ১ঃ৩ অনুপাতের দুটি সংখ্যার যোগফল ৪০ হলে বড় সংখ্যাটি কত?
ক. ১০ খ. ১৫
গ. ৩০ ঘ. ২৫
২০। ৫ জন শ্রমিক ৮ দিনে একটি কাজ শেষ করে। তাহলে ১ জন শ্রমিক কাজটি শেষ করতে কত দিন নেবে?
ক. ৪০ দিন খ. ২৫ দিন
গ. ৩৫ দিন ঘ. ২০ দিন
২১। যদি ৩ কেজি চালের দাম ১৫০ টাকা হয়, তবে ১০ কেজি চালের দাম কত?
ক. ২৫০ টাকা খ. ৪৫০ টাকা
গ. ৩০০ টাকা ঘ. ৫০০ টাকা
২২। অনুপাত ও শতকরা উভয়ই কী বোঝায়?
ক. গুণফল খ. তুলনা
গ. যোগফল ঘ. ভাগফল
২৩। অনুপাত শব্দের ইংরেজি হলো—
ক. Percent খ. Ratio
গ. Fraction ঘ. Division
২৪। ৩ঃ৪ এবং ৫ঃ৩ এর মিশ্র অনুপাত কত?
ক. ৪ঃ৫ খ. ৩ঃ২
গ. ৫ঃ৬ ঘ. ৫ঃ৪
২৫। ২ঃ৫ এর সমতুল অনুপাত কোনটি?
ক. ৫ঃ২ খ. ১০ঃ৫
গ. ৬ঃ১৫ ঘ. ৪ঃ৬
উত্তর : ১. গ ২. ক ৩. খ ৪. ক ৫. খ ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. ক ২১. ঘ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. গ।
কবিতা
নতুন দেশ
রবীন্দ্রনাথ ঠাকুর
বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্বপ্রকাশের পর]
২১। নৌকা কখন ভেসে যায়?
ক. ভোরবেলায় খ. দিনের শেষে
গ. রাতের শেষে ঘ. দুপুর বেলায়
২২। রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়তে বিলেতে গিয়েছিলেন কত বছর বয়সে?
ক. ১১ খ. ১২
গ. ১৩ ঘ. ১৭
২৩। ছেলেটির বাবা—
i. নতুন দেশে যায় না
ii. পরির দেশে যায়
iii. অফিসে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪।
ক. ঘরের কোণে খ. মাঠে
গ. নদীর ঘাটে ঘ. বাজারে
২৫। ‘নতুন দেশে’ পশুরা কেমন করে বেড়ায়?
ক. ঝাঁকে ঝাঁকে খ. বিচ্ছিন্নভাবে
গ. এলোমেলোভাবে ঘ. দলে দলে
২৬। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন—
i. চারুকলা ii. বিশ্বভারতী
iii. শ্রীনিকেতন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। ‘আপিস’ শব্দের প্রমিত রূপ কোনটি?
ক. অফিস খ. আফিস
গ. অপিস ঘ. অফিছ
২৮।
i. অভিনেতা
ii. নাট্যকার
iii. সুরকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। কেউ কোনটি ভাঙতে পারে না?
ক. নদী খ. পাহাড়
গ. বরফ ঘ. গাছ
৩০। ‘নতুন দেশ’ কবিতায় বালকের মনে কী জাগে?
ক. দুঃখ খ. সুখ
গ. সাধ ঘ. যাতনা
উত্তর : ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. গ।
কি না কী?
কোনো প্রশ্নবোধক বাক্যে যদি প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, তাহলে ‘কি’ দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন—তুমি কি খেয়েছ? এখানে খাওয়া হয়েছি কি হয়নি সেটা ‘হ্যাঁ’ বা ‘না’ বলে বোঝানো যায়। আবার যদি কোনো প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বা ‘না’ বললে চলে না; বিষয়টি ব্যাখ্যা করে বলতে হয়, তাহলে প্রশ্নবাচক শব্দটি হবে ‘কী’। যেমন—তুমি কী খেয়েছ? এখানে খাদ্যবস্তুটির বা খাদ্যবস্তুগুলোর নাম জানতে চাওয়া হয়েছে, যা ‘হ্যাঁ’ বা ‘না’ বলে উত্তর দেওয়া সম্ভব নয়।
‘বা’ সাধারণত সমার্থ শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন—‘প্রত্যয়’ বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বের বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ‘অথবা’ সাধারণত বিকল্প পছন্দের ক্ষেত্রে ব্যবহার হয়।
Unit-10, Lessons : 1-5
Seen Comprehension
[পূর্বপ্রকাশের পর]
6. Match the words of the column A with their meanings in column B.
Column A |
Column B |
(a) Landlord |
(i) having value or significance. |
(b) Literature |
(ii) arrogant. |
(c) Proud |
(iii) Very familiar to the people. |
(d) Famous |
(iv) wellknown and renowend. |
(e) Consist |
(v) high thought writing. |
(f) Important |
(vi) one who brings up others duty temporarily. |
(g) Well-known |
(vii) who writes poems. |
(h) Poet |
(viii) one who has huge amount of land. |
|
(ix) to contain. |
Answer: (a+viii) (b+v) (c+ii) (d+iv) (e+ix) (f+i) (g+iii) (h+vii).
7. Rearrange the following words in the correct order to make sentences.
(a) personalities, famous, some, Kishoreganj, is, for, and, important, places.
(b) located, Shiva, temple, the, is, Fuleshwari, river, the.
(c) district, in, Kishoreganj, there, are, villages, 1745.
(d) prayers, people, to, saying, Solakia, for, their, Eid, come, Eid Ground.
(e) area, the, of, town, Kishoreganj, kilometre, is, 10 square.
Answer
(a) Kishoreganj is famous for some important places and personalities.
(b) The Shiva temple is located the Fuleshwari river.
(c) In Kishoreganj district, there are 1745 villages.
(d) People come to Solakia Eid Ground for saying their Eid prayers.
(e) The area of Kishoreganj town is 10 square kilometre.
8. Make five WH questions from the given sentences with Who, What, When, Where, Why, Which and How using the underlined word/words.
(a) The Narasunda flows through Kishoreganj.
(b) Solakia Eid Ground is in Kishoreganj.
(c) Solakia Eid Ground is the largest Eid fairground.
(d) Government Gurudayal College is in Kishoreganj.
(e) People from many districts come to Solakia Eid Ground to celebrate Eid.
Additional Questions
(f) The name ‘Kishoreganj comes from the landlord known as Brojakishore or Nandakishore Pramanik.
(g) Kishoreganj is 145 kilometers north-east from Dhaka.
(h) Chandrabati is the first woman poet of Bangla literature.
(i) In Kishoreganj district, there are 1745 villages.
(j) Kishoreganj is famous for some important places and personalities.
(k) Shah Muhammad Mosque is at Egaroshindur is in Kishoreganj.
Answer
(a) Through which town does the Narasunda flow?
(b) Where is Solakia Eid Ground?
(c) What is the largest Eid fairground?
(d) Where is the Government Gurudayal College?
(e) Why do people from many districts come to Solakia Eid Ground?
(f) How does the name “Kishoreganj” come from?
(g) How far is Kishoreganj from Dhaka?
(h) Who is Chandrabati?
(i) How many villages are there in Kishoreganj district?
(j) What is Kishoreganj famous for?
(k) Where is the Shah Muhammad Mosque?
9. Rewrite the passage using capital letters and punctuation marks.
my home district is Kishoreganj it is about 145 kilometres from dhaka it is a district headquarters the district has 8 municipalities 13 upazilas 108 unions and 1745 villages the name Kishoreganj comes from the name of an old landlord known brojakishore Pramanik or Nandakishore Pramanik the area of Kishoreganj municipality is about 10 square kilometres
Answer
My home district is Kishoreganj. It is about 145 kilometres from Dhaka. It is a district headquarters. The district has 8 municipalities, 13 upazilas, 108 unions and 1745 villages. The name Kishoreganj comes from the name of an old landlord known Brojakishore Pramanik or Nandakishore Pramanik. The area of Kishoreganj municipality is about 10 square kilometres.
10. Write the correct form of verbs.
(a) The name Kishoreganj (come) from the name of an old landlord.
(b) The area of Kishoreganj municipality
(be) about 10 square kilometres.
(c) The river Narasunda (flow) through the town.
(d) The great painter Zainul Abedin (come) Kishoreganj.
(e) I (love) my home district!
Answer
(a) comes (b) is (c) flows
(d) comes (e) love
।