চতুর্থ অধ্যায়
উমাইয়া খিলাফত
জ্ঞানমূলক প্রশ্ন
১। উমাইয়াদের প্রথম খলিফা কে?
উত্তর : উমাইয়াদের প্রথম খলিফা হচ্ছেন হজরত মুয়াবিয়া (রা.)।
২। কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?
উত্তর : হজরত মুয়াবিয়া (রা.)-কে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়।
চতুর্থ অধ্যায়
উমাইয়া খিলাফত
জ্ঞানমূলক প্রশ্ন
১। উমাইয়াদের প্রথম খলিফা কে?
উত্তর : উমাইয়াদের প্রথম খলিফা হচ্ছেন হজরত মুয়াবিয়া (রা.)।
২। কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?
উত্তর : হজরত মুয়াবিয়া (রা.)-কে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়।
৩। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : হজরত মুয়াবিয়া (রা.) উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা।
৪। কুব্বাত-আস-সাখরা কোথায় অবস্থিত?
উত্তর : কুব্বাত-আস-সাখরা জেরুজালেমে অবস্থিত।
৫। উমাইয়া খেলাফতের রাজধানী কোথায় ছিল?
উত্তর : উমাইয়া খেলাফতের রাজধানী ছিল দামেস্ক।
৬। উমাইয়াদের শেষ খলিফার নাম কী?
উত্তর : উমাইয়াদের শেষ খলিফার নাম দ্বিতীয় মারওয়ান।
৭। উমাইয়া খিলাফতের পতন হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর : উমাইয়া খিলাফতের পতন হয় ৭৫০ খ্রিস্টাব্দে।
৮। উমাইয়া সাধু কে?
উত্তর : খলিফা ওমর বিন আব্দুল আজিজকে উমাইয়া সাধু বলা হয়।
৯।
উত্তর : মহানবী (সা.) যে প্রস্তর খণ্ডের ওপর পদচিহ্ন রেখে মিরাজ গমন করেন, খলিফা আব্দুল মালিক সেই পাথরকে কেন্দ্র করে গম্বুজবিশিষ্ট ষষ্ঠ কোনাকার স্মৃতিসৌধ নির্মাণ করেন, যা ডোম অব দ্য রক বা কুব্বাতুস সাখরা নামে পরিচিত।
১০। সিন্ধু বিজয়ী নেতার নাম কী?
উত্তর : সিন্ধু বিজয়ী নেতার নাম মুহাম্মদ বিন কাসিম।
১১। শিয়া মতবাদের জন্ম হয় কখন?
উত্তর : ৬৫৭ খ্রিস্টাব্দের ৬ জুলাই সিফফিনের যুদ্ধ এবং ৬৫৮ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে দুমাতুল জন্দলের সভায় ষড়যন্ত্রের পর মুসলমানদের মধ্যে দুটি সম্প্রদায়ের উদ্ভব হয়। এ দুটি সম্প্রদায়ের একটি শিয়া নামে জন্মলাভ করে।
১২। ইমাম হোসেন (রা.) কে ছিলেন?
উত্তর : ইমাম হোসেন (রা.) হজরত আলী (রা.) ও হজরত ফাতিমা (রা.)-এর কনিষ্ঠ পুত্র।
১৩। দুমাতুল জন্দালের সালিসে মুয়াবিয়ার (রা.) প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : দুমাতুল জন্দালের সালিসে মুয়াবিয়ার (রা.) প্রতিনিধি ছিলেন আমর ইবনুল আস (রা.)।
১৪। উশুর কী?
উত্তর : উশুর হলো বাণিজ্য কর। এটি মুসলিম জিম্মি এবং বিদেশি বণিকদের মালের ওপর ধার্য করা হতো।
১৫। উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা কে ছিলেন?
উত্তর : উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা ছিলেন খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক। যিনি ইতিহাসে আল ওয়ালিদ নামে বিখ্যাত।
১৬। কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন?
উত্তর : খলিফা আব্দুল মালিক ৬৯১ খ্রিস্টাব্দে কুব্বাতুস সাখরা বা The Dome of The Rock নির্মাণ করেন।
১৭। দ্বিতীয় মারওয়ান কখন মৃত্যুবরণ করেন?
উত্তর : দ্বিতীয় মারওয়ান ৭৫০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
১৮। আল ওয়ালিদ দামেস্কের পূর্বাঞ্চলের শাসনকর্তা হিসেবে কাকে নিযুক্ত করেন?
উত্তর : আল ওয়ালিদ দামেস্কের পূর্বাঞ্চলের শাসনকর্তা হিসেবে হাজ্জাজ বিন ইউসুফকে নিযুক্ত করেন।
১৯। কোন খলিফার সময়ে মুসলমানরা একই সঙ্গে ইউরোপ আফ্রিকা ও এশিয়া মহাদেশে অভিযান পরিচালনা করেন?
উত্তর : খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক এর সময়ে মুসলমানরা একই সঙ্গে ইউরোপ আফ্রিকা ও এশিয়া মহাদেশে অভিযান পরিচালনা করেন।
২০। কাকে পঞ্চম খোলাফায়ে রাশেদিন বলা হয়?
উত্তর : ওমর বিন আব্দুল আজিজকে পঞ্চম খোলাফায়ে রাশেদিন বলা হয়।
২১। কাকে মুসলিমদের আলেকজান্ডার খ্যাতি দেওয়া হয়?
উত্তর : উকবা বিন নাফিকে মুসলিমদের আলেকজান্ডার খ্যাতি দেওয়া হয়।
২২। কনস্টান্টিনোপল কাদের রাজধানী ছিল?
উত্তর : কনস্টান্টিনোপল বাইজান্টাইনদের রাজধানী ছিল।
২৩। কনস্টান্টিনোপলের বর্তমান নাম কী?
উত্তর : কনস্টান্টিনোপলের বর্তমান নাম ইস্তাম্বুল।
২৪। সেনাপতি নাইসিফোরাস কোন সম্রাজ্ঞীকে ক্ষমতাচ্যুত করে সিংহাসন দখল করেন?
উত্তর : সম্রাজ্ঞী আইরিনকে ক্ষমতাচ্যুত করে সেনাপতি নাইসিফোরাস সিংহাসন দখল করেন।
২৪। কোন যুদ্ধে উমাইয়াদের পতন ঘটে?
উত্তর : জাবের যুদ্ধে উমাইয়াদের পতন ঘটে।
২৫। কারা উমাইয়াদের পতন ঘটায়?
উত্তর : আব্বাসীয়রা উমাইয়াদের পতন ঘটায়।
২৬। কে আরবি ভাষায় হরকত সংযোজন করেন?
উত্তর : হাজ্জাজ বিন ইউসুফ আরবি ভাষায় হরকত সংযোজন করেন।
২৭। কোন শাসক রেজিস্ট্রি বিভাগ চালু করেন?
উত্তর : হজরত মুয়াবিয়া (রা.) রেজিস্ট্রি বিভাগ চালু করেন।
২৮। মুসলিম শাসকদের মধ্যে কে প্রথম ডাক বিভাগের প্রতিষ্ঠা করেন?
উত্তর : হজরত মুয়াবিয়া (রা.) ডাক বিভাগ প্রতিষ্ঠা করেন।
২৯। মুসলিম নৌ বাহিনীর প্রথম প্রতিষ্ঠাতা কে?
উত্তর : হজরত মুয়াবিয়া (রা.) মুসলিম নৌ বাহিনীর প্রথম প্রতিষ্ঠাতা।
৩০। ইয়াজিদ কে?
উত্তর : ইয়াজিদ হচ্ছে হজরত মুয়াবিয়া (রা.)-এর পুত্র এবং উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা।
৩১। ইয়াজিদ কত খ্রিস্টাব্দে খলিফা নিযুক্ত হন?
উত্তর : ইয়াজিদ ৬৮০ খ্রিস্টাব্দে খলিফা নিযুক্ত হন।
৩২। কারবালার যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ৬১ হিজরীর ১০ মহররম কারবালার যুদ্ধ সংঘটিত হয়।
৩৩। কারবালার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর : ইয়াজিদ ও ইমাম হুসাইনের মধ্যে কারবালার যুদ্ধ সংঘটিত হয়।
৩৪। খলিফা আব্দুল মালিকের পিতার নাম কী?
উত্তর : খলিফা আব্দুল মালিকের পিতার নাম মারওয়ান।
৩৫। খলিফা আব্দুল মালিক কত বছর শাসনকার্য পরিচালনা করেন?
উত্তর : খলিফা আব্দুল মালিক ২১ বছর শাসনকার্য পরিচালনা করেন।
৩৬। হজরত মুয়াবিয়ার (রা.) পিতা কে ছিলেন?
উত্তর : হজরত মুয়াবিয়ার (রা.) পিতা ছিলেন আবু সুফিয়ান।
৩৭। প্রথম মারওয়ান কখন সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : প্রথম মারওয়ান ৬৮৪ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।
৩৮। মুহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু বিজয় করেন?
উত্তর : ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন।
৩৯। ওমর বিন আব্দুল আজিজ কত সালে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : ওমর বিন আব্দুল আজিজ ৭১৭ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।
৪০। কত খ্রিস্টাব্দে হিশাম সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : ৭২৪ খ্রিস্টাব্দে হিশাম সিংহাসনে আরোহণ করেন।
৪১। হিশামের শাসনামলে কোথায় বিদ্রোহ দেখা দেয়?
উত্তর : হিশামের শাসনামলে আর্মেনিয়া ও আজারবাইজানে বিদ্রোহ দেখা দেয়।
৪২। হিশামের মৃত্যুর পর কে উমাইয়ার শাসক হন?
উত্তর : হিশামের মৃত্যুর পর দ্বিতীয় ওয়ালিদ উমাইয়ার শাসক হন।
৪৩। কাকে দ্বিতীয় উমর বলা হয়?
উত্তর : ওমর বিন আব্দুল আজিজকে দ্বিতীয় উমর বলা হয়।
সম্পর্কিত খবর
অষ্টম অধ্যায় : বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী
বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্বপ্রকাশের পর]
১৩। মারমাদের বর্ষবরণ উৎসবের নাম কী?
ক. বিজু খ. সাংগ্রাই
গ. ওয়ানগালা ঘ. সোহরাই
১৪। সাঁওতাল বিদ্রোহের দুই বীর নায়কের নাম কী?
ক. টিপু ও মীর্যা
খ. সিধু ও কানু
গ. মঙ্গল ও পাণ্ডে
ঘ. লক্ষ্মণ ও সোরেন
১৫। মারমাদের ঘরবাড়ি সাধারণত কী দিয়ে তৈরি হয়?
ক. ইট ও সিমেন্ট খ. বাঁশ, কাঠ ও ছন
গ. টিন ও কাঠ ঘ. সিমেন্ট ও টিন
১৬।
i. বিয়েতে এর প্রভাব রয়েছে
ii. উত্তরাধিকারে এর ভূমিকা আছে
iii. সম্পত্তির ভোগ-দখলে এর গুরুত্ব আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। রাখাইনদের ‘ঐতিহ্য ও সংস্কৃতির’ প্রতীক কোনটি?
ক. লুঙ্গি খ. ফতুয়া
গ. পাগড়ি ঘ. ব্লাউজ
১৮। সাঁওতালদের সংস্কৃতিতে ‘ঝুমুর নাচ’ এর পাশাপাশি বিবাহ অনুষ্ঠানে আয়োজিত নাচগুলো হলো—
i. দোন
ii. ঝিকা
iii. বউটি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। সাঁওতালদের প্রধান ধর্ম কী?
ক. ইসলাম
খ. হিন্দু ধর্ম
গ. খ্রিস্ট ধর্ম
ঘ. প্রকৃতি পূজা
২০।
ক. রাজশাহী ও দিনাজপুর
খ. রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি
গ. ময়মনসিংহ ও টাঙ্গাইল
ঘ. পটুয়াখালী ও বরগুনা
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের মানুষ প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে এসে সাংস্কৃতিক সংমিশ্রণ ঘটিয়েছে, যা আন্তঃসম্পর্ক সৃষ্টি করে। বাংলা ভাষায় বহু নৃগোষ্ঠীর শব্দভাণ্ডার থেকে শব্দ এসেছে, যেমন : কুড়ি, গণ্ডা, পণ। এ ছাড়াও লাঙল, জোয়াল, ঢেঁকি ইত্যাদি কৃষি ও মাছ ধরার উপকরণগুলো নৃগোষ্ঠীর সংস্কৃতি থেকে এসেছে।
২১।
ক. অর্থনৈতিক বৈষম্য
খ. পারস্পরিক দ্বন্দ্ব
গ. সাংস্কৃতিক আন্তঃসম্পর্ক
ঘ. রাজনৈতিক বিভাজন
২২। উদ্দীপক অনুযায়ী বাংলা ভাষা ও সংস্কৃতিতে নৃগোষ্ঠীর প্রভাবের দৃষ্টান্ত হলো—
i. বাংলা শব্দভাণ্ডারে নৃগোষ্ঠীর শব্দের সংযোজন
ii. কৃষিকাজে ব্যবহৃত অনেক উপকরণ নৃগোষ্ঠীর সংস্কৃতি থেকে এসেছে
iii. বাঙালিরা শুধুমাত্র নিজেদের সংস্কৃতি অনুসরণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. ক।
শখের মৃিশল্প
অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃিশল্প। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে যেকোনো মাটি দিয়ে এ কাজ হয় না। দরকার পরিষ্কার এঁটেল মাটি।
মামা বললেন, এত সুন্দর নকশা দেখছ, রং দেখছ—সবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তাঁরা মন থেকে আঁকেন।
১।
i. মাটির তৈরি শিল্পকর্মকে আমরা কী বলি?
ক. টেপা পুতুল খ. মৃিশল্প
গ. শখের হাঁড়ি ঘ. নকশা করা কলস
ii. মৃিশল্পের কাজের জন্য কেমন মাটি প্রয়োজন?
ক. দোআঁশ মাটি খ. বেলে মাটি
গ.এঁটেল মাটি ঘ. পরিষ্কার এঁটেল মাটি
iii. মাটির শিল্পকর্ম তৈরি করতে কোনটি বেশি দরকার?
ক. অনেক যত্ন আর শ্রম খ. কারিগরি জ্ঞান
গ. পূর্ব অভিজ্ঞতা ঘ. পরিষ্কার এঁটেল মাটি
iv. মৃিশল্পীরা কী থেকে রং তৈরি করেন?
ক. কাঠের গুঁড়ি থেকে খ. বিভিন্ন গাছের বাকল থেকে
গ. শিম, সেগুনপাতার রস, কাঁঠালগাছের বাকল
ঘ. ফুলের নির্যাস থেকে
v. মৃিশল্পের কাজ কুমারদের কাছে এত সহজ কেন?
ক) বংশপরম্পরায় তারা এ কাজ করে আসছে বলে
খ) কারিগরি জ্ঞান থাকায়
গ) অভিজ্ঞতা বেশি থাকায় ঘ) সহজ যন্ত্রপাতি ব্যবহারের কারণে
উত্তর
i. খ) মৃিশল্প
ii. ঘ) পরিষ্কার এঁটেল মাটি
iii. ক) অনেক যত্ন আর শ্রম
iv. গ) শিম, সেগুনপাতার রস, কাঁঠালগাছের বাকল
v. ক) বংশপরম্পরায় তারা এ কাজ করে আসছে বলে
২। নিচের শব্দের অর্থগুলো লেখো :
শিল্পকর্ম, উপকরণ, নকশা, তৈরি, শখের হাঁড়ি।
উত্তর
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
শিল্পকর্ম শিল্পী মনের সৃজনশীলতা ও কল্পনাশক্তির বহিঃপ্রকাশ।
উপকরণ উপাদান।
নকশা রেখা দিয়ে আঁকা ছবি।
তৈরি বানানো।
শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস যে হাঁড়িতে রাখা হয়।
৩। নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো :
মাটি, উপকরণ, বংশ, ঘোড়া, হাতি
উত্তর
প্রদত্ত শব্দ সমার্থক অর্থ
মাটি মৃত্তিকা, ভূমি
উপকরণ উপাদান
বংশ কুল, গোত্র
ঘোড়া অশ্ব, ঘোটক
হাতি ঐরাবত, হস্তী
গ্রাম গাঁ
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো :
ক. মৃিশল্পের প্রধান উপকরণ কোনটি?
খ. শিল্পকর্ম বলতে কী বোঝ?
গ. মাটির জিনিসপত্রে শিল্পীরা কিভাবে নকশা ও রং করেন সে সম্পর্কে তিনটি বাক্য লেখো।
উত্তর
ক. মৃিশল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে যেকোনো মাটি দিয়ে এ কাজ হয় না। দরকার পরিষ্কার এঁটেল মাটি।
খ. যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এ কাজকে বলে শিল্পকর্ম।
গ. মৃিশল্পে এত সুন্দর নকশা, রং—সবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তাঁরা মন থেকে আঁকেন। আর রং তৈরি করেন শিম, সেগুনপাতার রস, কাঁঠালগাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রংও লাগানো হয়।
১৪২৮৫৭
এটি একটি চক্রবৃত্ত সংখ্যা (Cyclic Number) । গণিতে একটি বিশেষ ধরনের স্বতন্ত্র সংখ্যা এগুলো। সংখ্যাটি ১, ২, ৩ থেকে শুরু করে এগুলোর অঙ্কের সমান পূর্ণসংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি চক্র তৈরি করে। অর্থাৎ, গুণফলে মূল সংখ্যাটির অঙ্কগুলোর পুনর্বিন্যাস হয় মাত্র।
যেমন—
১৪২৮৫৭ সংখ্যাকে নিচের মত করে গুণ করি—
১৪২৮৫৭ x ১ = ১৪২৮৫৭
১৪২৮৫৭ x ২ = ২৮৫৭১৪
১৪২৮৫৭ x ৩ = ৪২৮৫৭১
১৪২৮৫৭ x ৪ = ৫৭১৪২৮
১৪২৮৫৭ x ৫ = ৭১৪২৮৫
১৪২৮৫৭ x ৬ = ৮৫৭১৪২
প্রতিবারই গুণফলে আমরা একই অঙ্কের একটি ঘূর্ণায়মান সংস্করণ পাচ্ছি। অর্থাৎ, ছয়টি অঙ্ক (১, ৪, ২, ৮, ৫, ৭) প্রতিবারই ঘুরেফিরে আসে।
আরো চমকপ্রদ বিষয় হলো, ১-কে ৭ দিয়ে ভাগ করলেও ১৪২৮৫৭ সংখ্যাটিই অসীমভাবে পুনরাবৃত্ত হয়।
নিচে গাণিতিকভাবে দেখানো হলো।
১ ÷ ৭ = ০.১৪২৮৫৭১৪২৮৫৭... (অসীমভাবে পুনরাবৃত্ত)
আবার,
১৪২৮৫৭ x ৭ = ৯৯৯৯৯৯
শুধু ৬টি ৯! মানে, সংখ্যাটি ৯৯৯৯৯৯-এর ঠিক ৭ ভাগ!
২৮
এটি একটি পারফেক্ট সংখ্যা (Perfect Number) । এই সংখ্যাগুলো এমন, যার প্রকৃত ভাজক (নিজে বাদে যেগুলো তাকে ভাগ করে) যোগ করলে আবার সেই সংখ্যাই পাওয়া যায়।
যেমন—
২৮-এর প্রকৃত ভাজক ১, ২, ৪, ৭, ১৪
যোগফল
১ + ২ + ৪ + ৭ + ১৪ = ২৮
গণিতবিদরা এখন পর্যন্ত যে কয়টি পারফেক্ট নম্বর পেয়েছেন, তাদের মধ্যে প্রথম চারটি হলো ৬, ২৮, ৪৯৬ ও ৮১২৮
সৈয়দা জুয়েলী আকতার
Ques tion No. 09
Tag Ques tions
1.
(a) I am sorry, David. I am very late, _____?
(b) There was a traffic jam, _____?
(c) Oh! Don’t worry. The train is late, _____?
(d) Then, have a cup of tea, _____?
(e) Yes, let’s go to the canteen, _____?
2.
(a) Rasel and Hasib will go to Dhaka, _____?
(b) I’m also going. They aren’t going, _____?
(c) No. Now I don’t have enough money for this purpose, _____?
(d) But if you wish I’ll lend you some money, _____?
(e) It’s your kindness. I’m always grateful to you, _____?
3.
(a) Time and tide wait for none, _____?
(b) But many of us was te our time, _____?
(c) None can prosper in life neglecting time, _____?
(d) Everybody should realize this truth, _____?
(e) Let us make the bes t use of our time, _____?
4.
(a) Morning air is beneficial to health, _____?
(b) Everybody walks either in the morning or in the evening, _____?
(c) You are right. Let us have a walk on the river side, _____?
(d) Why not? Let’s go to Kamal. He will accompany us, _____?
(e) Well, the visit will refresh us, _____?
5.
(a) Let’s walk outside the house, _____?
(b) Nobody knows it, _____?
(c) There was a s trong wind las t night, _____?
(d) Some of them worked really hard, _____?
(e) Complete the assignment jus t now, _____?
Answer
1.
(a) I am sorry, David. I am very late, aren’t I?
(b) There was a traffic jam, wasn’t there?
(c) Oh! Don’t worry. The train is late, isn’t it?
(d) Then, have a cup of tea, will you?
(e) Yes, let’s go to the canteen, shall we?
2.
(a) Rasel and Hasib will go to Dhaka, won’t they?
(b) I’m also going. They aren’t going, are they?
(c) No. Now I don’t have enough money for this purpose, do I?
(d) But if you wish I’ll lend you some money, won’t I?
(e) It’s your kindness. I’m always grateful to you, aren’t I?
3.
(a) Time and tide wait for none, do they?
(b) But many of us was te our time, don’t we?
(c) None can prosper in life neglecting time, can they?
(d) Everybody should realize this truth, shouldn’t they?
(e) Let us make the bes t use of our time, shall we?
4.
(a) Morning air is beneficial to health, isn’t it?
(b) Everybody walks either in the morning or in the evening, don’t they?
(c) You are right. Let us have a walk on the river side, shall we?
(d) Why not? Let’s go to Kamal. He will accompany us, won’t he?
(e) Well, the visit will refresh us, won’t it?
5.
(a) Let’s walk outside the house, shall we?
(b) Nobody knows it, do they?
(c) There was a s trong wind las t night, wasn’t there?
(d) Some of them worked really hard, didn’t they?
(e) Complete the assignment jus t now, will you?
।