বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্বপ্রকাশের পর]
১৭। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কয় প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
১৮। মোট দেশজ উৎপাদনের বিবেচ্য বিষয় হলো—
i. একটি নির্দিষ্ট সময় ii. একটি ভৌগোলিক সীমানা
iii. দেশের ও বিদেশি নাগরিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। জাতীয় আয় গণনার পদ্ধতি মূলত কয়টি?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
২০।
মাথাপিছু মোট দেশজ উৎপাদন নির্ণয়ের সূত্র কোনটি?
ক) GDP/CCA
খ) GDP/মোট দেশজ আয়
গ) GDP/মোট জনসংখ্যা
ঘ) GDP/NNA
২১। Barter system শব্দটির অর্থ কী?
ক) অর্থ বিনিময় প্রথা
খ) পণ্য বিনিময় প্রথা
গ) দ্রব্য বিনিময় প্রথা
ঘ) ব্যাংক বিনিময় প্রথা
২২। লাবণ্য ৪০০ টাকার বাজার করে দোকানদারকে ৫০০ টাকার নোট দেয়, দোকানদার তখন ১০০ টাকা ফেরত দিতে গিয়ে ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট ভাংতি হিসেবে ফেরত দেয়। লাবণ্যের ফেরত পাওয়া নোটগুলো কোন ধরনের মুদ্রা?
ক) রূপান্তরযোগ্য মুদ্রা
খ) প্রতীক মুদ্রা
গ) সসীম মুদ্রা
ঘ) রূপান্তর অযোগ্য মুদ্রা
২৩।
চেক, ব্যাংক ড্রাফট, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড কী ধরনের অর্থ?
ক) ব্যাংক সৃষ্ট অর্থ
খ) বিহিত অর্থ
গ) কাগজি অর্থ
ঘ) অসীম বিহিত অর্থ
২৪। ২০১৯-২০ অর্থবছরের জিডিপিতে সার্বিক সেবা খাতের অবদান নিচের কোনটিকে সমর্থন করছে?
ক) ৫০.৩০ শতাংশ
খ) ৫১.৩৫ শতাংশ
গ) ৫১.৩০ শতাংশ
ঘ) ৫০.৭২ শতাংশ
উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর
দাও :
লামিয়া রহমান বাঁশ ও বেত দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করে বাজারে বিক্রি করে সংসার চালায় এবং ছেলেমেয়েকে লেখাপড়া করায়। ২০১৯-২০ অর্থবছরে জিডিপিতে সার্বিক শিল্প খাতের অবদান ৩৫.৩৬%।
২৫।
লামিয়া রহমানের কাজটি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক) কুটির শিল্প খ) ক্ষুদ্র শিল্প
গ) মাঝারি শিল্প ঘ) বৃহৎ শিল্প
২৬। শিল্পনীতি ২০১৬ ঘোষণা করার উদ্দেশ্য—
i. শিল্পায়নে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা
ii. দারিদ্র্য দূরীকরণ
iii. কৃষির আধুনিকীকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৭। ‘ক’ দেশটি অর্থনৈতিকভাবে ক্রমেই উন্নতি করলেও অবকাঠামো উন্নয়নের জন্য এখনো বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল। ওই দেশটিতে কী ধরনের অর্থনীতি বিরাজমান?
ক) অনুন্নত খ) উন্নত
গ) স্বল্পোন্নত ঘ) উন্নয়নশীল
২৮। বাংলাদেশের নারী উন্নয়নে বড় সংগঠনের নাম কী?
ক) টিএমএসএস খ) গ্রামীণ ব্যাংক
গ) শক্তি ফাউন্ডেশন ঘ) এসএসএস
উত্তর : ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. গ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. গ ২৫. ক ২৬. ক ২৭. ঘ ২৮. ক।