ঢাকা, শুক্রবার ২২ আগস্ট ২০২৫
৭ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২২ আগস্ট ২০২৫
৭ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

এইচএসসি প্রস্তুতি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন : সমাজকর্ম দ্বিতীয় পত্র

  • মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
শেয়ার
এইচএসসি প্রস্তুতি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন : সমাজকর্ম দ্বিতীয় পত্র
অঙ্কন : মাসুম

প্রথম অধ্যায়

বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা

জ্ঞানমূলক প্রশ্ন

১। মৌল মানবিক চাহিদার সংজ্ঞা দাও।

উত্তর : মানুষ হিসেবে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য যেসব গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করা অপরিহার্য, সেসব  চাহিদাকেই মৌল মানবিক চাহিদা বলে।   

২।

মৌল মানবিক চাহিদায় কী কী সমন্বয় ঘটেছে?

উত্তর : মৌল মানবিক চাহিদায় মৌল ও মানবিক চাহিদার সমন্বয় ঘটেছে।

৩। মৌল মানবিক চাহিদা মূলত কয় ধরনের?

উত্তর : মৌল মানবিক চাহিদা মূলত দুই ধরনের।     

৪।

মানবসমাজের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান কোনটি?

উত্তর : মানবসমাজের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান পরিবার।

৫। মৌল মানবিক চাহিদা কয়টি ও কী কী?

উত্তর : মৌল মানবিক চাহিদা ছয়টি। যথাখাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিত্তবিনোদন।

   

৬। সমাজবিজ্ঞানী টোলের মতে মৌলিক মানবিক চাহিদা কয়টি?

উত্তর : সমাজবিজ্ঞানী টোলের মতে মৌলিক মানবিক চাহিদা ৬টি।

৭। খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা কোনটি?

উত্তর : খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা পুষ্টিহীনতা।  

৮।

কোনটি মানুষের কর্মস্পৃহা পুনরুজ্জীবিত করে?

উত্তর : চিত্তবিনোদন মানুষের কর্মস্পৃহা পুনরুজ্জীবিত করে।

৯। মানবসভ্যতার ধারক ও বাহক কী?

উত্তর : মানবসভ্যতার ধারক ও বাহক হলো বস্ত্র।

১০। মানুষের মানসিক ও শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য কোনটি প্রয়োজন?

উত্তর : মানুষের মানসিক ও শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য পুষ্টিকর খাদ্য প্রয়োজন।  

১১। ‘Dictionary of Social Work’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : ‘Dictionary of Social Work’ গ্রন্থটির রচয়িতা রবার্ট এল বার্কার।      

১২। মানবসভ্যতার প্রধান নির্দেশক কোনটি?

উত্তর : মানবসভ্যতার প্রধান নির্দেশক বস্ত্র।

১৩। ‘Common Human Needs’ গ্রন্থে কয়টি মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে?

উত্তর : ‘Common Human Needs’  গ্রন্থে ৬টি মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে।

১৪। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে?

উত্তর : বাংলাদেশ সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে।

১৫। বাংলাদেশ সংবিধানে কয়টি মৌল মানবিক চাহিদার কথা উল্লেখ রয়েছে?

উত্তর : বাংলাদেশ সংবিধানে ৭টি মৌল মানবিক চাহিদার কথা উল্লেখ রয়েছে।

১৬। কিসের অভাবে গলগণ্ড রোগ হয়?

উত্তর : আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়।

১৭। কাদের জন্য মৌল মানবিক চাহিদা আবশ্যক?

উত্তর : প্রতিটি মানুষের জন্য মৌল মানবিক চাহিদা আবশ্যক।

১৮। আদিম যুগে কোন চাহিদার গুরুত্ব ছিল না?

উত্তর : আদিম যুগে চিত্তবিনোদনের গুরুত্ব ছিল না।   

১৯। ব্যক্তি স্বাধীনতা কোন চাহিদার অন্তর্ভুক্ত?

উত্তর : ব্যক্তি স্বাধীনতা মানবিক চাহিদার অন্তর্ভুক্ত।

২০। মৌল মানবিক চাহিদার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনটি?

উত্তর : মৌল মানবিক চাহিদার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ খাদ্য।  

২১। সমাজে নানা সমস্যা ও সংকট দেখা দেয় কেন?

উত্তর : সমাজে নানা সমস্যা ও সংকট দেখা দেয় মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে।

২২। মৌলিক চাহিদার অপর নাম কী?

উত্তর : মৌলিক চাহিদার অপর নাম জৈবিক চাহিদা।

২৩। সুস্থ বিনোদন শিশুর মনে কি ধরনের প্রভাব ফেলে?

উত্তর : সুস্থ বিনোদন শিশুর মনে ইতিবাচক প্রভাব ফেলে।

২৪। শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে কী বেশি দরকার?

উত্তর : শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার চিত্তবিনোদন।

২৫। অপুষ্টি কী?

উত্তর : মানবদেহে সুষম খাদ্যের অভাবই হলো অপুষ্টি।

২৬। বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ না হওয়ার জন্য কোন কারণটি অধিক যুক্তিযুক্ত?

উত্তর : দারিদ্র্য বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ না হওয়ার জন্য অধিক যুক্তিযুক্ত।  

২৭। সামাজিক চাহিদা অন্য কি নামে পরিচিত?

উত্তর : সামাজিক চাহিদা মানবিক চাহিদা নামে পরিচিত।    

২৮। কোন চাহিদাকে সভ্যতার প্রতীক বলা হয়?

উত্তর : বস্ত্রকে সভ্যতার প্রতীক বলা হয়।

২৯। কোন তারিখকে জাতীয় বস্ত্র দিবস ঘোষণা করা হয়েছে?

উত্তর : ৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস ঘোষণা করা হয়েছে।

৩০। ‘Common Human Needs’ গ্রন্থটি কার লেখা?

উত্তর : ‘Common Human Needs’ গ্রন্থটি চার্লট টোলের লেখা।

৩১। WHO-এর পূর্ণরূপ কী?

উত্তর : WHO-এর পূর্ণরূপ- World Health Organization

৩২। টোলের ‘Common Human Needs’ নামক গ্রন্থে উল্লিখিত মৌলিক চাহিদাগুলো কী কী?

উত্তর : টোলের ‘Common Human Needs’ নামক গ্রন্থে উল্লিখিত মৌলিক চাহিদাগুলো হচ্ছে১। খাদ্য, ২। বস্ত্র, ৩ আবাসন বা আশ্রয়, ৪। শিক্ষা, ৫। স্বাস্থ্য ও ৬। চিত্তবিনোদন।

৩৩। সমাজবিজ্ঞানী টোলের মতে গৌণ চাহিদাগুলো কী কী?

উত্তর : সমাজবিজ্ঞানী টোলের মতে গৌণ চাহিদাগুলো হচ্ছে ধর্ম, স্নেহ, প্রেম-ভালোবাসা, স্বাধীনতা, যৌন চাহিদা ইত্যাদি।

৩৪। মৌল মানবিক চাহিদা পূরণ অত্যাবশ্যক কেন?

উত্তর : মানুষের অস্তিত্ব রক্ষার জন্য মৌল মানবিক চাহিদা পূরণ অত্যাবশ্যক।

৩৫। সংবিধানের কোন অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার কথা উল্লেখ আছে?

উত্তর : বাংলাদেশের সংবিধানের ১৫ নং অনুচ্ছেদের (ঘ) উপ- অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার কথা উল্লেখ হয়েছে।

৩৬। ঘুম কী ধরনের চাহিদা?

উত্তর : ঘুম একটি মৌলিক চাহিদা।

৩৭। ‘VGF’-এর পূর্ণরূপ কী?

উত্তর : ‘VGF’-এর পূর্ণরূপ Vulnerable Group Feeding.

মন্তব্য

সম্পর্কিত খবর

বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ আগস্ট ২০২৫) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার।

সভায় বাংলাদেশ ইউনিভাসির্টির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ বিশ্ববিদ্যালয়ের উত্কর্ষ সাধনের লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক ও কৌশলগত বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া একাডেমিক মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং কার্যক্রমের দক্ষতা উন্নত করতে বেশ কিছু কৌশলগত দিকনির্দেশনা গ্রহণ করা হয়।

সভায় বিইউর বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর, সদস্য ইঞ্জিনিয়ার মশিহ্উর রহমান, শাহনীলা আজহার, স্থপতি ইকবাল হাবিব, ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান, অ্যাডভোকেট শারমিন আহমেদ মজুমদার, বিইউর উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার সাজেদ উল ইসলাম, রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব.), ফ্যাকাল্টি অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. নূরুর রহমান খান, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিকস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম ও ফ্যাকাল্টি অব আর্টস, সোস্যাল সায়েন্স অ্যান্ড ল অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

গাকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ পালিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গাকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ পালিত
গাকৃবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : সংগৃহীত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) তার ৫০ বছরের দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যানের আলোকে সবুজ, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস নির্মাণের লক্ষ্য নিয়ে গতকাল ২১ আগস্ট (বৃহস্পতিবার) বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ পালন করেছে। এই সময়োপযোগী ও মহৎ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতা, টেকসই উন্নয়ন এবং প্রজন্মান্তরে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বৃহৎ অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে নতুন কৃষি অনুষদ ভবন চত্বরে গিয়ে শেষ হয়।

প্রাণবন্ত এই শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেন সবুজের জয়গান গেয়ে যায়। শোভাযাত্রা শেষে নতুন কৃষি অনুষদসংলগ্ন স্থানে একটি বকুলগাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য জি কে এম মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. প্রফেসর নাসরীন আক্তার আইভী, কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মো. আবিয়ার রহমান, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধাসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। বৃক্ষরোপণ শেষ করে এই কর্মসূচির ওপর বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য

এইউবিতে শিক্ষাদান গবেষণা ও পেশাদার নেতৃত্বের সেমিনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এইউবিতে শিক্ষাদান গবেষণা ও পেশাদার নেতৃত্বের সেমিনার

পরিসংখ্যান এমন এক বিদ্যা, যা শুধু সংখ্যার হিসাব-নিকাশে সীমাবদ্ধ নয় বরং শিক্ষা, গবেষণা ও নেতৃত্বের মাধ্যমে তথ্যভিত্তিক সমাজ উন্নয়ন ও বৈশ্বিক জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপসহ সারা দুনিয়ায় এই বিদ্যার বিস্তার আজ সব বিষয়ে গবেষণা ও সিদ্ধান্ত গ্রহণের নিয়মক ও  জ্ঞান বিনিময়ের সেতুবন্ধ হিসেবে কাজ করছে। ডেটা বিশ্লেষণের শিক্ষাদান ও গবেষণার মাধ্যমে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনী পদ্ধতি, আধুনিক গবেষণা কৌশল ও নতুন প্রজন্মের জন্য দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষত উন্নত পরিসংখ্যান পদ্ধতি ও মডেল আর তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক মানের শিক্ষা ও গবেষণাকে আরো সমৃদ্ধ করেছে।

২০ আগস্ট, বুধবার এইউবি সেমিনার রুমে সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন এইউবির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। সেমিনারে বাংলাদেশের বিজ্ঞান একাডেমির প্রবাসী ফেলো  অধ্যাপক ড. শাহজাহান খান তাঁর ৪৫ বছরের চারটি মহাদেশে অধ্যয়ন, শিক্ষকতা, গবেষণা ও পেশাগত বিভিন্ন গুরত্বপূর্ণ জ্ঞান ও তথ্যবহুল  অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগ চেয়ারম্যান,  অধ্যাপক ড রুমানা রইস।

অনুষ্ঠানের অতিথি আলোচক ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক  অধ্যাপক ড. আবু সুফিয়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবির কোষাধ্যক্ষ ড. মো. নুরুল ইসলাম। এই সেমিনারে আরো উপস্থিত ছিলেন সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক-শিক্ষার্থীরা। অনলাইনে জুমে ও ফেসবুক  লাইভে এসে  দেশ-বিদেশের অনেকে এ অনুষ্ঠানে অংশ নেন।

 

 

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

    সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ সখিপুর সরকারি কলেজ, সখিপুর, টাঙ্গাইল
শেয়ার
নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

ষষ্ঠ অধ্যায় : জীবের পরিবহন

বহু নির্বাচনী প্রশ্ন

১।       মধুতে আঙুর ডুবিয়ে রাখলে কী হবে?

  ক. বাহিঃঅভিস্রবণ  খ. অন্তঃঅভিস্রবণ
গ. ইমবাইবিশন    ঘ. ব্যাপন

  নিচের চিত্র দুটি লক্ষ করো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২।    Y প্রক্রিয়ার মাধ্যমে

  i. পোলাও এর গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে
ii. উদ্ভিদে রস উত্তোলন ঘটে
iii. দ্রাবক হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়

  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. iiii
গ. iiiii ঘ. i. iiiii

৩।       উদ্ভিদে XY  প্রক্রিয়া দুটির ক্ষেত্রে

i. প্রথম প্রক্রিয়াটি চোষক টান বজায় রাখে
ii. প্রথমটির অভাবে দ্বিতীয়টি কম ঘটবে
iii. উভয় প্রক্রিয়া পানি শোষণে সাহায্য করে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. iiii
গ. iiiii ঘ. i. iiiii

৪।

      মূলরোম দিয়ে শোষিত পানি কোন কোষের মাধ্যমে পাতায় পৌঁছায়?

  ক. ট্রাকিড   খ. ভেসেল
গ. জাইলেম ফাইবার
ঘ. জাইলেম প্যারেনকাইমা

৫।       মূল দ্বারা উত্তোলিত পানির সর্বশেষ গন্তব্য কোনটি?

  ক. এপিডার্মিস     খ. সীভনল
গ. এন্ডোডার্মিস    ঘ. মেসোফিল টিস্যু

৬।       পাতায় খাদ্য জমা করে রাখে কোন উদ্ভিদ?

  ক. মিষ্টি আলু     খ. গোল আলু
গ. ঘৃত কুমারী    ঘ. প্যাপোরোমিয়া

৭।       ক্যালোজ জমা হয় নিচের কোনটিতে?

  ক. ভেসেল   খ. সিডপ্লেট
গ. সঙ্গীকোষ ঘ. ট্রাকিড

৮।

  কালোজ প্রভাবিত করে কোনটিকে?

  ক. পানি চলাচল  

     খ. O2 প্রবেশ
গ. খাদ্য চলাচল  

     ঘ.O2 নির্গমন

৯।       কোনটির মাধ্যমে উদ্ভিদে সর্বাধিক প্রস্বেদন হয়?

  ক. মূলরোম খ. পত্ররন্ধ্র
গ. কিউটিকল     খ. লেন্টিসেল

১০।      লেন্টিসেল কোথায় সৃষ্টি হয়?

  ক. পাতায়   খ. মূলে
গ. কাণ্ডের বাকলে ঘ. মূলে

১১।      কোনটি পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে?

  ক. কিউটিকল     খ. বায়ুপ্রবাহ
গ. সূর্যালোক ঘ. প্যালিসেড কোষ

১২।

     প্রস্বেদনের বাহ্যিক প্রভাব কোনটি?

  ক. পাতার আয়তন
খ. পত্রের সংখ্যা
গ. আপেক্ষিক আর্দ্রতা
ঘ. খনিজ পদার্থ

১৩। প্রস্বেদনে অভ্যন্তরীণ প্রভাবক হলো

  i. পত্ররন্ধ্র    ii. পত্রের সংখ্যা
iii. তাপমাত্রা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. iiii
গ. iiiii ঘ. i. iiiii

১৪।      কোনটিকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়?

  ক. ইমবাইবিশন    খ. ব্যাপন
গ. অভিস্রবণ  ঘ. প্রস্বেদন

১৫।      কাদের রক্তে লোহিত রক্ত কোষের পরিমাণ বেশি?

  ক. পুরুষ খ. শিশু
গ. নারী ঘ. যুবক

  নিচের চিত্র দুটি লক্ষ করো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

১৬। XY এর গড় আয়ু কত দিন?

  ক. ০১-২৫ খ. ০১-২০
গ. ০১-১৫ ঘ. ০১-১০

১৭।

উদ্দীপকে  XY -এর কাজ কী?

  i. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে
ii. হিস্টমিন নিঃসৃত করে অ্যালার্জি প্রতিরোধ করে
iii. অ্যান্টিবর্ডি তৈরি করে রোগজীবাণু ধ্বংস করে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. iiii
গ. iiiii ঘ. i. iiiii

  নিচের চিত্রের আলোকে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

১৮।  ‘P’  এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

  ক. নিউক্লিয়াসবিহীন খ. আকারবিহীন
গ. হিমোগ্লোবিনবিহীন
ঘ. কোষের ছিন্ন অংশ

১৯।  Q  ও R-এর মধ্যে

  i. Q  নির্দিষ্ট আকারবিহীন হলেও R বিভিন্ন আকারের

     ii. Q নিউক্লিয়াসযুক্ত হলেও R নিউক্লিয়াসবিহীন
iii. Q রক্ত জমাটে সাহায্য করে এবং R জীবাণু ধ্বংস করে  নিচের কোনটি সঠিক?

  ক. iii   খ. iiii
গ. iiiii ঘ. i. iiiii

 

  উত্তর : ১. ক ২. গ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. গ ১২. গ ১৩. ক  ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. ক।

মন্তব্য

সর্বশেষ সংবাদ