ভেটকি হচ্ছে হচ্ছে Latidae পরিবারের Lates গণের একটি স্বাদুপানির মাছ। এটি এশিয়া অঞ্চলে Sea bass এবং অস্ট্রেলিয়ায় বারামুণ্ডি নামে পরিচিত। বাংলাদেশে এ মাছ কোরাল নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Lates calcarifer.
ভেটকি লম্বাটে ও চাপা ধরনের।
ভেটকি হচ্ছে হচ্ছে Latidae পরিবারের Lates গণের একটি স্বাদুপানির মাছ। এটি এশিয়া অঞ্চলে Sea bass এবং অস্ট্রেলিয়ায় বারামুণ্ডি নামে পরিচিত। বাংলাদেশে এ মাছ কোরাল নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Lates calcarifer.
ভেটকি লম্বাটে ও চাপা ধরনের।
ভেটকি মাছ পুষ্টি, স্বাদ ও উচ্চমূল্যের জন্য মাছ চাষিদের কাছে আকর্ষণীয়।
আনুমানিক ৪০ বছর আগে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, অস্ট্রেলিয়া ও তাইওয়ানের উপকূলীয় অঞ্চলে এবং স্বাদুপানির পুকুর, নদী ও নদীর মোহনায় ভেটকির চাষাবাদ খাঁচার মাধ্যমে শুরু হয়। বাংলাদেশে সাধারণ বেড়জাল, ফাঁদজাল ও ট্রলনেট ব্যবহার করে এ মাছ ধরা হয়।
এ মাছে উন্নতমানের আমিষ, ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি এসিড থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ভেটকিতে ভিটামিন এ, বি এবং ডি, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, জিংক, লৌহ, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সিলেনিয়াম যথেষ্ট পরিমাণে থাকে। এগুলো শরীর গঠন ও বৃদ্ধির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভেটকি সারা বছর ডিম দিয়ে থাকে। তবে এপ্রিল থেকে আগস্ট মাস এদের মূল প্রজননকাল হিসেবে বিবেচিত। এ সময় এরা নদ-নদীর নিম্ন অববাহিকায় আসে। এদের প্রজননক্ষমতা বেশি। এরা বছরে ৬০ থেকে ৭০ লাখ ডিম দেয়।
ভেটকি সুস্বাদ মাছ। এ মাছের কাঁটা কম থাকায় দেশে-বিদেশে এর চাহিদা প্রচুর। উপকূলীয় অঞ্চলে ভেটকি চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। স্বাদুপানি এবং উপকূলীয় অঞ্চলের আধা-লবণাক্ত ও লবণাক্ত পানিতে ভেটকি চাষ করা যায় বলে বাংলাদেশে এর চাষাবাদ এলাকা অনেক বড়। আবার দেশে ও বিদেশে প্রচুর চাহিদা থাকায় এ মাছের উৎপাদন ও রপ্তানির সুযোগ বেড়েই চলছে।
ইন্দ্রজিৎ মণ্ডল
[আরো বিস্তারিত জানতে পত্রপত্রিকায় ‘ভেটকি’ সম্পর্কিত লেখাগুলো পড়তে পারো]
সম্পর্কিত খবর
প্যালিনড্রোম (Palindrome) এমন কিছু শব্দ, সংখ্যা বা বাক্য থাকে যা বর্ণক্রম বা সংখ্যাক্রম অনুযায়ী সামনের দিক থেকে পড়লে যে অর্থ হয়, পেছনের দিক থেকে পড়লেও একই অর্থ হয়।
এসব শব্দ, সংখ্যা বা বাক্যকে বলে প্যালিনড্রোম।
উদাহরণ
বাংলায় : তুমি কি মিতু?
ইংরেজিতে : Was it a car or a cat I saw?
বাংলায় একে বলা হয় উভমুখী পাঠযোগ্য শব্দ বা বাক্য।
বাংলা বা ইংরেজিতে যেমন রয়েছে মজার প্যালিনড্রোম শব্দ ও বাক্য, তেমনি গণিতেও রয়েছে মজার প্যালিনড্রোম সংখ্যা।
যেমন : ১৩৩১, ১২৩২১
► যেকোনো তিন অঙ্কের প্যালিনড্রোম সংখ্যা সব সময় ১১ দ্বারা বিভাজ্য।
উদাহরণ
১২১ ÷ ১১ = ১১
৩৬৩ ÷ ১১ = ৩৩
৯৭৯ ÷ ১১ = ৮৯
► ► প্যালিনড্রোমের ছোঁয়া রয়েছে তারিখের ক্ষেত্রেও।
যেমন : ০২-০২-২০২০ এই তারিখ সামনে-পেছনে এক।
► ► বর্গের অসাধারণ প্যাটার্ন
১২ = ১
১১২ = ১২১
১১১২ = ১২৩২১
১১১১২ = ১২৩৪৩২১
১১১১১২ = ১২৩৪৫৪৩২১
লুডুর ম্যাজিক (ছক্কা)
তোমরা সবাই কমবেশি লুডু খেলেছ।
যেমন : ১-৬, ২-৫, ৩-৪
মনে প্রশ্ন আসতে পারে, কেন ছক্কা এমনভাবে বিন্যাস করা? আসলে এই বিন্যাসে ছক্কা ঘোরালে প্রতিটি সংখ্যা ওঠার সমান সম্ভাবনা হয়। ফলে খেলায় নিরপেক্ষতা বজায় থাকে।
সৈয়দা জুয়েলী আকতার
সপ্তম অধ্যায় : বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি
বহু নির্বাচনী প্রশ্ন
১। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কোনটি প্রয়োজন?
ক. কেবল শিক্ষিত জনবল
খ. কেবল দক্ষ জনবল
গ. শিক্ষিত ও দক্ষ জনবল
ঘ. অপ্রশিক্ষিত জনবল
২। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.২২% খ. ১.৩৯%
গ. ১.৫০% ঘ. ১.৬২%
৩। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে কতজন মানুষ বসবাস করে?
ক. ১০০০ জন খ. ১১২৯ জন
গ. ১১০০ জন ঘ. ১১৫০ জন
৪।
ক. ১৬ কোটি ৯৮ লক্ষ ২৮ হাজার ৯১১ জন
খ. ১৫ কোটি ৯৯ লক্ষ
গ. ১৪ কোটি ৯৭ লক্ষ
ঘ. ১৭ কোটি
৫। জনসংখ্যার পরিবর্তনশীলতা নিচের কোন বিষয়গুলোর ওপর নির্ভর করে?
i. জন্মহার
ii. মৃত্যুহার
iii. স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। কোন জেলাগুলো পাহাড় ও পর্বতে ঘেরা বলে এখানে জনবসতি কম?
ক. ঢাকা খ. চট্টগ্রাম
গ. পার্বত্য জেলাসমূহ
ঘ. খুলনা
৭। গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ হিসেবে কোনটি প্রধান?
ক. উন্নত চিকিৎসা
খ. সামাজিক নিরাপত্তা
গ. উন্নত জীবনযাপন ও কর্মসংস্থান
ঘ. বিনোদন
৮।
ক. শুধুমাত্র আর্থিক সহায়তা
খ. শুধুমাত্র পুষ্টিকর খাবার
গ. উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যজ্ঞান
ঘ. জনসংখ্যা বৃদ্ধি
৯। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পূর্বশর্ত কোনটি?
ক. শিক্ষা ও দক্ষতা খ. প্রাকৃতিক সম্পদ
গ. বিদেশি সাহায্য ঘ. শিল্পায়ন
১০। জনসংখ্যা সমস্যার সমাধানে নিচের কোন পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ?
i. নারীশিক্ষার প্রসার
ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. গ ২. ক ৩. খ ৪. ক ৫. ঘ
৬. গ ৭. গ ৮. গ ৯. ক. ১০. ঘ।
নবম অধ্যায় : আমাদের দায়িত্ব ও কর্তব্য
বহু নির্বাচনী প্রশ্ন
[দ্বিতীয় অংশ]
১। তোমার বিদ্যালয়টি একটি মহাসড়কের পাশে অবস্থিত। বিদ্যালয় ছুটির পর তুমি এবং তোমার বন্ধুরা কিভাবে রাস্তা পার হবে?
ক. একাকী দৌড়ে
খ. সবাই একযোগে হেঁটে
গ. সবাই একযোগে দৌড়ে
ঘ. সবাই ডানে ও বাঁয়ে তাকিয়ে সাবধানে
উত্তর : ঘ. সবাই ডানে ও বাঁয়ে তাকিয়ে সাবধানে
২। তুমি তোমার বাবার সঙ্গে স্কুলে যাওয়ার সময় দেখলে যে, অনেক লোক রাস্তায় চলার নিয়ম মানছে না।
ক. অন্যদের মতো দৌড়ে রাস্তা পার হব
খ. তোমার বাবা দৌড়ে এবং তুমি ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হব
গ. দুজনেই ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হব
ঘ. বাড়ি ফিরে আসব
উত্তর : গ. দুজনেই ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবে
৩। স্কুল মাঠে ফুটবল খেলার সময় তোমার একজন বন্ধু সামান্য আঘাত পেয়েছে। তুমি তখন কী করবে?
ক. তাকে প্রাথমিক চিকিৎসা দেব
খ. তাকে বাড়ি পাঠিয়ে দেব
গ. শিক্ষককে বিষয়টি জানাব
ঘ. তাকে হাসপাতালে নিয়ে যাব
উত্তর : ক. তাকে প্রাথমিক চিকিৎসা দেব
৪।
ক. ছোট ভাইকে নিয়ে খাব
খ. কৌশলে এড়িয়ে যাব
গ. খাবারটি অন্য শিশুকে দেব
ঘ. বন্ধুদের নিয়ে খাব
উত্তর : খ. কৌশলে এড়িয়ে যাব
৫। বিদ্যালয়ের আসবাবপত্র ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন কেন?
ক. এটি আমাদের দায়িত্ব
খ. শিক্ষককে খুশি করার জন্য
গ. পিতা-মাতাকে খুশি করার জন্য
ঘ. শিক্ষার প্রসার ঘটানোর জন্য
উত্তর : ক. এটি আমাদের দায়িত্ব
দ্বাদশ অধ্যায় : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোনটি বংশগতির ভৌত ভিত্তি?
ক. ক্রোমোজোম খ. সেন্ট্রোজোম
গ. রাইবোজোম ঘ. লাইসোজোম
২। কত ধরনের উপাদান নিয়ে একটি নিউক্লিওটাইড গঠিত হয়?
ক. ২ খ. ৩
গ. ৫ ঘ. ৬
৩। কোন দুটির মাঝখানে তিনটি হাইড্রোজেন বন্ধন থাকে?
ক. এডিনিন ও থায়ামিন
খ. এডিনিন ও ইউরাসিল
গ. থায়ামিন ও গুয়ানিন
ঘ. সাইটোসিন ও গুয়ানিন
৪।
ক. A I G খ. T I C
গ. A I C ঘ. G I T
৫। DNA হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত?
ক. 34 A0 খ. 20 A0
গ. 3.4 A0 ঘ. 2.0 A0
৬। DNA এর হেলিক্সের ১২টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত?
ক. ৩৪ খ. ১২৫
গ. ৪০৮ ঘ. ৫১২
নিচের উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৭। চিত্রে P অংশের দৈর্ঘ্য কত?
ক. 34 A0 খ. 20 A0
গ. 10 A0 ঘ. 3.4 A0
৮।
i. বংশগত বৈশিষ্ট্য বজায় রাখা
ii. পিতা-মাতা শনাক্তকরণ
iii. বংশগত ব্যাধি সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
৯। RNA তৈরিতে ভূমিকা রাখে কোনটি?
ক. P ও N খ. K ও S
গ. Mg ও N ঘ. Fe ও Mn
১০। জঘঅ এর বৈশিষ্ট্য হলো—
i. পলিনিউক্লিওটাইডের একটি সূত্র থাকে
ii. পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন বেস থাকে
iii. বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
১১। অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করতে নিচের কোন পদ্ধতির টেস্ট করতে হয়?
ক. PCR খ. ACR
গ. Finger Printing FP
ঘ. MRI
১২।
ক. ২ খ. ২২
গ. ২৩ ঘ. ৪৬
১৩। ১৫০ জন পুরুষ মানুষের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতজনের?
ক. ১ খ. ১০
গ. ১৫ ঘ. ২০
১৪। সুস্থ বাবা এবং বাহক মায়ের সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে?
ক. ২৫ খ. ৫০
গ. ৭৫ ঘ. ১০০
নিচের উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রুহি একজন বর্ণান্ধ। সে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন রহিমাকে বিয়ে করে। কিছুদিন পর তাদের সন্তান হয়।
১৫। রুহির বর্ণান্ধতার কারণ কোনটি?
ক. ভাইরাস খ. ভিটামিন
গ. হ্রস্বদৃষ্টি ঘ. বংশগতি
১৬। রুহি ও রহিমার বংশধরদের মধ্যে—
i. ১ম বংশধরে সবাই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হয়
ii. ১ম বংশধরে পুত্র বর্ণান্ধ হয়
iii. ২য় বংশধরে একজন পুত্র বর্ণান্ধ হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
১৭। একজন বর্ণান্ধ পুরুষের সঙ্গে একজন বর্ণান্ধ মহিলার বিয়ে হলে সন্তানদের শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে?
ক. ০% খ. ২৫%
গ. ৫০% ঘ. ১০০%
১৮। একজন সুস্থ পুরুষের সঙ্গে একজন বর্ণান্ধ বাহক মেয়ের বিয়ে হলে তাদের সন্তানদের শতকরা কতজন সুস্থ হবে?
ক. ০% খ. ২৫%
গ. ৫০% ঘ. ১০০%
১৯। একজন সুস্থ পুরুষের সঙ্গে বর্ণান্ধ মহিলার বিয়ে হলে তাদের সন্তানদের মধ্যে—
i. ৫০% সন্তান বর্ণান্ধ
ii. ৫০% সন্তান বাহক
iii. ৫০% সন্তান সুস্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. ক ২. খ ৩. ঘ ৪. খ ৫. গ
৬. গ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. গ
১২. গ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. খ
১৭. ঘ ১৮. গ ১৯. ক।