তৃতীয় অধ্যায়
জীবনের জন্য পানি
সংক্ষিপ্ত প্রশ্ন
১। পানিদূষণের দুটি কারণ লেখো।
উত্তর : পানিদূষণের দুটি কারণ নিম্নরূপ :
i. রাসায়নিক সারের প্রয়োগ।
ii. কীটনাশকের ব্যবহার।
তৃতীয় অধ্যায়
জীবনের জন্য পানি
সংক্ষিপ্ত প্রশ্ন
১। পানিদূষণের দুটি কারণ লেখো।
উত্তর : পানিদূষণের দুটি কারণ নিম্নরূপ :
i. রাসায়নিক সারের প্রয়োগ।
ii. কীটনাশকের ব্যবহার।
২। পরিবেশে পানিদূষণের দুটি প্রভাব লেখো।
উত্তর : পরিবেশে পানিদূষণের দুটি প্রভাব হলো—
i. দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
ii. পানিদূষণের ফলে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়।
৩। পানি শোধনের দুটি উপায় লেখো।
উত্তর : পানি শোধনের দুটি উপায় হলো—
i. ছাঁকন ও ii. ফোটানো।
৪।
উত্তর : পানির দুটি উৎস হলো—
i. বৃষ্টি ও ii. নদীনালা।
৫। পানি বিশুদ্ধকরণের দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো।
উত্তর : পানি বিশুদ্ধকরণের দুটি রাসায়নিক পদার্থ হলো—
i. ফিটকিরি ও ii. ব্লিচিং পাউডার।
৬। নিরাপদ পানির প্রয়োজনীয়তা কী?
উত্তর : আমাদের দেহের খাদ্য পরিপাকে এবং সঠিক তাপমাত্রা বজায় রাখতে নিরাপদ পানির প্রয়োজন।
৭। খাদ্য পরিপাকে পানি কী হিসেবে কাজ করে?
উত্তর : খাদ্য পরিপাকে পানি মাধ্যম হিসেবে কাজ করে।
৮। আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন যাবৎ পান করলে কোন ধরনের সমস্যা দেখা দিতে
পারে?
উত্তর : আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাতে-পায়ে এক ধরনের ক্ষত বা ঘা তৈরি হয়।
৯। দুটি পানিবাহিত রোগের নাম লেখো।
উত্তর : দুটি পানিবাহিত রোগ হলো—
i. কলেরা ও ii. টাইফয়েড।
১০। ছাঁকন কী?
উত্তর : ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন।
১১। ঘনীভবন কী?
উত্তর : বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে।
১২। বাষ্পীভবন কী?
উত্তর : তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন।
১৩। নিরাপদ পানির জন্য কতক্ষণ পানি ফোটাতে হবে?
উত্তর : জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য ২০ মিনিটের বেশি সময় ধরে পানি ফোটাতে হবে।
১৪। রাসায়নিক প্রক্রিয়ায় আমরা কিভাবে পানিকে নিরাপদ করতে পারি?
উত্তর : রাসায়নিক প্রক্রিয়ায় আমরা ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণমতো মিশিয়ে পানি নিরাপদ করতে পারি।
১৫। জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?
উত্তর : জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন।
১৬। মানুষের তৈরি পানির দুটি উৎসের নাম লেখো।
উত্তর : মানুষের তৈরি পানির দুটি উৎস হলো পুকুর ও নলকূপ।
১৭। নিরাপদ পানি কী?
উত্তর : মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই নিরাপদ পানি।
১৮। নিরাপদ পানির প্রয়োজনীয়তা কী?
উত্তর : আমাদের দেহের খাদ্য পরিপাকে এবং সঠিক তাপমাত্রা বজায় রাখতে নিরাপদ পানির প্রয়োজন।
১৯। নিরাপদ পানির জন্য কতক্ষণ পানি ফুটাতে হবে?
উত্তর : জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য ২০ মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে।
২০। উদ্ভিদ দেহের কত ভাগ পানি?
উত্তর : উদ্ভিদ দেহের প্রায় ৯০ ভাগ পানি।
২১। প্রাণীদেহের কত ভাগ পানি?
উত্তর : প্রাণীদেহের ৬০-৭০ ভাগ পানি।
২২। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে কে?
উত্তর : আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে পানি।
২৩। শিশির বলতে কী বোঝ?
উত্তর : রাতে ঘাস, গাছপালা ইত্যাদির ওপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে।
২৪। পানি বিশুদ্ধকরণ বলতে কী বোঝ?
উত্তর : মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ।
২৫। আকাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে কী সৃষ্টি করে?
উত্তর : আকাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে।
সম্পর্কিত খবর
পরিমিতি
বহু নির্বাচনী প্রশ্ন
১। একটি ঘনকের কতটি তল?
ক. ৪টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৬টি
২। সমবৃত্তভূমিক বেলনের বৃত্তাকার অংশের মোট ক্ষেত্রফল কত?
ক. πr2 খ. 2πr2
গ. 2πrh ঘ. 2πr (r+h)
৩। সমবৃত্তভূমিক বেলনের আয়তন কত?
ক. 2πr খ. πr2
গ. πr2h ঘ. 2πr2h
নিচের তথ্যের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ABCD একটি বর্গক্ষেত্রের দুটি কর্ণ AC ও BD।
৪। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?
ক. 2√2 খ. 4
গ. 2√4 ঘ. 4√2
৫।
ক. 4 একক খ. 6 একক
গ. 8 একক ঘ. 2 একক
৬। একটি সমবাহু ত্রিভুজের কোন ৩টির পরিমাপ—
ক. 900, 450, 450 L. 900, 300, 400
গ. 600, 600, 600 N. 700, 600, 500
৭। একটি ঘনক আকৃতির পাথরের এক বাহুর দৈর্ঘ্য
৫ সেন্টিমিটার হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে?
ক. 100 বর্গ সেন্টিমিটার
খ. 150 বর্গ সেন্টিমিটার
গ. 200 বর্গ সেন্টিমিটার
ঘ. 250 বর্গ সেন্টিমিটার
উত্তর : ১. ঘ ২. খ ৩. গ
৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ।
কবিতা
নতুন দেশ
রবীন্দ্রনাথ ঠাকুর
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘নতুন দেশ’ কবিতার উদ্দেশ্য কী?
ক. ইচ্ছা জাগ্রত করা
খ. পাঠে মনোযোগ বাড়ানো
গ. শিশুদের মনোবল বাড়ানো
ঘ. সৃজনশীলতা জাগ্রত করা
২। রবীন্দ্রনাথের শিশুতোষ গ্রন্থ কোনটি?
ক. খাপছাড়া খ. খেলনা
গ. মানসী ঘ. হ-য-ব-র-ল
৩। বাংলা সাহিত্যের কোন শাখা রবীন্দ্রনাথের হাতে প্রতিষ্ঠা লাভ করে?
ক. কবিতা খ. নাটক
গ. ছোটগল্প ঘ. উপন্যাস
৪।
ক. ডুবতে পারলে দেখি কে
খ. থাকে কেমন বেশে
গ. জলের ঢেউয়ে নাচে
ঘ. দাঁড়িয়ে নদীর তীরে
৫। ‘নতুন দেশ’ কবিতায় যে বিষয়গুলো ফুটে উঠেছে—
i. প্রকৃতির রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা
ii. শিশুর অভিমান
iii. অপার বিস্ময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। রবীন্দ্রনাথ ঠাকুর কী অভিধায় অভিহিত?
ক. পল্লীকবি খ. বিশ্বকবি
গ. জাতীয় কবি ঘ. বিদ্রোহী কবি
৭। শিশুটি প্রথম দিন কোথায় নৌকা দেখেছিল?
ক. মাঝ নদীতে খ. ঘাটের কাছে
গ. খালের পাশে ঘ. সমুদ্রে
৮।
ক. শহর খ. পাহাড়
গ. বাঘের ছানা ঘ. নারিকেল বন
৯। নৌকা চলে কিসের টানে?
ক. দাঁড়ের বলে খ. ভাটার টানে
গ. মাঝির শক্তিতে ঘ. পালের টানে
১০। ভাটার সাথে সম্পৃক্ততা রয়েছে—
i. সূর্য ii. চন্দ্র
iii. পৃথিবী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগত্টাকে’
১১। উদ্দীপকের কবিতাংশের সাথে তোমার পঠিত কবিতা কোনটি?
ক. সবার আমি ছাত্র খ. কুলি-মজুর
গ. নতুন দেশ ঘ. আমার বাড়ি
১২।
i. শিশুসুলভ আচরণ
ii. শিশুর মনের সাধ
iii. নতুনকে জানার ইচ্ছা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। ‘সোনার তরী’—কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীমউদ্দীন ঘ. মহাদেব সাহা
১৪। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১১ খ. ১৯১২
গ. ১৯১৩ ঘ. ১৯১৪
১৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. বনফুল খ. গীতাঞ্জলি
গ. নতুন দেশ ঘ. খাপছাড়া
১৬। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কত সালে?
ক. ১৮৯৯ খ. ১৯২০
গ. ১৯৪৩ ঘ. ১৯৪১
১৭।
ক. বলাকা খ. ক্ষণিকা
গ. সহজ পাঠ ঘ. তৃণাঙ্কুর
১৮। ‘ভাটা’ শব্দের অর্থ কী?
ক. জলের আগমন
খ. ভাটার গান
গ. বর্ধিত জল কমে যাওয়া
ঘ. জলের পতন
১৯। ‘নাইতে যখন যাই, দেখি সে/জলের টেউয়ে নাচে’—এখানে কোন দিকটি ফুটে উঠেছে?
ক. চেতনা খ. সৌন্দর্য চেতনা
গ. দৃষ্টিভঙ্গি ঘ. শিল্পবোধ
২০। জলের ঢেউয়ে কী নাচে?
ক. নৌকা খ. মাঠ
গ. শস্য ঘ. মাছ
উত্তর : ১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. খ
৬. খ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. গ
১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ঘ
১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ক।
বিষয়ভিত্তিক পরামর্শ
তোমাদের অনেকের কাছে পদার্থবিজ্ঞান অনেক কঠিন লাগে। ভয়ের কিছুই নেই। এ বিষয়ে রয়েছে দুটি অংশ। ২৫ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বরের সিকিউ।
পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভৌত জগত ও পরিমাপ, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, মহাকর্ষ, কাজ, শক্তি ও ক্ষমতা, পদার্থের গাঠনিক ধর্ম (আংশিক), পর্যায়বৃত্ত গতি এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব—এই আটটি অধ্যায় রয়েছে।
পদার্থবিজ্ঞানের একটা সুবিধা হলো—প্রতিটি অধ্যায় থেকে সাধারণত একটি করে সিকিউয়ের উত্তর দিতে হয়। যেহেতু তোমাকে আটটি মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেহেতু তুমি অল্প কয়েকটি অধ্যায় ভালোমতো পড়লেই সিকিউয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে।
স্পষ্টভাবে উত্তর লিখবে। কাটাকাটি এড়িয়ে চলবে। গাণিতিক সমস্যার ক্ষেত্রে সঠিকভাবে একক লিখবে। উচ্চতর দক্ষতাভিত্তিক সমাধানের ক্ষেত্রে সাধারণত তোমার কাছে একটি সিদ্ধান্ত চাওয়া হয়। সেটি লিখতে ভুলবে না। খাতা জমা দেওয়ার আগে অবশ্যই রিভিশন দেবে।
এক্সিকিউটিভ মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ইএমপিএ)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগে সামার-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ রয়েছে। ভর্তি পরীক্ষায় শীর্ষস্থান অধিকারীদের জন্য শতকরা ২০ ভাগ বৃত্তি ও সেমিস্টারসেরাদের উপবৃত্তি দেওয়া হবে।
কোর্স
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি অ্যানালিসিস।
যোগ্যতা
আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে।
আবেদন
এরই মধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সামাজিক বিজ্ঞান ভবনের ১১ তলার লোক প্রশাসন বিভাগের কার্যালয় থেকে আবেদন ফরম উত্তোলন করা যাবে। আবেদনের শেষ সময় ১৭ জুলাই।
যোগাযোগ
সামাজিক বিজ্ঞান ভবন (১১ তলা)
লোক প্রশাসন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
মোবাইল : ০১৭১১৯৮৫১৮৬, ০১৪০০৯৮৫১৮৬
ওয়েবসাইট
www.dupublicad.com