পার্পেচ্যুয়েটি কী?
উত্তর : যদি কোনো বার্ষিকীর কোনো সুনির্দিষ্ট সময় দেওয়া না থাকে বা অসীম সময় পর্যন্ত সমপরিমাণ টাকা জমা দেওয়া হয় বা গ্রহণ করা হয়, তবে তাকে পার্পেচ্যুয়েটি বলে।
৯। মিশ্র নগদ প্রবাহ কী?
উত্তর : যদি সমপরিমাণ টাকা না হয়ে অসমপরিমাণ টাকা জমা দেওয়া হয় বা গ্রহণ করা হয় এবং কোনো নির্দিষ্ট প্যাটার্ন অবলম্বন করা না হয়, তবে তাকে মিশ্র নগদ প্রবাহ বলে।
১০। চলমান চক্রবৃদ্ধি কী?
উত্তর : যদি চলমানভাবেই সুদ গণনা করা হয়, অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সময়ের সুদ গণনা করা হয়, তবে তাকে চলমান চক্রবৃদ্ধি বলে।
১১। কার্যকরী সুদের হার কী?
উত্তর : প্রকৃতপক্ষে যে হারে ঋণগ্রহীতাকে সুদ পরিশোধ করতে হয় সেই হারকে কার্যকরী সুদের হার বলে।
১২। চক্রবৃদ্ধি সুদ কী?
উত্তর : চক্রবৃদ্ধি সুদ বলতে সুদ ও আসলের ওপর একত্রে যে সুদ হিসাব করা হয় তাকে বোঝায়।
১৩। সাধারণ সুদের হার কী? উত্তর : যদি নির্দিষ্ট হারে আসল টাকার ওপর সুদ গণনা করা হয়, তবে তাকে স্বাভাবিক সুদের হার বলে।
১৪। ঋণ পরিশোধ তালিকা কী? উত্তর : প্রতিবছর সমপরিমাণ কিস্তি পরিশোধের জন্য যে তালিকা প্রস্তুত করা হয় তাকে ঋণ পরিশোধ তালিকা বলে।
১৫। বার্ষিক বৃত্তি কী?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ আন্তঃপ্রবাহ অথবা নগদ বহিঃপ্রবাহের ধারাকে বার্ষিক বৃত্তি বলে।
১৬। স্বাধীন প্রকল্প কী?
উত্তর : স্বাধীন প্রকল্প হলো সেই সব প্রকল্প যেখানে একটি প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সাথে সম্পর্কিত নয় বা স্বাধীন।
১৭। IDRA এর পূর্ণরূপ কী?
উত্তর : IDRA এর পূর্ণরূপ হলো— Insurance Development and Regulatory Authority।
১৮। মুদ্রাস্ফীতি কী?
উত্তর : কোনো দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে।
১৯। Rule ‘69’ বা বিধি-৬৯ কী?
উত্তর : বিধি-৬৯ বলতে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যেকোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত % সুদে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে বোঝায়।
২০। Rule ‘72’ বা বিধি-৭২ কী?
উত্তর : Rule ‘72’ বা বিধি-৭২ বলতে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যেকোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত % সুদে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে বোঝায়।
২১। নামিক সুদের হার কী?
উত্তর : ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক সুদের হারকে নামিক সুদের হার বলে।
২২। সুযোগ ব্যয় কী?
উত্তর : যখন কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় তখন তাকে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে।
ষষ্ঠ অধ্যায়
দীর্ঘমেয়াদি অর্থায়ন
১। দীর্ঘমেয়াদি অর্থায়ন কী?
উত্তর : সাধারণত পাঁচ বছর বা সাত বছরের অধিক সময়ের জন্য যে অর্থ সংগ্রহ ও ব্যবহার করা হয়, তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে।
২। অভ্যন্তরীণ অর্থায়ন কী?
উত্তর : কোনো ব্যবসায় প্রতিষ্ঠান নিজস্ব সম্পদ থেকে বা প্রতিষ্ঠানের ভেতর থেকে যে অর্থায়ন করে তাকে অভ্যন্তরীণ অর্থায়ন বলে।
৩। সংরক্ষিত মুনাফা কী?
উত্তর : যৌথ মূলধনী কোম্পানির মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে ব্যবসায়ে রেখে দেওয়া হয় তাকে সংরক্ষিত মুনাফা বলে।
৪। বাহ্যিক অর্থায়ন কী?
উত্তর : কোনো ব্যবসায় প্রতিষ্ঠান নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন না করে বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে অর্থায়ন করলে তাকে বাহ্যিক অর্থায়ন বলে।
৫। বন্ড কী?
উত্তর : বন্ড হলো দীর্ঘমেয়াদি ঋণের দলিল, যা কোনো করপোরেশন বা সরকার ইস্যু করে থাকে
৬। ট্রেজারি বন্ড কী?
উত্তর : সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদি বন্ডকে ট্রেজারি বন্ড বলে।
৭। করপোরেট বন্ড কী?
উত্তর : করপোরেশন কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদি ঋণের দলিল অর্থাৎ বন্ডকে করপোরেট বন্ড বলে।
৮। লিখিত মূল্য কী?
উত্তর : বন্ডের মেয়াদ শেষে ঋণদাতাকে যে মূল্য পরিশোধ করা হয় তাকে লিখিত মূল্য বলে। বন্ডের গায়ে লিখিত মূল্যকে অভিহিত মূল্যও বলে।