ইংল্যান্ডে বাণিজ্যিক মন্দা দেখা দেয় কত সালে?
উত্তর : ইংল্যান্ডে বাণিজ্যিক মন্দা দেখা দেয় ১৮৬০ সালে।
২৮। বিভারিজের সুপারিশের ওপর ভিত্তি করে ইংল্যান্ডে কয়টি সামাজিক আইন প্রণীত হয়?
উত্তর : বিভারিজের সুপারিশের ওপর ভিত্তি করে ইংল্যান্ডে পাঁচটি সামাজিক আইন প্রণীত হয়
২৯। কত সালে Poor Law Board গঠন করা হয়?
উত্তর : ১৮৪৭ সালে Poor Law Board গঠন করা হয়।
৩০। ইংল্যান্ডের দান সংগঠন সমিতি গঠিত হয় কত সালে?
উত্তর : ইংল্যান্ডের দান সংগঠন সমিতি গঠিত হয় ১৮৬৯ সালে। ৩১। ১৬০১ সালের দরিদ্র আইনে দরিদ্রদের কয়টি ভাগে ভাগ করা হয়?
উত্তর : ১৬০১ সালের দরিদ্র আইনে দরিদ্রদের ৩টি ভাগে ভাগ করা হয়।
৩২। পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় কখন?
উত্তর : পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় শিল্প বিপ্লবের পরে।
৩৩। বিভারিজ রিপোর্ট পেশ করেন কে?
উত্তর : বিভারিজ রিপোর্ট পেশ করেন ইংল্যান্ডের বিখ্যাত অর্থনীতিবিদ স্যার উইলিয়াম বিভারিজ।
৩৪। ‘দরিদ্রতার জন্য ব্যক্তি নিজেই দায়ী।’—মন্তব্যটি কার?
উত্তর : ‘দরিদ্রতার জন্য ব্যক্তি নিজেই দায়ী।’—মন্তব্যটি মনীষী থমাস চালমাসের।
৩৫। আমেরিকার গৃহযুদ্ধের সময়কাল কত?
উত্তর : আমেরিকার গৃহযুদ্ধের সময়কাল ১৮৬৫-১৮৭১।
৩৬। আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দেয় কত সালে?
উত্তর : আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দেয় ১৮৭৩ সালে।
৩৭। সমাজকর্ম পেশার বিকাশে COS-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
উত্তর : সমাজকর্ম পেশার বিকাশে COS-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সমাজকর্মের পেশাগত শিক্ষার সূচনা।
৩৮। কে সর্বপ্রথম সমাজকর্মের প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর : এনা এল ডয়েস সর্বপ্রথম সমাজকর্মের প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব উত্থাপন করেন।
৩৯। Trainning School for Applied Philanthropy-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : Trainning School for Applied Philanthropy-এর প্রতিষ্ঠাতা মেরি রিচমন্ড।
৪০। ‘Charities Review’ পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ‘Charities Review’ পত্রিকা প্রকাশিত হয় ১৮৯১ সালে।
৪১। বিভারিজ রিপোর্টে উল্লিখিত পঞ্চদৈত্য কী?
উত্তর : বিভারিজ রিপোর্টে উল্লিখিত পঞ্চদৈত্য হলো—অভাব, রোগ, অজ্ঞতা, মলিনতা ও অলসতা।
৪২। NASW কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : NASW প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে।
৪৩। কয়টি পেশাগত সংগঠনের সমন্বয়ে NASW গঠিত হয়?
উত্তর: সাতটি পেশাগত সংগঠনের সমন্বয়ে NASW গঠিত হয়।
৪৪। সমাজকর্ম পেশার বিশ্বজনীন সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত কোনটি?
উত্তর : সমাজকর্ম পেশার বিশ্বজনীন সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত NASW.
৪৫। NASW প্রকাশিত সমাজকর্মের মুখপত্র হিসেবে বিবেচিত পত্রিকার নাম কী?
উত্তর : NASW প্রকাশিত সমাজকর্মের মুখপত্র হিসেবে বিবেচিত পত্রিকার নাম
The Social Work.
৪৬। ‘Social Diagnosis’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘Social Diagnosis’ গ্রন্থটির লেখক মেরি রিচমন্ড।
৪৭। বিভারিজ রিপোর্ট কত সালে প্রকাশিত হয়?
উত্তর : বিভারিজ রিপোর্ট প্রকাশিত হয় ১৯৪২ সালে।
৪৮। ১৬০১ সালের দরিদ্র আইন কত সালে সংস্কার করা হয়?
উত্তর : ১৬০১ সালের দরিদ্র আইন ১৮৩৪ সালে সংস্কার করা হয়।
৪৯। COS এর পূর্ণরূপ কী?
উত্তর : COS এর পূর্ণরূপ Charity Organization Society.
৫০। COS গঠনে কোন নীতি অনুসৃত হয়?
উত্তর : COS গঠনে ‘আত্মসাহায্যের দর্শন’ নীতি অনুসৃত হয়?
৫১। কোন প্রতিষ্ঠান সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ড নির্ধারণ করে?
উত্তর : NASW সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ড নির্ধারণ করে?
৫২। CSWE-এর পূর্ণরূপ কী?
উত্তর : CSWE-এর পূর্ণরূপ Council on Social Work Education.
৫৩। কোথায় সমাজকর্ম পেশা পরিপূর্ণতা পায়?
উত্তর : আমেরিকায় সমাজকর্ম পেশা পরিপূর্ণতা পায়?
৫৪। ১৬০১ সালের দরিদ্র আইনে কাদেরকে Sturdy Beggers বলা হতো?
উত্তর : ১৬০১ সালের দরিদ্র আইনে সক্ষম দরিদ্রদের Sturdy Beggers বলা হতো
৫৫। NASW-এর পূর্ণরূপ কী?
উত্তর: NASW-এর পূর্ণরূপ National Association of Social Workers.
৫৬। আমেরিকায় কত সালে CSWE গঠিত হয়?
উত্তর : আমেরিকায় কত সালে CSWE গঠিত হয় ১৯৫২ সালে।