কবিতা
বঙ্গবাণী
আব্দুল হাকিম
[পূর্ব প্রকাশের পর]
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
উদ্দীপক-১ : ‘হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন
তা সবে অবোধ আমি অবহেলা করি।’
উদ্দীপক-২ : ‘প্রভাতফেরি, প্রভাতফেরি আমায় নেবে সঙ্গে
বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে।’
১২। উদ্দীপক-১-এর সাথে ‘বঙ্গবাণী’ কবিতার কোন পঙিক্তটি সাদৃশ্যপূর্ণ?
ক) সর্ববাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন
খ) মারফত ভেদে যার নাহিক গমন
গ) হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ
ঘ) যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী
১৩।
উদ্দীপক-২ : ‘বঙ্গবাণী’ কবিতার কবির মনোভাবের সাথে যেদিকে সাদৃশ্যপূণ—
i. স্বভাষার প্রতি শ্রদ্ধা
ii. বাংলা অবজ্ঞাকারীর প্রতি ক্ষোভ iii. স্বদেশের প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) iii ঘ) i, ii ও iii
১৪। ‘বঙ্গবাণী’ কবিতার প্রতিপাদ্য বিষয়—
i. দেশী ভাষার প্রতি মমত্ববোধ
ii. বাংলা ভাষার প্রতি মমত্ববোধ
iii. সব ভাষার প্রতি মমত্ব প্রকাশ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। কোন চরণ দ্বারা শিকড়হীন পরগাছা স্বভাবের লোকদের বোঝানো হয়েছে?
ক) হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ খ) মারফত ভেদে যার নাহিক গমন
গ) সে সব কাহার জন্ম নির্ণয় না জানি ঘ) দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়
১৬। ‘বঙ্গবাণী’ কবিতায় কবি আরবি-ফারসি ভাষার প্রতি কেমন মনোভাব প্রদর্শন করেছেন?
ক) সহনশীল খ) বিদ্বেষ গ) বিরাগপূর্ণ ঘ) বিরূপ
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আবিদ সাহেব তাঁর ছোট্ট মেয়েকে একটা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করাতে গেলেন।
স্কুলের তরুণ শিক্ষকদের সাথে কথা বলে তার মন খারাপ হলো। তারা এমনভাবে ইংরেজি মেশানো বাংলা বিকৃত উচ্চারণ করছে যে বিশুদ্ধ বাংলা ভাষা খুঁজে পাওয়াই যাচ্ছে না। তিনি মেয়েকে ভর্তি করবেন না সিদ্ধান্ত নিলেন।
১৭।
আবিদ সাহেবের মন খারাপ হওয়া ‘বঙ্গবাণী’ কবিতার কবি আবদুল হাকিমের যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো—
i. ইরেজিবিদ্বেষ
ii. বাংলা ভাষার প্রতি ভালোবাসা iii. তারুণ্যবিদ্বেষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii গ) i ও iii ঘ) i, ii ও iii
১৮। আবিদ সাহেবের অনুভূতির প্রকাশ ঘটেছে কোন চরণে?
ক) দেশী ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ খ) বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী
গ) দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় ঘ) সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন
১৯। কবি আবদুল হাকিম কোন শতকের কবি?
ক) পঞ্চদশ খ) ষষ্ঠদশ গ) সপ্তদশ ঘ) অষ্টাদশ
২০। আরবি-ফারসি শাস্ত্রে কবি আবদুল হাকিমের রাগ নেই কেন?
ক) এ ভাষা অত্যন্ত শ্রুতিমধুর খ) ধর্মীয় অনুভূতির প্রবলতা
গ) গুরুজনদের উপদেশ ঘ) সব ভাষার প্রতি শ্রদ্ধাশীলতা
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘এই যে আমার দেশ আহা এই যে আমার বাড়ি
এই বাংলাদেশের লাইগা আমি জীবন দিতে পারি।’
২১।
উদ্দীপকের সাথে ‘বঙ্গবাণী’ কবিতার কোন চরণের সাদৃশ্য দেখা যায়?
ক) তে কাজে নিবেদি বাংলা করিয়া চান
খ) যে সবেতে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী
গ) দেশী ভাষা উপদেশ মনে হিত অতি
ঘ) মাতা-পিতা ক্রমে বঙ্গেত বসতি
২২। উদ্দীপক ও ‘বঙ্গবাণী’ কবিতায় ফুটে উঠেছে—
i. দেশপ্রেম ii. মাতৃভাষার প্রতি ভালোবাসা
iii. মাতৃভূমির প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
২৩। নিজের পরিশ্রম দিয়ে কবি আবদুল হাকিম কাকে তুষ্ট করেন?
ক) স্রষ্টাকে খ) সবাইকে গ) জনগণকে ঘ) শাসককে
২৪। ‘বঙ্গবাণী’ কবিতায় আবদুল হাকিমের কোন অনুভূতি প্রকাশিত হয়েছে?
ক) দুর্বার ক্ষোভের অনুভূতি খ) চাপা আক্রোশের অনুভূতি
গ) অনন্য মমত্বের অনুভূতি ঘ) অসহনীয় বিরক্তির ভাব
উত্তর : ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. ক ।