kalerkantho

সোমবার । ২৮ নভেম্বর ২০২২ । ১৩ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সমাজকর্ম দ্বিতীয় পত্র

একাদশ শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ. সাভার সরকারি কলেজ সাভার, ঢাকা

৬ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচতুর্থ অধ্যায়

সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা (দ্বিতীয় অংশ)

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

১। গণমাধ্যমের ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক) Media  

খ) Print Media    

গ) Mass Media         

ঘ) Social Media

২। ‘Mass’ শব্দের অর্থ কী?

ক) ক্ষুদ্র জনগোষ্ঠী               খ) শিক্ষিত জনগোষ্ঠী

গ) দরিদ্র জনগোষ্ঠী        

ঘ) বৃহৎ জনগোষ্ঠী

৩। ‘Mass Communication Theory’ গ্রন্থটির রচয়িতা কে?

ক) RP Molo    খ) DS Mehta    গ) D McQuail     

ঘ) Maclver

৪।

বিজ্ঞাপন

Chester Bernard গণমাধ্যমকে কয় ভাগে ভাগ করেছেন?

ক) ২ ভাগে   খ) ৩ ভাগে   গ) ৪ ভাগে   ঘ) ৫ ভাগে

৫। কোনটি ‘সমাজের দর্পণ’ হিসেবে কাজ করে?

ক) মূল্যবোধ  খ) গণমাধ্যম গ) বিভিন্ন প্রথা  ঘ) আইন

৬। উপমহাদেশের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?

ক) সমাচার দর্পণ    খ) আজাদ   গ) তহযিব-উল আখলাক     ঘ) সওগাত

৭। ইন্টারনেট কত সালে আবিষ্কৃত হয়?

ক) ১৯৫৯    খ) ১৯৬৯    গ) ১৯৭৯    ঘ) ১৯৮১

৮। কাদের পরিবর্তন প্রতিনিধি হিসেবে চিহ্নিত করা হয়?

ক) সমাজকর্মীদের               খ) সরকারি চাকরিজীবীদের

গ) কর্মজীবী মহিলাদের      ঘ) চিকিত্সকদের

 

উত্তর : ১. গ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. ক।সাতদিনের সেরা