ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

নবম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলাদেশ ও বিশ্বপরিচয়

  • শিকদার মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, মাদারটেক আ. আজিজ স্কুল অ্যান্ড কলেজ, বাসাবো, সবুজবাগ, ঢাকা
অন্যান্য
অন্যান্য
শেয়ার
নবম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলাদেশ ও বিশ্বপরিচয়
নূর হোসেন ১৯৮৭ সালে পুলিশের গুলিতে নিহত হন

দ্বিতীয় অধ্যায়

স্বাধীন বাংলাদেশ

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

 

২৭। ‘অপারেশন সার্চলাইট’ শুরু হয়—

     ক) ২৫ মার্চ রাতে    খ) ২৬ মার্চ রাতে         গ) ২৭ মার্চ রাতে    ঘ) ১৭ এপ্রিল রাতে

২৮। কত সালে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন। 

     ক) ১৯৮৫    খ) ১৯৮৬    গ) ১৯৮৭    ঘ) ১৯৮৮

২৯।

  পাকিস্তান গণপরিষদে দেশের সংবিধান প্রণয়ন করতে কত বছর সময় লাগে?

     ক) ৭ খ) ৮ গ) ৯ ঘ) ১০

৩০। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, কারো প্রতি বৈরী আচরণ সমর্থন করবে না—উক্তিটি কার?

     ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান           খ) এ এইচ এম কামারুজ্জামান

     গ) খাজা নাজিমুদ্দীন   ঘ) সৈয়দ নজরুল ইসলাম

৩১। শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্বজনমত সৃষ্টি করে কোনটির দ্বারা?

     ক) কবিতা রচনা করে খ) গান গেয়ে

     গ) চলচ্চিত্র তৈরি করে ঘ) ছবি এঁকে

৩২। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী খাদ্যসংকট, দুর্নীতি এবং ষড়যন্ত্র রোধে বঙ্গবন্ধু সরকার কোন কর্মসূচি গ্রহণ করেছিল?

     ক) রিলিফ প্রদান    

     খ) শিক্ষার জাতীয়করণ      গ) বাকশাল গঠন    ঘ) সংবিধান প্রণয়ন

৩৩।

‘অপারেশন সার্চলাইট’ কী?

     ক) যুদ্ধপ্রস্তুতি  খ) গণহত্যা   গ) আলোর সন্ধান    ঘ) নৌ-ঘাঁটি আক্রমণ

৩৪। মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন—

     ক) তাজউদ্দীন আহমদ  খ) এ এইচ এম কামারুজ্জামান     

     গ) খন্দকার মোশতাক

     ঘ) কর্নেল এম এ জি ওসমানী

 ৩৫। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল?

     ক) শ্রমিক    খ) কৃষক     গ) চাকরিজীবী     

     ঘ) ছাত্র

৩৬। মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটিতে সদস্য ছিলেন—

     ক) কমরেড মণি সিংহ খ) এম মনসুর আলী গ) এ এইচ এম কামারুজ্জামান

     ঘ) সৈয়দ নজরুল ইসলাম

৩৭।

কত হাজার পাকসেনা নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে?

     ক) ৯২ খ) ৯৩ গ) ৯৪ ঘ) ৯৫

৩৮। বঙ্গবন্ধুর বাকশাল গঠনের উদ্দেশ্য কী ছিল?

     ক) এককেন্দ্রিক সরকার প্রতিষ্ঠা            খ) একদলীয় শাসন কায়েম

     গ) পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন        

     ঘ) শোষণমুক্ত রাষ্ট্র গঠন

৩৯। কখন অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয়?

     ক) ১৫ মার্চ  খ) ১৭ মার্চ  গ) ২১ মার্চ 

     ঘ) ২৮ মার্চ

৪০। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে?

     ক) রাজনৈতিক সংগঠন খ) প্রবাসী বাঙালি    গ) বুদ্ধিজীবী       

     ঘ) গণমাধ্যম

৪১। ১৯৭১ সালে কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?

     ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান     

     খ) শেরেবাংলা এ কে ফজলুল হক

     গ) সৈয়দ নজরুল ইসলাম    ঘ) তাজউদ্দীন আহমদ

৪২।

অপারেশন সার্চলাইটের পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ছিলেন—

     ক) জেনারেল নিয়াজি  খ) ইয়াহিয়া খান          গ) টিক্কা খান      

     ঘ) জুলফিকার আলী ভুট্টো

৪৩। ১৯৭১ সালের ১১ এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে?

     ক) তাজউদ্দীন আহমদ  খ) সৈয়দ নজরুল ইসলাম    গ) ক্যাপ্টেন এম মনসুর আলী

     ঘ) এ এইচ এম কামারুজ্জামান

৪৪। বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে।

     ক) ১৯৭২    খ) ১৯৭৩    গ) ১৯৭৪    ঘ) ১৯৭৬

৪৫। কোন সালে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হয়েছিল।

     ক) ১৯৯৩    খ) ১৯৯৪    গ) ১৯৯৫    ঘ) ১৯৯৬

৪৬। বাংলাদেশ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রধান রাজনৈতিক দল কোনটি?

     ক) পিডিপি  

     খ) মুসলিম লীগ           গ) আওয়ামী লীগ    ঘ) ন্যাপ

৪৭। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন?

     ক) সৈয়দ নজরুল ইসলাম    খ) খন্দকার মোশতাক আহমদ

     গ) তাজউদ্দীন আহমদ ঘ) এম মনসুর আলী

৪৮। রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

     ক) সৈয়দ নজরুল ইসলাম    খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  

     গ) এম মনসুর আলী  ঘ) তাজউদ্দীন আহমদ

৪৯। বাংলাদেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মূল কারণ ছিল—

            i. অর্থনৈতিক মুক্তি

            ii. পাক প্রশাসনের প্রতি ঘৃণা

            iii. বাঙালি জাতীয়তাবোধ

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii

     খ) i ও iii

     গ) ii ও iii       

     ঘ) i, ii ও iii

৫০। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?

     ক) রমনা পার্ক           খ) বোটানিক্যাল গার্ডেন গ) সোহরাওয়ার্দী উদ্যান     ঘ) শিশুপার্ক

 

     উত্তর : ২৭. ক ২৮. গ ২৯. গ ৩০. ক ৩১. খ ৩২. খ ৩৩. খ ৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. খ ৩৮. ঘ ৩৯. খ ৪০. ক ৪১. ক ৪২. গ ৪৩. ক ৪৪. ক ৪৫. ঘ ৪৬. গ ৪৭. গ ৪৮. খ ৪৯. ঘ ৫০. খ।

মন্তব্য

সম্পর্কিত খবর

পরীক্ষার ফরম পূরণ : জাতীয় বিশ্ববিদ্যালয়

শেয়ার
পরীক্ষার ফরম পূরণ : জাতীয় বিশ্ববিদ্যালয়

বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার (নতুন ও পুরনো সিলেবাস অনুযায়ী) ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে।

 

শর্তাবলি

নিয়মিত শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ ২০২৪ এবং অনিয়মিত বা মান উন্নয়ন শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ ২০২২ বা ২০২৩ হতে হবে। এই শিক্ষাবর্ষের বাইরে কেউ ফরম পূরণ করতে পারবে না। প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করেনি, এমন শিক্ষার্থীরাও ফরম পূরণ করতে পারবে না।

২০২৩ সালের পরীক্ষায় C D গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা এবারই মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। একবারের বেশি কোনো শিক্ষার্থী মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যারা সিজিপিএ ২.৫ বা এর ওপরে পেয়েছে তারাও মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। 

 

পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার কোর্সের নতুন রেগুলেশন ২০১৭ এবং পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

আবেদন
নির্দিষ্ট ওয়েসসাইটে আবেদন ফরম পাওয়া যাবে। ৩০ জুলাইয়ের মধ্যে অনলাইন থেকে এই ফরম সংগ্রহ করতে হবে। কলেজ কর্তৃক অনলাইনে ডেটা এন্ট্রি বা ফরম পূরণ করার শেষ তারিখ ৩১ জুলাই। ফরম পূরণের ফি সোনালি সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়ার তারিখ ৩ থেকে ৪ আগস্ট।

 

ফি

প্রতি পত্র ৫০০ টাকা। মান উন্নয়ন বা গ্রেড উন্নয়নের জন্যও একই পরিমাণ ফি (৫০০ টাকা) পরিশোধ করতে হবে।

মৌখিক পরীক্ষার ফি (প্রতি পত্র) ৬০০ টাকা। সাময়িক সনদ ফি ৩০০ টাকা।  যারা আগে ফরম পূরণ করেছে তাদের জন্য এই ফি প্রযোজ্য নয়।

ট্রান্সক্রিপ্ট প্রতি পত্র ৫০০ টাকা।

 

ওয়েবসাইট
www.na.ac.bd

 

মন্তব্য

এইচএসসির প্রস্তুতি : উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র

    মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

৪১।       নিয়মিত অযাচিত পণ্য কী?

  উত্তর : যেসব অযাচিত পণ্য বাজারে বহুদিন যাবৎ থাকলেও ক্রেতারা অবহিত নয় বা অবহিত হলেও ক্রয়ের জন্য প্রয়োজন বোধ করে না সেগুলোকে নিয়মিত অযাচিত পণ্য বলে। যেমন—বিশ্বকোষ, জীবনবিমা পলিসি।

৪২।

       অযাচিত পণ্য কী?

  উত্তর : যেসব ভোগ্যপণ্য ক্রেতার ধারণায় নেই বা নজরে পড়েনি অথবা নজরে পড়লেও কিনতে চায়নি সেসব পণ্যকে অযাচিত পণ্য বলে। যেমন—জীবনবিমা পলিসি।

৪৩।       শিল্প পণ্য কী?

  উত্তর : পণ্য উৎপাদন, উৎপাদনে সহায়তাদান, চূড়ান্ত ভোগের আগে পণ্যের প্রমিতকরণ ও পর্যায়িতকরণ বা আংশিক উৎপাদিত পণ্যের চূড়ান্ত রূপদান প্রক্রিয়ায় ব্যবহৃত পণ্যকে শিল্প পণ্য বলে।

৪৪। PLC-এর পূর্ণরূপ কী?

  উত্তর : Product Life Cycle.

৪৫।       পণ্যের জীবনচক্র কী?

  উত্তর : বাজারে পণ্য সর্বপ্রথম প্রবর্তনের পর থেকে শুরু করে একেবারে বিলীন হয়ে যাওয়া পর্যন্ত একের পর এক লক্ষণীয় যে পর্যায়গুলো অতিক্রম করে তাকে পণ্যের জীবনচক্র বলে।

৪৬।

       বাজারজাতকরণের গুরু বা জনক কে?

  উত্তর : বাজারজাতকরণের জনক হলো Professor Philip Kotler.

৪৭। Philip Kotler-এর বাজারজাতকরণের সংজ্ঞাটি লেখো।

  উত্তর : ‘বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোম্পানি ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের উদ্দেশ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে।’

৪৮।       কখন এবং কোথায় সর্বপ্রথম Marketing শব্দটির উদ্ভব হয়েছিল?

  উত্তর : ১৯০৬-১৯১১ খ্রিস্টাব্দের মধ্যে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে

Marketing

 শব্দটির উদ্ভব হয়েছিল।

৪৯।       বাজার অফার কী?

  উত্তর : প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি বিধানের জন্য পণ্য, সেবা, তথ্য বা অভিজ্ঞতার সমন্বয়ে যা বাজারে উপস্থাপন করা হয় তাকে বাজার অফার বলে।

৫০।       পণ্য কী?

  উত্তর : মানুষের প্রয়োজন ও অভাব পূরণ করতে সক্ষম এমন দৃশ্যমান বা অদৃশ্যমান বস্তুকে পণ্য বলে।

৫১।       শপিং কী?

  উত্তর : ব্যক্তিগত, পারিবারিক বা অন্য কোনো ভোগের উদ্দেশ্যে পণ্য, সেবা বা ধারণার ক্রয়কে শপিং বলে।

৫২।       মার্কেটিংয়ের প্রথম উদ্দেশ্য কী?

  উত্তর : মার্কেটিংয়ের প্রথম উদ্দেশ্য হচ্ছে উচ্চতর ক্রেতা ভ্যালুর অঙ্গীকারের মাধ্যমে নতুন ক্রেতা আকৃষ্ট করা।

৫৩।       ভোক্তা কী?

  উত্তর : যে ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য বা সেবা  শুধু চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে ব্যবহার করে, তাকে ভোক্তা বলে।

৫৪।       বাজারজাতকরণ কার্যাবলি কী?

  উত্তর : ভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সম্পাদিত কার্যাবলিকে বাজারজাতকরণ কার্যাবলি বলে।

৫৫।       বিক্রয় কী?

  উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় তাকে বিক্রয় বলে।

৫৬।       পরিবহন কী?

  উত্তর : মার্কেটিংয়ের যে কাজের মাধ্যমে সর্বোত্তম উপায়ে যাত্রীসাধারণ ও পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় এবং স্থানগত উপযোগ সৃষ্টি করে তাকে পরিবহন বলে।

৫৭।       গুদামজাতকরণ কী?

  উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্য উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ করে সময়গত উপযোগ সৃষ্টি করা হয় তাকে গুদামজাতকরণ বলে।

৫৮।       প্রমিতকরণ বা মান নির্ধারণ কী?

  উত্তর : ক্রেতা পণ্যের যে বিশেষ গুণাগুণ প্রত্যাশা করে তার ভিত্তিতে বিভিন্ন শ্রেণির পণ্যের বিশেষ মান তালিকা প্রস্তুত করাকে প্রমিতকরণ বা মান নির্ধারণ বলে।

৫৯।       পর্যায়িতকরণ বা গ্রেডিং বা শ্রেণিবদ্ধকরণ কী?

  উত্তর : প্রমিতকরণের ভিত্তিতে পণ্যের প্রতিষ্ঠিত মানের বিভিন্ন শ্রেণিতে বিভক্তকরণ করা হলে তাকে পর্যায়িতকরণ বা গ্রেডিং বলে।

৬০।       মোড়কীকরণ বা প্যাকেজিং কী?

  উত্তর : পণ্যকে নিরাপদ রাখা, গুণগত মানের সুরক্ষা, ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা, সহজ বহনযোগ্যতা, ক্রেতা আকৃষ্ট করা এবং চূড়ান্ত ভোক্তার কাছে অবিকল ও অবিকৃত অবস্থায় পৌঁছানোর জন্য পণ্যের ওপর আবরণ সৃষ্টি করার সমস্ত প্রক্রিয়াকে মোড়কীকরণ বা প্যাকেজিং বলে।

৬১।       বিজ্ঞাপন কী?

  উত্তর : কোনো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা ও ধারণা প্রসারের নিমিত্তে অর্থ প্রদত্ত নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে।

৬২।       বাজারজাতকরণ ঝুঁকি কী?

  উত্তর : অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনার দ্বারা বাজারজাতকরণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে।

৬৩।       কারিগরি ঝুঁকি কী?

  উত্তর : উৎপাদন ক্ষমতা অনুযায়ী পণ্য উৎপাদন করা না গেলে কাঁঁচামালের অপচয়, অধিক উৎপাদন ব্যয়, যন্ত্রপাতির অসতর্ক ব্যবহারজনিত যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কারিগরি ঝুঁকি বলে।

৬৪।       হেজিং বা আত্মরক্ষার্থে ফটকা কারবার কী?

  উত্তর : ক্ষতিপূরণমূলক লেনদেন দ্বারা লোকসানের হাত থেকে আত্মরক্ষা করা, নগদ ও ভবিষ্যৎ চুক্তির মাধ্যমে ঝুঁকি হ্রাস করার প্রক্রিয়াকে হেজিং বা আত্মরক্ষার্থে ফটকা কারবার বলে।

৬৫।       বন্ডেড ওয়্যারহাউজ কী?

  উত্তর : আমদানিকারক কর্তৃক কাস্টমস ডিউটি পরিশোধ না করা পর্যন্ত আমদানীকৃত পণ্য যে গুদামে সংরক্ষণ করা হয় তাকে বন্ডেড ওয়্যারহাউজ বলে।

৬৬।       ভোক্তা বাজার কী?

  উত্তর : চূড়ান্ত ভোক্তার ব্যক্তিগত বা পরিবারের সদস্যদের ভোগ বা ব্যবহারের উদ্দেশে পণ্য বা সেবা ক্রয় করলে তাকে ভোক্তা বাজার বলে।

৬৭।       শিল্প বা ব্যবসায় বাজার কী?

  উত্তর : যে বাজারের সদস্যরা পণ্য ও সেবা ক্রয়কারী প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে গঠিত, যারা অন্যের কাছে বিক্রয়, ভাড়া দেওয়া, পুনরায় উৎপাদন বা সরবরাহ করার জন্য অন্যান্য পণ্য ও সেবা উৎপাদনে সহায়তা করে তাকে শিল্প বাজার বা ব্যবসায় বাজার বলে।

৬৮।       উৎপাদকের বাজার কী?

  উত্তর : যেসব প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের উদ্দেশ্য বা শিল্প-কারখানায় ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, তাদেরকে উৎপাদকের বাজার বলে।

৬৯।       বাজার বিভক্তিকরণ কী?

  উত্তর : বৈসাদৃশ্যপূর্ণ সমগ্র বাজারকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে সমবৈশিষ্ট্যপূর্ণ কিছু উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে।

৭০।       Marketing Mix-এর জনক কে?

  উত্তর : Marketing Mix-এর জনক Professor Neil H Borden।

৭১।       সর্বপ্রথম কখন Marketing Mix সম্পর্কে জানা যায়?

  উত্তর : সর্বপ্রথম ১৯৫০ খ্রিস্টাব্দে Marketing Mix সম্পর্কে জানা যায়।

৭২।  Marketing Mix সম্পর্কিত প্রবন্ধটির নাম কী?

  উত্তর :  Marketing Mix সম্পর্কিত প্রবন্ধটির নাম ‘The Concept of Marketing Mix’।

৭৩।       বাজারজাতকরণ মিশ্রণ কী?

  উত্তর : পণ্য, সেবা, ধারণা বাজারজাতকরণের জন্য প্রতিষ্ঠান যেসব নিয়ন্ত্রণযোগ্য চলক ব্যবহার করে সেগুলোর সংমিশ্রিত রূপকে বাজারজাতকরণ মিশ্রণ বলে।

৭৪।       মূল্য কী?

  উত্তর : পণ্য বা সেবা ভোগের মাধ্যমে ভোক্তা যে সুবিধা পায় তার বিনিময়ে বিক্রেতাকে যে পরিমাণ অর্থ প্রদান তাকে মূল্য বলে।

 

 

মন্তব্য

ষষ্ঠ শ্রেণি : ইংরেজি দ্বিতীয় পত্র

    সুমন ভূইয়া, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
শেয়ার
ষষ্ঠ শ্রেণি : ইংরেজি দ্বিতীয় পত্র

Identification of

parts of speech

     Identify the parts of speech of the underlined words in the following passage.

[cƒeÆcÉKvGki ci]

8.                    She (a) wore a (b) beautiful dress (c) (to the party. Everyone complimented (d) her on her (e) elegant appearance. She danced (f) joyfully with her (g)  friends. The music was (h) loud, but she didn’t (i) mind. She felt (j) truly happy.


Answer

     (a) wore = verb

     (b) beautiful = adjective

     (c) to = preposition

     (d) her = pronoun

     (e) elegant = adjective

     (f) joyfully = adverb

     (g) friends = noun

     (h) loud = adjective

     (i) mind = verb

     (j) truly = adverb

 

9. The (a) brave knight fought (b) fearlessly agains t the (c) dragon. His (d) shining armor gleamed (e) in the sun. The battle was (f) long and difficult, but the knight (g) never
gave up. (h) Finally, he defeated the
beas t. The villagers cheered (i) loudly, celebrating (j) his victory.

    
Answer

     (a) brave = adjective

     (b) fearlessly = adverb

     (c) dragon = noun

     (d) shining = adjective

     (e) in = preposition

     (f) long = adjective

     (g) never = adverb

     (h) Finally = adverb

     (i) loudly = adverb

     (j) his = pronoun

 

10.                  The (a) clever fox crept (b) silently through the (c) bushes. It was searching (d) for food. A (e) small rabbit hopped (f) nearby. The fox watched (g) it intently. (h) Suddenly, it pounced. (i) However, the rabbit was (j) too fas t and escaped.


Answer

     (a) clever = adjective

     (b) silently = adverb

     (c) bushes = noun

     (d) for = preposition

     (e) small = adjective

     (f) nearby = adverb

     (g) it = pronoun

     (h) Suddenly = adverb

     (i) However = adverb

     (j) too = adverb

 

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : অর্থনীতি

    জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সীগঞ্জ
শেয়ার
নবম ও দশম শ্রেণি : অর্থনীতি

দ্বিতীয় অধ্যায় : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

  নিচের ছকটি লক্ষ করো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

ছক-ক

ছক-খ

বন্ধুদের গান শোনানো

হকারি করা

শখের বশে ছবি আঁকা

চাষাবাদ করা

 

২৪।  ছক-ক দ্বারা কোন ধরনের কার্যাবলিকে নির্দেশ করে?

  ক. অর্থনৈতিক কাজ 
খ. অ-অর্থনৈতিক কাজ     

  গ. সাধারণ কাজ   
ঘ. শ্রমিকের কাজ

২৫।       ছক-খ-এ বর্ণিত কাজের মূল প্রেরণা হলো

  ক. চিত্তবিনোদন
খ.শরীর ঠিক রাখা     

  গ. জীবিকা সংগ্রহ করা                                                     ঘ. সাধারণ কাজ

২৬।  নিচের কোনটি সম্পদ হিসেবে বিবেচিত নয়?  

          ক. যন্ত্রপাতি   
খ. খনিজ দ্রব্য 

          গ. শিক্ষকের দক্ষতা
ঘ. কবির কাব্যগ্রন্থ 

২৭।

      কোনটি প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত?  

          ক. উদ্যোগ   
খ. প্রতিভা 

          গ. দক্ষতা    
ঘ. ভূমি 

২৮।       উপযোগহীন দ্রব্যের ক্ষেত্রে কোনটি সঠিক?

          ক. বাজারে চাহিদা বেশি   
খ. মানুষ অর্থ দিয়ে কেনে না 

          গ. বাজারে চাহিদা অপেক্ষাকৃত কম                 
ঘ. মানুষ কম দামে কেনে 

২৯।       অপ্রাচুর্য কথাটির অর্থ কী?  

          ক. চাহিদার তুলনায় জোগান সীমাবদ্ধ              
খ. জোগানের তুলনায় চাহিদা সীমাবদ্ধ 

          গ. সম্পদের পরিমাণ অসীম                         
ঘ. সম্পদের পরিমাণ সসীম 

৩০।  বাংলাদেশের ২৮টি গ্যাসক্ষেত্রে গ্যাস মজুদের পরিমাণ কত? 

  ক. ৩৬ বিলিয়ন ঘনফুট                                  খ. ৩৯.৮০ ট্রিলিয়ন ঘনফুট 

  গ. ৩৮.৮০ ট্রিলিয়ন ঘনফুট                              ঘ. ৪০.৬২ বিলিয়ন ঘনফুট

 

  উত্তর : ২৪. খ ২৫. গ ২৬. ঘ
২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. খ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ