ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭
ইংরেজি দ্বিতীয় পত্র

নবম শ্রেণি : নমুনা প্রশ্ন

  • মো. জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলগাঁও, ঢাকা
অন্যান্য
অন্যান্য
শেয়ার
নবম শ্রেণি : নমুনা প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

7.Complete the sentences.           1×5=5

(a) Truthfulness is a great virtue because ——-.

(b) One cannot command the respect of others unless ——-.

(c) One may succeed once or twice by telling a lie but ——.

(d) ——- if you are a liar.

(e) So it is a wise decision ——-.

 

8.Complete the text adding suffixes, prefixes or the both with the root words given in the parenthesis. 0.5×10=5

Zahir Raihan was a talented film (a) ——- (make) and (b) ——- (write). He was a man of (c) ——- (domitable) courage. He had his early education in Mitra Institute and (d) ——- (late) he studied in Calcutta Alia Madrasha. In his student life Zahir Raihan devoted himself to literature. His famous film Jibon Theke Neya depicted the (e) ——- (autocrat) rule of Pakistan and inspired the people to protest against the Pakistani (f) ——- (rule). In December 1971 some (g) ——- (known) miscreants took away Zahir’s elder brother Shahidullah Kaiser. On 30th December 1971 someone informed Zahir about an address, ——- somewhere at Mirpur where he might find his brother. (h) (According) Zahir left home to get his brother back, but he never (i) ——- (turn). Until today the day is observed as Zahir’s (j) ——- (Appearance) Day.

 

9.Make tag questions of these statements. 1×5=5

You are going to spend your holiday with us, (a) ——-?

Yes. I want to do so. You have a pond, (b) ——-?

Yes. It’s a very big one. We can have a swim, (c) ——-?

Actually, there are many things to see in Rajshahi, (d) ——-?

That’s ture. Rajshahi University campus is also large and beautiful, (e) ——-?

 

Answer

7.        

(a) Truthfulness is a great virtue because it makes a man great.

(b) One cannot command the respect of others unless one is truthful.

(c) One may succeed once or twice by telling a lie but one can’t continue it for a long time.

(d) You will not be trusted if you are a liar.

(e) So it is a wise decision to speak the truth always.

 

8.        

(a) maker        

(b) writer

(c) indomitable

(d) later           

(e) autocratic   

(f) ruler

(g) unknown

(h) Accordingly

(i) returned

(j) Disappearance

 

9.        

(a) aren’t you?

(b) don’t you?

or, haven’t you?

(c) can’t we?

(d) aren’t there?

(e) isn’t it?

মন্তব্য

সম্পর্কিত খবর

ভর্তির খোঁজখবর : ঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার
ভর্তির খোঁজখবর  : ঢাকা বিশ্ববিদ্যালয়

গার্হস্থ্য অর্থনীতি ইউনিট


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তির সমন্বয়কারী অধ্যাপক ড. মো. এনামুল হক জানিয়েছেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা পছন্দক্রম ফরম (চয়েস ফরম) পূরণ করেছে, শুধু তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এ জন্য নির্বাচিত তিন হাজার ৩১৩ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র

সাক্ষাৎকারের দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পাসের মূল গ্রেডশিট এবং দুই কপি ফটোকপি সঙ্গে রাখতে হবে।

ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের ফরম, শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম, আবেদনের ফির রসিদ এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রও সঙ্গে রাখতে হবে।

 

সাক্ষাৎকার
১৯ জুলাই, শনিবার।

মেধাক্রম অনুযায়ী সাক্ষাৎকারের সময়

সময়    মেধাক্রম

  ৯:০০-১০:৩০  ১-৭০০

  ১০:৩০-১২:০০ ৭০১-১৪০০

  ১২:০০-১:৩০  ১৪০১-২১০০

  ২:৩০-৪:০০   ২১০১-২৮০০

  ৪:০০-৫:০০   ২৮০১-৩৩১৩

 

স্থান

কনফারেন্স কক্ষ

ডিন অফিস (চতুর্থ তলা)

বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয় 

 

 

মন্তব্য

ভর্তির খোঁজখবর : ঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার
ভর্তির খোঁজখবর  : ঢাকা বিশ্ববিদ্যালয়

গার্হস্থ্য অর্থনীতি ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তির সমন্বয়কারী অধ্যাপক ড. মো. এনামুল হক জানিয়েছেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা পছন্দক্রম ফরম (চয়েস ফরম) পূরণ করেছে, শুধু তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এ জন্য নির্বাচিত তিন হাজার ৩১৩ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র

সাক্ষাৎকারের দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পাসের মূল গ্রেডশিট এবং দুই কপি ফটোকপি সঙ্গে রাখতে হবে।

ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের ফরম, শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম, আবেদনের ফির রসিদ এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রও সঙ্গে রাখতে হবে।

 

সাক্ষাৎকার
১৯ জুলাই, শনিবার।

মেধাক্রম অনুযায়ী সাক্ষাৎকারের সময়

সময়    মেধাক্রম

  ৯:০০-১০:৩০  ১-৭০০

  ১০:৩০-১২:০০ ৭০১-১৪০০

  ১২:০০-১:৩০  ১৪০১-২১০০

  ২:৩০-৪:০০   ২১০১-২৮০০

  ৪:০০-৫:০০   ২৮০১-৩৩১৩

 

স্থান

কনফারেন্স কক্ষ

ডিন অফিস (চতুর্থ তলা)

বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয় 

মন্তব্য

দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

    এস এম জিহাদ, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ মিরপুর সরকারি মহিলা কলেজ, ঢাকা
শেয়ার
দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

অষ্টম অধ্যায়

মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি

বহু নির্বাচনী প্রশ্ন

১।        নিচের কোন ব্যবসায় প্রতিষ্ঠানে তুমি নিত্য মজুদ পণ্য পদ্ধতিতে হিসাবরক্ষণের সুপারিশ করবে?

  ক. খুচরা ব্যবসায়

  খ. মুদি দ্রব্যাদির ব্যবসায়

  গ. মোটরসাইকেল ব্যবসায়

  ঘ. প্রসাধনীর ব্যবসায়

২।        মাল খতিয়ান থেকে জানা যায়

  i. প্রাপ্ত মালের পরিমাণ, দর ও মূল্য,

  ii. উদ্বৃত্ত মালের পরিমাণ, দর ও মূল্য

  iii. ইস্যুকৃত মালের পরিমাণ, দর ও মূল্য

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. ii iii ঘ. i, ii iii

৩।        প্রারম্ভিক মজুদ একক + ক্রয় একক - বিক্রীত একক = ?

  ক. মোট লাভ

  খ. বিক্রীত পণ্যের ব্যয়

  গ. সমাপনী মজুদ একক

  ঘ. পরিচালন মুনাফা

৪।

       কোন সময়ে মজুদ পণ্য মূল্যায়ন করতে হয়?

  ক. নির্দিষ্ট হিসাবকালের শেষে

  খ. নির্দিষ্ট হিসাবকালের প্রারম্ভে

  গ. বছরের শুরুতে

  ঘ. বছরের মাঝামাঝি সময়ে

৫।        বিন কার্ড থেকে কী জানা যায় না?

  ক. মজুদ মালের মূল্য

  খ. মজুদ মালের পরিমাণ

  গ. মজুদ মালের প্রাপ্তি

  ঘ. মজুদ মালের নির্গমন

৬।        একজন ক্রেতা ২০,০০০ টাকা মূল্যের পণ্যের চালান বিক্রেতা থেকে পেল এবং যাতে লেখা ছিল শর্ত ২/১০, নিট/৪৫, এখানে ২/১০ কী?

  ক. বাট্টার সময়কাল

  খ. ঋণের সময়কাল

  গ. নগদ বাট্টা ঘ. ক্রয় বাট্টা

৭।        হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের চলতি সম্পত্তিসমূহ ক্রয়মূল্য বা বাজারমূল্যের মধ্যে যেটি কম সেই মূল্যে প্রদর্শন করতে হয়?

  ক. মিলকরণ নীতি

  খ. পূর্ণ প্রকাশ নীতি

  গ. রক্ষণশীল নীতি

  ঘ. সমন্বয় নীতি

৮।

       মূল্য হ্রাসের ধারা অব্যাহত থাকলে কোন পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা যৌক্তিক?

  ক. FIFO খ. LIFO

  গ. সাধারণ গড় পদ্ধতি

  ঘ. ভারযুক্ত গড় পদ্ধতি

৯।        পণ্য পরিবহনসংক্রান্ত শর্ত হচ্ছে

  i. 2/10, net/30

     ii. FOB destination

     iii. FOB shipping point

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. ii iii ঘ. i, ii iii

১০।       উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদা মজুদ রাখা আবশ্যক তাকে কী বলে?

  ক. গড় মজুদ  খ. সর্বোচ্চ সীমা

  গ. সর্বনিম্ন সীমা    ঘ. নিরাপত্তা মজুদ

১১।       বিন কার্ডে কোনটি লিপিবদ্ধ থাকে?

  i. প্রাপ্ত মালের পরিমাণ

  ii. ইস্যুকৃত মালের পরিমাণ

  iii. মালের মূল্য

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. ii iii ঘ. i, ii iii

১২।

      ২/১০ নিট ৩০ বলতে বোঝায়

  i. ১০ দিনের মধ্যে দেনা পরিশোধে ২% বাট্টা

  ii. ৩০ দিনের মধ্যে দেনা পরিশোধে ২% বাট্টা

  iii. ৩০ দিনের মধ্যে অবশ্যই দেনা পরিশোধ করতে হবে।

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. ii iii ঘ. i, ii iii

১৩।       তাৎক্ষণিক মজুদ পণ্যের পরিমাণ জানার পদ্ধতি হলো

  ক. নিত্য মজুদ পদ্ধতি

  খ. কালান্তিক মজুদ পদ্ধতি

  গ. সরেজমিনে গণনা পদ্ধতি

  ঘ. তৈরি মজুদ পদ্ধতি

১৪।       একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুদ পণ্যকে কত ভাগে বিভক্ত করা হয়?

  ক. ৩ ভাগে   খ. ২ ভাগে

  গ. ৫ ভাগে   ঘ. ৭ ভাগে

১৫।       একটি বিক্রীত পণ্যের ব্যয় ২,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্যের মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত টাকা?

  ক. ৫০০ টাকা খ. ১,৫০০ টাকা

  গ. ২,৫০০ টাকা   ঘ. ২,০০০ টাকা

১৬।

      প্রারম্ভিক মজুদ ৪ টাকা দরে ৬০০ একক, চলতি মাসে ৬ টাকা দরে ৪০০ একক ক্রয় করা হয়। বিক্রয় ৮ টাকা দরে ৮০০ একক হলে ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য কত টাকা?

  ক. ৫৮০ টাকা খ. ৯৬০ টাকা

  গ. ৫০০ টাকা ঘ. ২৭০ টাকা

 

    উত্তর : ১. গ ২. ঘ ৩. গ ৪. ক ৫. ক ৬. ক ৭. গ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. খ।

 

 

মন্তব্য

পঞ্চম শ্রেণি : প্রাথমিক গণিত

    সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ
শেয়ার
পঞ্চম শ্রেণি : প্রাথমিক গণিত
অঙ্কন : মাসুম

পঞ্চম অধ্যায়

গুণিতক এবং গুণনীয়ক

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

৮।        যে সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক রয়েছে তাকে কী বলে?

  ক. উৎপাদক           খ. মৌলিক সংখ্যা

  গ. গুণিতক  ঘ. গুণনীয়ক

  উত্তর : খ. মৌলিক সংখ্যা

৯।        নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

  ক. ১     খ. ২     গ. ৩     ঘ. ৫ 

  উত্তর : ক. ১         

১০।       ৩ এর ৪র্থ গুণিতক কোনটি?

          ক. ৩     খ. ৯     গ. ১২     ঘ. ১

          উত্তর : গ. ১২

১১।

      ১ থেকে ১০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

          ক. ৩টি     খ. ৪টি     গ. ৫টি     ঘ. ৬টি

          উত্তর : খ. ৪টি

১২।       ১৫ এর গুণনীয়ক কয়টি?

  ক. ৪টি     খ. ৫টি     গ. ৬টি     ঘ. ৭টি

  উত্তর : ক. ৪টি

১৩।       যেকোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক কত?

  ক. ১     খ. ২     গ. ৩     ঘ. ৪

  উত্তর : ক. ১

১৪।       মৌলিক সংখ্যার কতটি গুণনীয়ক থাকে?

  ক. ৫টি     খ. ৪টি     গ. ৩টি     ঘ. ২টি

         উত্তর : ঘ. ২টি

১৫।

       ৪ ও ৫ এর লসাগু কত?

  ক. ২৫     খ. ২৬     গ. ২০     ঘ. ১৫

  উত্তর : গ. ২০

১৬।       নিচের কোনগুলো ৮ সংখ্যাটির গুণিতক?

  ক. ২, ৪, ৬, ৮      
খ. ৫, ১০, ১৫, ২০

  গ. ৮, ১৬, ২৪, ৩২   
ঘ. ৬, ১২, ১৮, ২৪

    উত্তর : গ. ৮, ১৬, ২৪, ৩২

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ