kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

পঞ্চম শ্রেণি অধ্যায়ভিত্তিক প্রশ্ন প্রাথমিক বিজ্ঞান

সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ

২৭ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেষষ্ঠ অধ্যায়

সুস্থ জীবনের জন্য খাদ্য

সংক্ষিপ্ত প্রশ্ন

১।   সুষম খাদ্য আমাদের দেহে কী উপকার করে?

     উত্তর : সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।

২।   সুষম খাদ্যের অভাবে শিশুরা পুষ্টিহীনতায় ভোগে।

বিজ্ঞাপন

এর ফলে শিশুর কী সমস্যা হয়?

     উত্তর : পুষ্টিহীনতার ফলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়।

৩।   অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে শারীরিক কী সমস্যা হতে পারে?

     উত্তর : অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে।

৪।   তোমার ছোট ভাই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্য গ্রহণ করে। এতে তার কী সমস্যা হতে পারে?

     উত্তর : এতে তার ওজনজনিত সমস্যা হতে পারে।

৫।   তোমার বন্ধু রাশেদ দিন দিন মুটিয়ে যাচ্ছে। এ অবস্থায় তুমি তাকে কেমন খাবার খাওয়ার পরামর্শ দেবে?

     উত্তর : সঠিক পরিমাণে সুষম খাবার খেতে বলব।

৬।   সুষম খাদ্য গ্রহণ বলতে কী  বুঝো?

     উত্তর : সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করাকে বোঝায়।

৭।   খাদ্য সংরক্ষণের দুটি উপায় লেখো।

     উত্তর : খাদ্য সংরক্ষণের দুটি উপায় নিচে দেওয়া হলো—

     ক) চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়।

     খ) মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজে সংরক্ষণ করা হয়।

৮।   তোমার এলাকায় অনেক শাক-সবজি হয়, যা দ্রুত পচনশীল। পচন রোধে তুমি কী করবে?

     উত্তর : পচন রোধে বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি সংরক্ষণ করব।

৯।   সব ধরনের খাবার সঠিক নিয়মে সংরক্ষণ করলে বেশিদিন ধরে খাওয়া যায়। জ্যাম, জেলি, আচার কিভাবে সংরক্ষণ করা হয়?

     উত্তর : জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়।

১০।   বর্তমানে সব ধরনের শাক-সবজি সারা বছরই পাওয়া যায়। কী পদ্ধতিতে এ ধরনের শাক-সবজি সংরক্ষণ করা হয়?

     উত্তর : এ ধরনের শাক-সবজি হিমাগারে সংরক্ষণ করা হয়।

১১।   কৃত্রিম রং মেশানো খাবার খেয়ে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ ধরনের খাবার মানুষের কী কী রোগ সৃষ্টি করতে পারে?

     উত্তর : কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে।

১২।   মাসুদ এক প্যাকেট চিপস খাচ্ছে, যা দেখতে কমলা রঙের। খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে খাবারে কী মেশানো হয়?

     উত্তর : খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে খাবারে কৃত্রিম রং মেশানো হয়।

১৩।   কৃত্রিম রং মেশানো হয় এমন কয়েকটি খাবারের নাম লেখো।

     উত্তর : কৃত্রিম রং মেশানো হয় এমন কয়েকটি খাবারের নাম হলো—

     মিষ্টি, জেলি, চকোলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদি।সাতদিনের সেরা