ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
হিসাববিজ্ঞান প্রথম পত্র

এইচএসসি প্রস্তুতি : পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

  • মোহাম্মদ জয়নাল আবেদীন,প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
অন্যান্য
অন্যান্য
শেয়ার
এইচএসসি প্রস্তুতি : পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অষ্টম অধ্যায়

দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

২৩।    তুহিন লিমিটেড ১,০০,০০০ টাকায় একটি সম্পত্তি ক্রয় করে। সম্পত্তি ২০-০২-২০১১ তারিখ থেকে ব্যবহার উপযোগী করার জন্য আরো ১০,০০০ টাকা ব্যয় করে। সম্পত্তিটির আয়ুষ্কাল ১০ বছর।

২০১১ সালের শেষে এর অবচয় কত হবে?

          ক) ১১,০০০ টাকা    খ) ৯,৪৭২ টাকা               গ) ৮,৫২৩ টাকা               ঘ) ৮,৫০৩ টাকা

২৪।    একটি সম্পত্তির ক্রয়মূল্য ৫০,০০০ টাকা। আয়ুষ্কাল ১০ বছর। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত?

          ক) ৫,০০০ টাকা     

          খ) ৮,০০০ টাকা               গ) ১০,০০০ টাকা    ঘ) ২০,০০০ টাকা

২৫।

    একটি মেশিনের ক্রয়মূল্য ৪০,০০০ টাকা। আয়ুষ্কাল ৬ বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত হবে?

          ক) ৪,০০০ টাকা     

          খ) ৫,০০০ টাকা               গ) ৮,০০০ টাকা               ঘ) ১০,০০০ টাকা

২৬।

    ১ মার্চ ২০১৩ সালে ৬০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করা হয়। অবচয়ের হার সরলরৈখিক পদ্ধতিতে ১০%। ২০১৩ সালে অবচয় বাবদ কত টাকা লিপিবদ্ধ করা হবে?

          ক) ৪,০০০ টাকা     

          খ) ৪,৫০০ টাকা               গ) ৫,০০০ টাকা               ঘ) ৬,০০০ টাকা

২৭।    একটি দীর্ঘমেয়াদি মেশিনের ক্রয়মূল্য ৬০,০০০ টাকা। আজ পর্যন্ত মেশিনের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ২৫,০০০ টাকা।

যদি আজকে মেশিনটি ২০,০০০ টাকায় বিক্রি করা হয়, তবে লাভ বা ক্ষতির পরিমাণ কত?

          ক) ১০,০০০ টাকা    খ) ১৫,০০০ টাকা    গ) ২০,০০০ টাকা    ঘ) ২৫,০০০ টাকা

২৮।    ১ জানুয়ারি ২০০৮ সালে ৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করা হয়। ১৫% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ৩১ ডিসেম্বর ২০১০ সালে মেশিনটি ২৫,০০০ টাকায় বিক্রি করা হলো। কত টাকা লাভ বা ক্ষতি হলো?

          ক) ২,৫০০ টাকা     

          খ) ৩,০০০ টাকা               গ) ৪,৫০০ টাকা               ঘ) ৫,০০০ টাকা

২৯।    একটি সম্পত্তি ১,০০,০০০ টাকায় ক্রয় করা হয়। ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। আয়ুষ্কাল ১০ বছর। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার কত হবে?

          ক) ১০%         খ) ১৫%         গ) ১৮%         ঘ) ২০%

৩০।    একটি সম্পত্তি ৪০,০০০ টাকায় ক্রয় করা হয়। ২৫% হারে অবচয় ধার্য করা হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত?

          ক) ৫,৬২৫ টাকা     

          খ) ৭,৫০০ টাকা               গ) ১০,০০০ টাকা    ঘ) ১৫,০০০ টাকা

৩১।    একটি সম্পত্তির ক্রয়মূল্য ৬০,০০০ টাকা, অবচয়ের হার ক্রমহ্রাসমান পদ্ধতিতে ১০%, তৃতীয় বছর শেষে মেশিনটির অবশিষ্ট মূল্য কত?

          ক) ৪২,০০০ টাকা    খ) ৪৩,৭৪০ টাকা    গ) ৪৫,০০০ টাকা    ঘ) ৫০,০০০ টাকা

৩২।    ১ জানুয়ারি ২০০৯ তারিখে একটি মেশিন ক্রয় করে ১০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়েছিল। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫,০০০ টাকা। ২০১৩ সালে মেশিনটির ওপর ৭,৫০০ টাকা অবচয় ধার্য করা হলে মেশিনটির ক্রয়মূল্য কত ছিল?

          ক) ৭০,০০০ টাকা    খ) ৭৫,০০০ টাকা    গ) ৮০,০০০ টাকা    ঘ) ৮৫,০০০ টাকা

৩৩।    ৩,০০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে তিন বছর ধরে ২০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্যের পর ১,৪০,০০০ টাকায় বিক্রয় করা হয়। বিক্রয়জনিত লাভ-ক্ষতির পরিমাণ কত?

          ক) ৩,৬০০ টাকা     

          খ) ৭,২০০ টাকা               গ) ১০,৮০০ টাকা    ঘ) ১৩,৬০০ টাকা

৩৪।    মি. হিমেল ০১-০১-২০১১ তারিখে একটি মেশিন ক্রয় করে ২০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। ৩১-১২-২০১৩ তারিখে সম্পত্তিটির অবচয় ২০,০০০ টাকা হলে সম্পত্তির ক্রয়মূল্য কত ছিল?

          ক) ১,০০,০০০ টাকা খ) ১,৫০,০০০ টাকা গ) ২,০০,০০০ টাকা ঘ) ২,৫০,০০০ টাকা

৩৫।    মি. মামুন লিমিটেড ২০,০০০ টাকায় একটি আসবাব ক্রয় করে। ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা এবং ব্যাবহারিক জীবনকাল ৫ বছর। বর্ষসংখ্যা সমষ্টি পদ্ধতিতে চতুর্থ বছরের অবচয় কত হবে?

          ক) ১,০০০ টাকা     

          খ) ২,০০০ টাকা               গ) ৩,০০০ টাকা               ঘ) ৪,০০০ টাকা

৩৬।    ২০০৮ সালের ১ জুলাই মি. মাঈন ২২,০০,০০০ টাকায় একটি কয়লাখনি ইজারা নেন। খনি থেকে ১,০০,০০০ কেজি কয়লা উত্তোলিত হবে বলে ধারণা করেন। ২০১৩ সালে ১,৮০০ কেজি কয়লা উত্তোলিত হলে ওই বছরের অবচয় কত?

          ক) ২০,০০০ টাকা    খ) ২৫,০০০ টাকা    গ) ৩০,০০০ টাকা    ঘ) ৩৯,৬০০ টাকা

৩৭।    একটি সম্পত্তির আয়ুষ্কাল ১০ বছর। বার্ষিক অবচয়ের পরিমাণ ১০,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য ১,০০০ টাকা হলে ক্রয়মূল্য কত?

          ক) ৯৯,০০০ টাকা    খ) ১,০০,০০০ টাকা গ) ১,০১,০০০ টাকা ঘ) ১,১০,০০০ টাকা

৩৮। দৃশ্যমান সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতিকে কী বলা হয়?

          ক) অবচয়       খ) অবলোপন গ) বিলম্বিত     

          ঘ) বিবিধ ক্ষতি

৩৯।    চলতি নয় এমন সম্পত্তির ওপর বার্ষিক অবচিতি ধার্য করার ভিত্তিমূল্য হলো

          i. সম্পত্তির ক্রয়মূল্য

          ii. সম্পত্তির আদায়যোগ্য মূল্য

          iii. সম্পত্তির পুনঃস্থাপন মূল্য

          নিচের কোনটি সঠিক?

          ক) i      খ) ii    গ) iii   ঘ) i ও iii

৪০। প্রতিবছর প্রাকৃতিক সম্পত্তির যে পরিমাণ ব্যবহার বা উত্তোলন করা হয় তা কী হিসেবে আয় বিবরণীতে প্রদর্শিত হয়?

          ক) শূন্যকরণ হিসেবে         খ) অস্পর্শনীয় হিসেবে     গ) নগদান ভিত্তিতে  ঘ) বকেয়াভিত্তিক হিসেবে

৪১। স্থায়ী সম্পত্তির বৈশিষ্ট্য কোনটি?

          ক) মুনাফাজাতীয় ব্যয় করা        খ) আনুমানিক ব্যয় বৃদ্ধি পাওয়া

          গ) ব্যাবসায়িক সত্তা নীতিতে মূল্যায়ন করা 

          ঘ) সেবা প্রদানের ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পাওয়া

৪২। অবচয় হিসাবের সমন্বয় জাবেদা করা না হলে কম দেখানো হবে যেটি

          i. নিট মুনাফা     

          ii. মালিকানা স্বত্ব

          iii. মোট ব্যয়

          নিচের কোনটি সঠিক?

          ক) i     খ) ii    গ) iii    ঘ) ii ও iii

৪৩। অস্পর্শনীয় সম্পত্তি কয়ভাবে অর্জন করা যেতে পারে?

          ক) ২ ভাবে   খ) ৩ ভাবে   গ) ৪ ভাবে   ঘ) ৫ ভাবে

৪৪।    সম্পত্তির ক্রয়মূল্য বলতে কী বোঝায়?

          ক) সম্পত্তির ভগ্নাবশেষ মূল্যকে          

          খ) সম্পত্তি ব্যবহারের আয়ুষ্কালকে

          গ) স্থায়ী সম্পত্তির চালানি মূল্যকে  

          ঘ) সম্পত্তির অবচয় ধার্যের অবশিষ্টাংশকে

৪৫। ‘সময়ভিত্তিক’ অবচয় নির্ধারণ পদ্ধতি কোনটি?

          ক) মেশিন ঘণ্টা পদ্ধতি    খ) ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতি        গ) পরিপূরক তহবিল পদ্ধতি ঘ) পুনর্মূল্যায়ন পদ্ধতি

 

          উত্তর : ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. খ ৩১. খ ৩২. গ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. খ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ক ৩৯. খ ৪০. ক ৪১. ঘ ৪২. গ ৪৩. ক ৪৪. গ ৪৫. খ।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

এইচএসসি স্থগিত পরীক্ষার সময়সূচি

শেয়ার

অষ্টম শ্রেণি : বিজ্ঞান

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
অষ্টম শ্রেণি : বিজ্ঞান

অষ্টম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া

জ্ঞানমূলক প্রশ্ন

১।        রাসায়নিক বিক্রিয়া কী?

  উত্তর : যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু নতুন এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।

২।        সংযোজন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ মিলে নতুন এক বা একাধিক যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।

৩।        তুঁতের সংকেত কী?

  উত্তর : তুঁতের সংকেত CuSO4.5H2O।

 

 

৪।        পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসের নাম কী?

  উত্তর : পটাসিয়াম ক্লোরেটের বিযোজনে উৎপন্ন গ্যাসটি হলো অক্সিজেন।

৫।        প্রশমন বিক্রিয়া কী?

  উত্তর : যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।

৬।        তুঁতে কী?

  উত্তর : পাঁচ অণু পানিযুক্ত কপার সালফেট লবণকে তুঁতে বলে।

৭।        দহন বিক্রিয়া কী?

  উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, তা-ই দহন বিক্রিয়া।

৮।        বিযোজন কী?

  উত্তর : যে বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে একাধিক নতুন পদার্থ তৈরি হয়, সেই বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলে।

৯।

       হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?

    উত্তর : হাইড্রোজোয়িক এসিডের রাসায়নিক সংকেত HN3।

 

মন্তব্য

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    অনামিকা মণ্ডল, সহকারী শিক্ষক, পাজরাপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর
শেয়ার
পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অষ্টম অধ্যায় : নারী-পুরুষ সমতা

সংক্ষিপ্ত প্রশ্ন

১। নারী নির্যাতন দমনে কত সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে?

  উত্তর : নারী নির্যাতন দমনে ২০১২ সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে।

২।        যৌতুক কী?

  উত্তর : বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা পরে বরপক্ষ অন্যায়ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে কনেপক্ষের কাছ থেকে যে অর্থসম্পদ আদায় করে নেয় তাকে যৌতুক বলে।

৩।        তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেলে তোমার বিদ্যালয়ের একজন ছাত্রীকে রাস্তায় উচ্ছৃঙ্খল ছেলেরা বিরক্ত করছে। তুমি কী করবে?

  উত্তর : আমি নির্যাতন বন্ধের জন্য আশপাশের মানুষের সাহায্য নেব।

৪।

       ন্যায্য মজুরির দাবিতে কোথায় নারী শ্রমিকরা প্রথম রাজপথে নেমে আসে?

  উত্তর : ন্যায্য মজুরির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি সেলাইয়ের কারখানায় নারীরা প্রথম রাজপথে নেমে আসে।

৫।        মায়েরা নির্যাতনের শিকার হলে শিশুদের কী সমস্যা হতে পারে?

  উত্তর : যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হয়, সেই পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

৬।

       কিসের জন্য নারী নির্যাতন ক্ষতিকর?

  উত্তর : সমাজের জন্য নারী নির্যাতন ক্ষতিকর।

৭।        কত সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন?

  উত্তর : ১৯১০ সালে ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।

৮।        নারী নির্যাতন প্রতিরোধে সরকারের কোন মন্ত্রণালয় কাজ করছে?

  উত্তর : নারী নির্যাতন প্রতিরোধে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।

৯।        স্কুলে নারী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই দিবসের তাৎপর্য কী?

  উত্তর : এই দিবসের তাৎপর্য হচ্ছে নারী-পুরুষ সমতা।

১০। কে নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান?

  উত্তর : ক্লারা জেটকিন নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান।

১১।       ৮ মার্চ সারা বিশ্বে একটি দিবস পালিত হয়। এখানে কোন দিবসের কথা বলা হয়েছে?

  উত্তর : এখানে নারী দিবসের কথা বলা হয়েছে।

১২।       রাশেদা বেগমের মতে, নারী-পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। তাঁর মনোভাবের সঙ্গে কোন মহীয়সী নারীর মিল আছে?

  উত্তর : তাঁর মনোভাবের সঙ্গে বেগম রোকেয়ার মিল আছে।

১৩।       নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কী বলেছেন?

  উত্তর : নারী-পুরুষের সমতার বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কাব্যিক ভাষায় বলেছেন, ‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

 

 

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

    সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল
শেয়ার
নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

একাদশ অধ্যায় :  জীবের প্রজনন

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

  উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২০।  নিষেকের ফলে চিত্র X অংশটি কিসে পরিণত হয়?

  ক. শস্যকলায় খ. বীজে
গ. গর্ভপত্রে   ঘ. ভ্রূণে

২১।  চিত্রে  Y অংশটি যা সৃষ্টি করে তা হলো

  i. শস্যকলা   ii. ৩হ নিউক্লিয়াস
iii. বীজপত্র

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. ii I iii

  উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২২।  নিচের  P অংশটি নিষেকের পর পরিণত হয়

  ক. জাইগোটে খ. শস্যকোষে
গ. ডিম্বকে    ঘ. ভ্রুণে

২৩।

  চিত্র  XY-এর ক্ষেত্রে

  i. MN মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে

  ii. MP-এর সঙ্গে ঘ-এর মিলনে দ্বিনিষেক ঘটে

  iii. PN মিলিত হলে চারাগাছ হতে পারে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

  উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

২৪।  নিষেকের পর ‘P’ হতে তৈরি হয়

  i. জাইগোট    ii. ভ্রূণ   iii. শস্যকলা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i. iiiii

 

  উত্তর : ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ক। 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ