সমাস
(তত্পুরুষ, বহুব্রীহি
ও অব্যয়ীভাব)
ক) তত্পুরুষ সমাস
১। দ্বিতীয়া তত্পুরুষ সমাস
গা-ঢাকা = গাকে ঢাকা
রথ দেখা = রথকে দেখা বীজবোনা = বীজকে বোনা ভাত রাঁধা = ভাতকে রাঁধা ছেলে-ভোলানো = ছেলেকে ভোলানো
নভেল-পড়া = নভেলকে পড়া
২। তৃতীয়া তত্পুরুষ সমাস
হীরকখচিত = হীরক দ্বারা খচিত
চন্দনচর্চিত = চন্দন দ্বারা চর্চিত
রত্নশোভিত = রতন দ্বারা শোভিত
অলুক তৃতীয়া তত্পুরুষ সমাস
তাঁতে বোনা = তাঁতে বোনা মায়ে খেদানো = মায়ে খেদানো
পোকায় কাটা = পোকায় কাটা
হাতে কাটা = হাতে কাটা
৩। চতুর্থী তত্পুরুষ সমাস
ছাত্রাবাস = ছাত্রদের জন্য আবাস
ডাকমাসুল = ডাকের জন্য মাসুল
চোষকাগজ = চোষার জন্য কাগজ
শিশুমঙ্গল = শিশুদের জন্য মঙ্গল
মুসাফিরখানা = মুসাফিরদের জন্য খানা
হজযাত্রা = হজের নিমিত্ত যাত্রা
মালগুদাম = মাল রাখার জন্য গুদাম
রান্নাঘর = রান্নার জন্য ঘর মাপকাঠি = মাপের জন্য কাঠি
মেয়েস্কুল = মেয়েদের জন্য স্কুল
বালিকা বিদ্যালয় = বালিকাদের জন্য বিদ্যালয় পাগলা গারদ = পাগলদের জন্য গারদ
৪।
পঞ্চমী তত্পুরুষ সমাস
জেলখালাস = জেল থেকে খালাস
বোঁটাখসা = বোঁটা থেকে খসা
আগাগোড়া = আগা থেকে গোড়া
শাপমুক্ত = শাপ থেকে মুক্ত ঋণমুক্ত = ঋণ থেকে মুক্ত
৫। ষষ্ঠী তত্পুরুষ সমাস
ছাত্রসমাজ = ছাত্রের সমাজ দেশসেবা = দেশের সেবা দিল্লিশ্বর = দিল্লির ঈশ্বর বাঁদরনাচ = বাঁদরের নাচ পাটক্ষেত = পাটের ক্ষেত ছবিঘর = ছবির ঘর ঘোড়দৌড় = ঘোড়ার দৌড় শ্বশুরবাড়ি = শ্বশুরের বাড়ি
বিড়ালছানা = বিড়ালের ছানা
অলুক ষষ্ঠী তত্পুরুষ সমাস
ঘোড়ার ডিম = ঘোড়ার ডিম মাটির মানুষ = মাটির মানুষ হাতের পাঁচ = হাতের পাঁচ মামারবাড়ি = মামার বাড়ি সাপের পা = সাপের পা মনের মানুষ = মনের মানুষ কলের গান = কলের গান
৬। সপ্তমী তত্পুরুষ সমাস
বাকপটু = বাকে পটু গোলাভরা = গোলায় ভরা তালকানা = তালে কানা অকালমৃত্যু = অকালে মৃত্যু বিশ্ববিখ্যাত = বিশ্বে বিখ্যাত ভোজনপটু = ভোজনে পটু দানবীর = দানে বীর বাক্সবন্দি = বাক্সে বন্দি রাস্তাপচা = রাস্তায় পচা রাতকানা = রাতে কানা মনমরা = মনে মরা
৭। নঞ তত্পুরুষ সমাস
অভাব = ন ভাব
বেতাল = ন তাল
অনাদর = ন আদর
নাতিদীর্ঘ = ন অতি দীর্ঘ নাতিখর্ব = ন অতি খর্ব আধোয়া = ন ধোয়া
নামঞ্জুর = ন মঞ্জুর
অকেজো = ন কেজো অজানা = ন জানা
অচেনা = ন চেনা
অনাবাদি = ন আবাদি নাবালক = ন বালক
অমানুষ = ন মানুষ
অসংগত = ন সংগত
অভদ্র = ন ভদ্র
অনন্য = ন অন্য
অগম্য = ন গম্য
৮।
উপপদ তত্পুরুষ সমাস
গৃহস্থ = গৃথে থাকে যে সত্যবাদী = সত্য কথা বলে যে
ইন্দ্রজিৎ = ইন্দ্রজিেক জয় করে যে
ছেলেধরা = ছেলে ধরে যে ধামধরা = ধামা ধরে আছে যে
পটেকমার = পকেট মারে যে পাতাচাটা = পাতা চাটে যে মাছিমারা = মাছি ধরে যে ঘরপোড়া = ঘর পুড়েছে যার বর্ণচোরা = বর্ণ চুরি করেছে যে
গলাকাটা = গলা কাটে যে পা-চাটা = পা চাটে যে পাড়াবেড়ানি = পাড়া বেড়ায় যে
ছা-পোষা = ছা পুষেছে যে
৯। অলুক তত্পুরুষ সমাস
ঘিয়েভাজা = ঘিয়ে ভাজা কলে ছাঁট = কলে ছাঁটা কলের গান = কলের গান গরুর গাড়ি = গরুর গাড়ি
খ) বহুব্রীহি সমাস
সজল = জলের সঙ্গে বর্তমান
সফল = ফলের সঙ্গে বর্তমান সদর্প = দর্পের সঙ্গে বর্তমান সলজ্জ = লজ্জার সঙ্গে বর্তমান
সকল্যাণ = কল্যাণের সঙ্গে বর্তমান
সস্ত্রীক = স্ত্রীর সঙ্গে বর্তমান ঊর্ণনাভ = ঊর্ণ নাভিতে যার
১। সমানাধিকরণ বহুব্রীহি
হূতসর্বস্ব = হূত হয়েছে সর্বস্ব যার
উচ্চ শির = উচ্চ শির যার পীতাম্বর = পীত অম্বর যার নীলকণ্ঠ = নীল কণ্ঠ যার সুশীল = সু শীল যার
সুশ্রী = সু (সুন্দর) শ্রী যার বদরখ্ত্ = বদ বখ্ত্ যার কমরখ্ত্ = কম বখ্ত্ যার
২। ব্যাধিকরণে বহুব্রীহি
ছা-পোষা = ছা পোষে যে পা-চাটা = পা চাটে যে পাতাচাটা = পাতা চাটে যে পাতাছেঁড়া = পাতা ছেঁড়ে যে ধামাধর = ধামাধরে যে
৩।
ব্যতিহার বহুব্রীহি
চুলাচুলি = চুলে চুলে ধরিয়া যে যুদ্ধ
গালাগালি = গলায় গলায় যে ভাব
কোলাকুলি = কোলে কোলে যে মিলন
লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ
হাসাহাসি = হাসিতে হাসিতে যে ক্রিয়া
৪। নঞ্ বহুব্রীহি
নাহক = নাই হক যার নিরুপায় = নি (নাই) উপায় যার
নির্ঝঞ্ঝাট = নি (নাই) ঝঞ্ঝাট যার
অবুঝ = ন (নাই) বোঝা যার
অকেজো = ন (নাই) কাজ যার
বে-পরোয়া = বে (নাই) পরোয় যার
বেহুঁশ = বে (নাই) হুঁশ যার অনন্ত = ন (নাই) অন্ত যার বেতার = বে (নাই) তার যার