নবাব কাদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন?
উত্তর : নবাব খালা ঘষেটি বেগম, রায়দুর্লভ ও জগেশঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন।
১০। কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল?
উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল।
১১। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা কেন পরাজিত হন?
উত্তর : সৈন্য বাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন।
১২। ইংরেজরা কত বছর বাংলায় শাসনকার্য চালায়?
উত্তর : ইংরেজরা ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় দুই শ বছর বাংলায় শাসনকার্য চালায়।
১৩। মোগলরা বাংলাকে কী বলে জানত?
উত্তর : মোগলরা বাংলাকে ‘যেকোনো জাতির স্বর্গ’ বলে জানত।
১৪। ইস্ট ইন্ডিয়া কম্পানি কত সময় ধরে বাংলাকে শাসন করে?
উত্তর : ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত এক শ বছর ইস্ট ইন্ডিয়া কম্পানি বাংলাকে শাসন করে।
১৫। কম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
উত্তর : কম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ।
১৬। কত সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
উত্তর : ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
১৭। কত সালে কম্পানির শাসন রদ হয়?
উত্তর : ১৮৫৮ সালে কম্পানির শাসন রদ হয়।
১৮। ব্রিটিশ শাসনের একটি খারাপ দিক লেখো।
উত্তর : ব্রিটিশ শাসনের একটি খারাপ দিক হলো—
‘বাংলার কারিগররা বেকার এবং অনেক কৃষক গরিব হয়ে যায়; বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।’
১৯। ছিয়াত্তরের মন্বন্তর কী?
উত্তর : ব্রিটিশ শাসনের ফলে বাংলার অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায়; বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যা ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
২০। ছিয়াত্তরের মন্বন্তর কত সালে সংঘটিত হয়েছিল?
উত্তর : বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০) ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল।
২১। ব্রিটিশ শাসনের একটি ভালো দিক লেখো।
উত্তর : ব্রিটিশ শাসনের একটি ভালো দিক হলো—
‘শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে।’
২২। তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
উত্তর : বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন।
২৩। তিতুমীর কেন বাঁশের কেল্লা নির্মাণ করেন?
উত্তর : ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন।
২৪। কত সালে তিতুমীর নিহত হন?
উত্তর : ১৮৩১ সালে তিতুমীর নিহত হন।
২৫। সিপাহি বিদ্রোহ কার নেতৃত্বে শুরু হয়েছিল?
উত্তর : সিপাহি মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল।
২৬। বিদ্রোহী সিপাহিদের কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তর : ঢাকার বাহাদুর শাহ পার্কে ১৮৫৭ সালে বিদ্রোহী সিপাহিদের ফাঁসি দেওয়া হয়েছিল।
২৭। কত দিন পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে?
উত্তর : বিশ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে।
২৮। ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ কত সালে গঠিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ গঠিত হয়।
২৯। বঙ্গভঙ্গ কী?
উত্তর : ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়, একে বঙ্গভঙ্গ বলে।
৩০। কত সালে বঙ্গভঙ্গ হয়?
উত্তর : ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়।
৩১। কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?
উত্তর : ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়।
৩২। কত সালে ভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়?
উত্তর : ১৯০৬ সালে ভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়।
৩৩। ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে কী কী ছিল?
উত্তর : ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল—
স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র আন্দোলন।
৩৪। রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে কারা নেতৃত্ব দিয়েছেন?
উত্তর : রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁরা হলেন—
নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং শেরেবাংলা এ কে ফজলুল হক।
৩৫। কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়?
উত্তর : বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়।
৩৬। কত সালে ইংরেজরা ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায়?
উত্তর : ১৯৪৭ সালে ইংরেজরা ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায়।