উপসর্গ
১। নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ?
ক) প্রবীণ খ) ভিখারি গ) বাবুয়ানা ঘ) সেলাই
২। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে ‘না’ উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক) নাহক খ) নাজুক গ) নালায়েক ঘ) নাদাবি
৩। ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি?
ক) আখাম্বা খ) উপকূল গ) অনভিজ্ঞ ঘ) আরক্ত
৪।
নিচের কোনটি উপসর্গ?
ক) গুলো খ) উপ গ) টা ঘ) ও
৫। ‘পাতি’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?
ক) ছোট খ) বিপরীত গ) নিম্ন ঘ) শূন্য
৬। শব্দের আগে বসে কোনটি?
ক) অনুসর্গ খ) উপসর্গ গ) প্রত্যয় ঘ) বিভক্তি
৭। কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক) শব্দ বিভক্তি
খ) ক্রিয়া বিভক্তি গ) উপসর্গ ঘ) অনুসর্গ
৮।
উপসর্গ কত প্রকার?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
৯। উপসর্গের কাজ কী?
ক) বর্ণ সংস্করণ
খ) যতি সংস্থাপন
গ) নতুন অর্থবোধক শব্দ গঠন
ঘ) ভাবের পার্থক্য নিরূপণ
১০। ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?
ক) উত্কৃষ্ট খ) আকৃষ্ট গ) নিকৃষ্ট ঘ) বিশিষ্ট
১১। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক) ২০টি খ) ২১টি গ) ২২টি ঘ) ২৫টি
১২।
খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
ক) আম খ) রাম
গ) সম ঘ) নিম
১৩। কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
ক) আ, সু, অব, আড়
খ) ফি, নি, বি, সু
গ) অজ, অনা, আন, ইতি, পাতি
ঘ) কু, বি, প্র, নি
১৪। অঘারাম বাস করে অজপাড়াগাঁয়ে। ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
ক) বিদেশি খ) খাঁটি বাংলা গ) তৎসম ঘ) আ উপসর্গ
১৫। ‘পাতি’ ও ‘ইতি’ কোন উপসর্গ?
ক) খাঁটি বাংলা উপসর্গ
খ) তৎসম উপসর্গ গ) বিদেশি উপসর্গ
ঘ) ফারসি উপসর্গ
১৬।
‘সুনাম’ শব্দের ‘সু’ কোন উপসর্গ?
ক) আরবি খ) ফারসি গ) সংস্কৃত ঘ) বাংলা
১৭। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি?
ক) ১৯টি খ) ২০টি
গ) ২১টি ঘ) ২২টি
১৮। বাংলা উপসর্গের কোন চারটি উপসর্গ সংস্কৃত উপসর্গেও পাওয়া যায়?
ক) অ, অঘা, অজ
খ) আ, সু, বি, নি গ) আ, উপ, অপ
ঘ) অনা, ইতি, কু
১৯। বিপরীতার্থে ‘পরা’ উপসর্গযুক্ত শব্দ কোনটি?
ক) পরাকাষ্ঠা খ) পরাভব গ) পরাক্রান্ত ঘ) পরায়ণ
২০। ‘নিদাঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি করেছে?
ক) আতিশষ্য খ) নিশ্চয়
গ) নিষেধ ঘ) অভাব
২১। ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ খ) অভাব
গ) গতি ঘ) সাধারণ
২২। বিশেষ অর্থে ‘উপ’ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে?
ক) উপকূল খ) উপভোগ গ) উপবন ঘ) উপকণ্ঠ
২৩। বিপরীতার্থে ‘পরা’ উপসর্গযুক্ত শব্দ কোনটি?
ক) পরাকাষ্ঠা খ) পরাভব গ) পরাক্রান্ত ঘ) পরায়ণ
২৪। বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক) প্রহার খ) খাসকামরা গ) আগ্রহ ঘ) উপকার
২৫। নিচের কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত?
ক) বাজে খরচ খ) কারখানা গ) আকণ্ঠ ঘ) অবগাহন
২৬। ‘নিম’ কোন ভাষার উপসর্গ?
ক) আরবি খ) হিন্দি
গ) ফারসি ঘ) উর্দু
২৭। বেমালুম শব্দে কোন উপসর্গ যুক্ত হয়েছে?
ক) দেশি খ) ফারসি গ) সংস্কৃত ঘ) হিন্দি
২৮। ‘বেকসুর’ শব্দের উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অধীন খ) আধা
গ) মন্দ ঘ) না
২৯। ‘খাসমহল’ শব্দের খাস কোন দেশি উপসর্গ?
ক) আরবি খ) ফারসি গ) উর্দু ঘ) হিন্দি
৩০। ‘গরমিল’ শব্দটিতে ‘গর’ কোন উপসর্গ?
ক) বাংলা খ) ফারসি গ) আরবি ঘ) তৎসম
৩১। ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণির উপসর্গ?
ক) ফারসি খ) উর্দু
গ) আরবি ঘ) হিন্দি
৩২। ফুল, হাফ কোন ধরনের উপসর্গ?
ক) তৎসম খ) ইংরেজি গ) ফারসি ঘ) বাংলা
৩৩। সু, আ, বি, নি—এ চারটি উপসর্গ কোন প্রকারের?
ক) বাংলা খ) তৎসম গ) বাংলা ও বিদেশি ঘ) বাংলা ও তৎসম
৩৪। ‘বেআইন’ শব্দটি ‘বহির্ভূত’ অর্থে কোন উপসর্গযোগে গঠিত হয়েছে?
ক) বদ খ) বে
গ) ব ঘ) বি
উত্তর :
১। ক) প্রবীণ
২। গ) নালায়েক
৩। ঘ) আরক্ত
৪। খ) উপ
৫। ক) ছোট
৬। খ) উপসর্গ
৭। গ) উপসর্গ
৮। খ) তিন প্রকার
৯। গ) নতুন অর্থবোধক শব্দ গঠন
১০। গ) নিকৃষ্ট
১১। খ) ২১টি
১২। খ) রাম
১৩। গ) অজ, অনা, আন, ইতি, পাতি
১৪। খ) খাঁটি বাংলা
১৫। ক) খাঁটি বাংলা উপসর্গ ১৬। ঘ) বাংলা
১৭। খ) ২০টি
১৮। খ) আ, সু, বি, নি
১৯। খ) পরাভব
২০। ক) আতিশয্য
২১। ক) বিশেষ
২২। খ) উপভোগ
২৩। খ) পরাভব
২৪। খ) খাসকামরা
২৫। খ) কারখানা
২৬। গ) ফারসি
২৭। খ) ফারসি
২৮। ঘ) না
২৯। ক) আরবি
৩০। গ) আরবি
৩১। গ) আরবি
৩২। খ) ইংরেজি
৩৩। ঘ) বাংলা ও তৎসম
৩৪। খ) বে।