kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

সপ্তম শ্রেণি : বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

২০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেজ্ঞা ন মূ ল ক  প্র শ্ন

নবম অধ্যায়

তাপ ও তাপমাত্রা

১।   তাপমাত্রা কী?

     উত্তর : কতটুকু ঠাণ্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাই তাপমাত্রা।

২।   কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়?

     উত্তর : বায়বীয় পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়।

৩।   ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?

     উত্তর : ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ২১২ ডিগ্রি ফারেনহাইট।

৪।   উত্তপ্ত বস্তু কোন পদ্ধতিতে তাপ নির্গত করে?

     উত্তর : উত্তপ্ত বস্তু বিকিরণ পদ্ধতিতে তাপ নির্গত করে।

৫।   পৃথিবী বিকিরক না শোষক?

     উত্তর : পৃথিবী একই সঙ্গে শোষক ও বিকিরক।

৬।   মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?

     উত্তর : মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট।

৭।   সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?

     উত্তর : সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ১০০ ডিগ্রি সেলসিয়াস।

৮।   কঠিন পদার্থে তাপের প্রভাব কী?

     উত্তর : তাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তন, তরল ও বায়বীয় পদার্থের তুলনায়

     কম বাড়ে।

৯।   Centi অর্থ কী?

     উত্তর : Centi অর্থ শতাংশ।

 

১০। তাপ কী?

     উত্তর : যে বাহ্যিক ভৌত কারণে অর্থাৎ যার ফলে কোনো বস্তু উষ্ণ ও শীতল

     অনুভূত হয় তাকে তাপ বলে। এটি এক প্রকার শক্তি।

১১। আর্দ্রতা কী?

     উত্তর : বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতির পরিমাণই আর্দ্রতা।

১২। বায়ু কোন দিকে চাপ দেয়?

     উত্তর : বায়ু সব দিকে সমানভাবে চাপ দেয়।

১৩। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে?

     উত্তর : স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয়

     সেই তাপমাত্রাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে।

১৪। উষ্ণতা কী?

     উত্তর : কতটুকু ঠাণ্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাকে উষ্ণতা বলে।

১৫। পারদ থার্মোমিটার কী?

     উত্তর : যে থার্মোমিটারে পারদ ব্যবহার করে তাপমাত্রা মাপা হয় তাই পারদ থার্মোমিটার।

১৬। নিম্ন স্থিরাঙ্ক কী?

     উত্তর : স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, সেই তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক বলে।

১৭। বিকিরক কাকে বলে?

     উত্তর : যেসব পদার্থ তাপ বিকিরণ করে তাদের বিকিরক বলে।

১৮। তাপ সঞ্চালন কাকে বলে?

     উত্তর : বেশি তাপমাত্রার অঞ্চল থেকে কম তাপমাত্রার অঞ্চলের দিকে তাপের গমনকে তাপ সঞ্চালন বলে।    

১৯। মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয় কী দিয়ে?

     উত্তর : মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে।

২০। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধান কত?

     উত্তর : ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধান হলো ১৮০।

২১। তাপ বিকিরণ কী?

     উত্তর : যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই অথবা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চালিত হয় তাই তাপ বিকিরণ।