kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

ব হু নি র্বা চ নী প্র শ্ন

এইচএসসি প্রস্তুতি - হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেএইচএসসি প্রস্তুতি - হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

অষ্টম অধ্যায়

 

মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি

[পূর্ব প্রকাশের পর]

            নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫৫ ও ৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            যমুনা লিমিটেডের বই থেকে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে :

            এপ্রিল-১ প্রারম্ভিক উদ্বৃত্ত ২০০ একক

            প্রতি একক ৫০০ টাকা

            এপ্রিল-১০ মাল ক্রয় ৩৫০ একক

            প্রতি একক ৫২০ টাকা

            এপ্রিল-২০ মাল বিক্রয় ৪০০ একক

৫৫।      FiFo পদ্ধতিতে এপ্রিল-২০ তারিখে বিক্রীত পণ্যের ব্যয় কত?

            ক) ২,০০,০০০ টাকা       খ) ২,০৪,০০০ টাকা

            গ) ২,০৭,০০০ টাকা       ঘ) ২,০৮,০০০ টাকা

৫৬।     FiFo পদ্ধতির পরিবর্তে LiFo পদ্ধতিতে জানুয়ারি-২০ তারিখে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করলে কম্পানির মুনাফা কী পরিমাণ হ্রাস পাবে?

            ক) ৩,০০০ টাকা           

            খ) ৫,০০০ টাকা

            গ) ৮,০০০ টাকা           

            ঘ) ১৩,০০০ টাকা

            নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            হাবিব লিমিটেডের বই থেকে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে :

            জানুঃ-১ প্রারম্ভিক উদ্বৃত্ত ২,০০০ একক, প্রতি একক ১০ টাকা,

            জানুঃ-১৫ মাল ক্রয় ৮,০০০ একক, প্রতি একক ১২ টাকা,

            জানুঃ-২৫ মাল বিক্রয় ৭,০০০ একক, প্রতি একক ১৫ টাকা।

৫৭।      আগে আসে আগে যায় পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য কত?

            ক) ৩৬,০০০ টাকা         খ) ৩০,০০০ টাকা

            গ) ২০,০০০ টাকা           ঘ) ১০,০০০ টাকা

৫৮।     আগে আসে আগে যায় পদ্ধতিতে বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত?

            ক) ২০,০০০ টাকা          খ) ৬০,০০০ টাকা

            গ) ৮০,০০০ টাকা         ঘ) ৯৬,০০০ টাকা

            নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            শাওন কম্পানি জানুয়ারি ২, ১০ ও ২০ তারিখে যথাক্রমে ১০০ একক ৫.০০ টাকা, ১২০ একক ৫.৫০ টাকা এবং ১৫০ একক ৬ টাকা হারে কাঁচামাল ক্রয় করেন।

৫৯।      ‘আগের মূল্যের মাল আগে যাবে’ পদ্ধতিতে ২২ তারিখে ৮০ একক মাল ইস্যু করলে এককপ্রতি মূল্য কত টাকা হবে?    

            ক) ৫.০০           খ) ৫.৫০

            গ) ৫.৭৫           

            ঘ) ৬.০০

৬০।     মাসের শেষে ৭০ একক মজুদ থাকলে

            i. আগের মূল্যের মাল আগে যাবে পদ্ধতিতে

            সমাপনী মজুদের মূল্য হবে ৪২০ টাকা

            ii. পরের মূল্যের মাল আগে যাবে পদ্ধতিতে

            সমাপনী মজুদের মূল্য হবে ৩৫০ টাকা

            iii. ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদের মূূল্য হবে ৩৯০ টাকা

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) ii ও iii

            গ) i ও iii           ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ৫৫. খ ৫৬. ক ৫৭. ক ৫৮. গ ৫৯. ক ৬০. ঘ।